সৌদি আরবে ১৪৭ বছর বয়সে সবচেয়ে বয়স্ক মানুষের মৃত্যু
7, January, 2018, 3:39:45:PM
সৌদি আরবের সবচেয়ে বয়স্ক মানুষ আলী ইবনে মুহাম্মদ ১৪৭ বছর বয়সে মারা গেছেন। তিনি চার বছর আগে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
রোববার সৌদি গণমাধ্যম জানায়, এ দীর্ঘ জীবনে তিনি কখনো হাসপাতালে যাননি। তিনি ঘরেই সবজি ও ফলের জুস করে খেতেন। চিনিযুক্ত খাবার তিনি কখনোই গ্রহণ করেননি। প্রতিদিন এশার নামাজ আদায়ের পর ঘুমাতে যেতেন ও ফজরের আগেই উঠে নফল আদায় করতেন। জীবনভর সোজা হয়ে ঘুমাতেন।
আলী ইবনে মুহাম্মদ তার ১০০ তম জন্মবার্ষিকীতে বলেন, তিনি তার আবাসভূমি থেকে ৪ কিলোমিটার দূরে হেটে যেয়ে জুমার নামাজ আদায় করতেন। সূত্র: আল ওয়াতান