আমরা বিভিন্ন সময়ে দেখি যে, মাদক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু তারপরও আমরা মাদকের প্রবাহটা বন্ধ হতে দেখছি না। আসলে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী একটু সচেতন হলে হয়তো মাদকের সরবরাহটা বন্ধ হতো। আর এর সরবরাহ বন্ধ হলেই এর ভয়াবহ কুফল থেকে আমরা রক্ষা পেতাম।
আসলে মাদকগুলো আমাদের দেশে ঢুকে সড়ক পথ দিয়ে। কারণ, সড়ক পথ দিয়ে খুব সহজেই মাদক আনা নেওয়া করা যায়। নৌ পথে বা বিমানে আনা নেওয়া করলে ধরা পড়ার ভয় থাকে। তাই তারা সড়ক পথটাকেই বেছে নেয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা এ পথে মাদক সহজেই আনা নেওয়া করে।
পরিচিতি : অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়/মতামত গ্রহণ : এইচ. এম. মেহেদী/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ