কাতালোনিয়ানদের স্বাধীনতার দাবি বাস্তবে রূপ দেওয়া অনেক জটিল ও রক্তক্ষয়ী হতে পারে
1, November, 2017, 4:23:23:PM
সাধারণত স্বাধীনতা আন্দোলন এত সহজে সফল হয় না। এত শান্তিপূর্ণভাবে সমাধান হলে তো বিশ্বের অনেক বড় বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতাম, যা সহজেই সমাধান হয়ে গেছে। কাতালোনিয়ানরা গণভোটের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন স্বাধীনতার এই দাবিটা আসলে জনতারই দাবি। কিন্তু এটা জনগণের দাবি হলেও তা বাস্তবে রূপ দেওয়া অনেক জটিল এবং রক্তক্ষয়ী বিষয় হতে পারে। এ জন্য কাতালোনিয়ানদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারেÑ আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে কাতালোনিয়ানদের স্বাধীনতার ঘোষণা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. দোলোয়ার হোসেন। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন একটু দুর্বল অবস্থানে আছে, ফলে ইউরোপীয় ইউনিয়ন কারও অভ্যন্তরীণ বিষয়ে যাবে না। অভ্যন্তরীণ বিষয়ে সারাবিশ্বই এখন যার যার অবস্থানে আছে। কাতালোনিয়ানরা তাদের জনগণের সমর্থন নিয়ে আইনি উপায়ে অগ্রসর হচ্ছে। স্পেনে এ ধরনের সমস্যা এর আগেও হয়েছে এবং এ ধরনের আন্দোলন মেনে নেওয়ার মতো কালচারও তাদের নেই।
ড. দোলোয়ার হোসেন বলেন, স্পেনের রাজনীতিতে অতীতে এসব আন্দোলন শক্তি প্রকাশের মাধ্যমেই প্রতিহত করা হয়েছে। এবারও গণভোটের রায়ের পরেও স্পেন সরকার এতে পুলিশি বাধা দিয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা যাতে ভোট না দিতে পারে সে জন্য সরকার বাধা দিয়েছে। এটা অনেকটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের স্বাধীনতা আন্দোলনকে প্রতিহত করার মতো মনে হয়েছে। তিনি বলেন, কাতালোনিয়ানদের যথেষ্ট আলাপ-আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না, নমনীয়তা দেখানো হচ্ছে না। অথচ এ ধরনের দাবি যেকোনো দেশের জাতিগোষ্ঠী করতে পারে। এসব আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করাটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। বিশেষ করে স্পেন বা ইউরোপের মতো উন্নত দেশের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য বিষয় বলে বিবেচিত হবে না। তিনি আরও বলেন, কাতালোনিয়ানদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের নিজস্ব শক্তির উপর। যেহেতু ইউরোপ অনেক উন্নত দেশ এবং তারা অনেক অগ্রসর। তাদের বিশ্বব্যবস্থা রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রের যে মৌলিক চরিত্র তা রক্ষা করার ব্যাপারে যা করা দরকার আনুষ্ঠানিকভাবে তারা সেটাই করছে।