বারী সিদ্দিকী সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। বারী সিদ্দিকীর শেষ বিদায়ে সংঙ্গীতের আকাশ থেকে সেই নক্ষত্র খসে পড়েছে। সংঙ্গীতের ঘরে টিপ টিপ করে নয়, সারাক্ষণ জলে থাকা জ্বলন্ত দ্বীপ। সংঙ্গীতে মাখা প্রদ্বীপ। তিনি সংঙ্গীতের উজ্জ্বল আভায় সঙ্গীতাঙ্গন আলোকিত করে রেখেছেন। সেই আলো নিভে গেলে সঙ্গীতের আকাশে অনায়াসেই অন্ধকার নেমে আশে। সঙ্গীতের ঘর উজ্জ্বলতা হারায়। অপূর্ণতার দুয়ারে গিয়ে দাঁড়ায়।
বারী সিদ্দিকীর চলে যাওয়া আমাদের সেই অপূর্ণতায় পূর্ণ করে। আমরা সবাই খুবই শোকার্ত এবং মর্মাহত হয়েছি। একের পর এক অনেকেই চলে যাচ্ছে। এই বছর আমরা কয়েকজন ভালো শিল্পী হারিয়েছি। এর মধ্যে বছরের শেষ দিকে এসে বারী সিদ্দিকীকে হারিয়ে খুবই আহত হয়েছি। বারী সিদ্দিকীর মতো শিল্পী সচরাচর জন্মগ্রহণ করে না। যুগ যুগ পরে এরা আসে। এমন শিল্পীর বিদায় আমাদের সঙ্গীতাঙ্গন খালি করে দেয়। এই বিদায় আমাদের অপূরণীয় ক্ষতি।