বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে স্কুল বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়টা আমাদের কালচার হয়ে গেছে। এটা ঠিক যে, কোনো ছাত্র-ছাত্রী নিজ থেকে প্রোগ্রামগুলোতে অংশ নেয় না। তাদেরকে অংশ নিতে বাধ্য করা হয়। এতে দেখা গেছে, অনেক সময় অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে যায়। তাদের পড়াশোনার ক্ষতি হয়। এটা সব দলই ক্ষমতায় থাকা অবস্থায় করে। এসব প্রতিহত করতে হবে। প্রথমত এই বিষয়টা স্কুল কর্তৃপক্ষকে দেখা উচিত। এটি তারা প্রতিহত করতে না পারলে মুসকিল হয়ে দাঁড়াবে।
তবে, স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের জন্য বাধ্য করে স্থানীয় রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো।তাই সকল স্কুলের কর্তৃপক্ষকে এসব সংগঠনগুলোর সাথে কথা বলে, আলোচনা করে, এই বিষয়টা থেকে ছাত্র-ছাত্রীদের বিরত রাখতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকেও এটি নিয়ে ভাবা উচিত। ছাত্র-ছাত্রী ছাড়াও প্রোগ্রামে অংশ নেওয়ার মতো অনেক জনগণ থাকে। তাদের না নিলেও একটি প্রোগ্রাম ভালোভাবে চলবে। তাদের এসব প্রোগ্রামে নেওয়া ঠিক নয় এবং অনর্থক বলে আমি মনে করি।