মুজিব হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি। বাঙ্গলি জাতি সত্তাকে প্রতিষ্ঠার জন্য ভাষা সংগ্রামের মাধ্যমে সকলকে জাগিয়ে তোলেন এবং সমগ্র জীবনভর লড়াই করে সব কিছু উপেক্ষা করে, স্বাধীন বাংলাদেশর ভিত্তি স্থাপন করেন। তিনি তার নেতৃত্বেই বাঙ্গালি জাতি ও স্বাধীন রাষ্ট্র কায়েম করেন। সেজন্যই আমরা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ট মানুষ হিসেবে বিবেচনা করি। তিনি সবসময় সহজ ভাষায় বলতেন, আমি বাংলার দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
সব মানুষের মুখে তখনই হাসি ফুটবে, যখন মানুষের মধ্যে কোন দারিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, ক্ষুধা থাকবে না, নিরক্ষরতা থাকবে না। দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর যে সংগ্রাম তিনি তখন থেকে শুরু করেছিলেন, সেটা আজও অব্যাহত আছে। তার দেখানো পথই বাংলাদেশকে উন্নত করে তুলেছে। দারিদ্র দূর হচ্ছে, শিক্ষার হার বেড়েছে, নারীরা এগিয়েছে। আমাদের এ লড়াই অব্যাহত রাখতে হবে।
বঙ্গবন্ধু চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ । কিন্তু আমরা এখনও সেটা প্রতিষ্ঠা করতে পারিনি। কাজেই আমাদের প্রতিজ্ঞা হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা আমরা গঠন করব। যে লক্ষ্য গুলো তিনি সামনে রেখে গিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করতে হবে।