আপনি খান আতাউর রহমানকে নিয়ে কথা বলার সাহস করতে পেরেছেন। পেরেছেন এজন্য যে, খান আতাউর রহমান বাংলাদেশ থেকে পালিয়ে যুদ্ধে যেতে পারেন নি। জহির রায়হান সাহেব ক্যামেরা নিয়ে পালিয়ে যেতে পেরেছিলেন, অনেক শট নিয়ে যেগুলো আমাদের যুদ্ধের কথা বলে। এখন খান আতার সেই সময়ের কথা বলেন, যখন জহির রায়হান এ দেশ থেকে চলে গেল স্বাধীনতা যুদ্ধের আগে। একটা গানের কথা মনে করেন ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা/ আমরা তোমাদের ভুলব না।’ একজন রাজাকারের কলম দিয়ে কি পাকিদের গালাগালি করে মুক্তিযোদ্ধাদের এতখানি সম্মান দিয়ে কেউ গান লিখতে পারেন? যে কোনো সাহিত্যে যান, এরকম গান কিন্তু ১০টা বা ২০টা তৈরি হয়। ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ বা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’ এগুলো স্বাধীনতা যুদ্ধের দামামা। সেই গান খান আতার কলম থেকেই বেরিয়েছে। এবং স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যতগুলো গান, যতগুলো বাজনা রেডিও পাকিস্তান থেকে প্রচারিত হত, তার মধ্যে ৩০ পার্সেন্ট গানই তো খান আতার লেখা ছিল। খান আতাকে আপনি রাজাকার বললেন কোন হিসেবে?