ছাত্র-ছাত্রীদেরকে জ্ঞানভিত্তিক শিক্ষা দেয়া প্রয়োজন। যেই শিক্ষাদান জ্ঞানের বিস্তৃতি ঘটাবে, ছেলে মেয়েকে সেই শিক্ষাদান করতে হবে। আর এটা মূল বই পড়ালেই সম্ভব হবে। তাছাড়া ছাত্র-শিক্ষক সম্পর্ক, শিক্ষকের যোগ্যতা এবং শিক্ষাদান কার্যক্রম উন্নতমানের করতে হবে।
পরীক্ষার সময় শুধু প্রশ্ন উত্তরে ১০০ মার্কস, এটা না করে অন্তত ৪০% যদি শ্রেণীকক্ষে তার আচার আচরণ, তার জ্ঞানের স্পৃহা, তার ক্লাসের দক্ষতা ইত্যাদি অনুযায়ী মার্কসের সিস্টেম থাকতো, তাহলে প্রশ্নপত্র ফাঁসের প্রবণতা অতোটা থাকতো না। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই সাজাতে হবে। যাতে মানুষকে সেবা করার জন্য শিক্ষাটা আসে।
জ্ঞানভিত্তিক শিক্ষা দিতে হবে, পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়। তারা জ্ঞানের আগ্রহ কতটুকু দেখালো এবং গ্রহণ করতে পারল আর আমরা কতটুকু দিতে পেরেছি, সে দিকে লক্ষ্য রাখতে হবে। নৈতিকতা, আদর্শ, সমাজব্যবস্থা, বিজ্ঞান সব কিছুর শিক্ষা দিয়ে ক্লাস সিস্টেমের ভিতরেই তাকে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা উচিত।