|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে কল্যাণ ডেস্ক
ডিটিভি অনলাইন ডেস্ক:
চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের (কর্মকর্তা-কর্মচারী) বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে সহযোগিতায় কল্যাণ ডেস্ক স্থাপন করা হচ্ছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো একটি চিঠি থেকে তথ্য জানা গেছে।
‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কল্যাণডেস্ক স্থাপনের জন্য মালামাল, লেবার, ডিজাইন ও ঠিকাদার প্রবেশের পাস প্রদান সংক্রান্ত’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও বহির্গমনের সহায়তা সার্ভিস পরিচালনার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেটের দ্বিতীয় তলায় ১৪০ বর্গফুট জায়গায় কল্যাণডেস্ক স্থাপনের লক্ষ্যে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে (নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল) সাতদিন লেবার, ডিজাইনার, ঠিকাদার ও স্থাপনার মালামালের ট্রাকসহ বিমানবন্দরে দিন-রাত ভর যাওয়ার পাস দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের (কর্মকর্তা-কর্মচারী) বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে সহযোগিতায় কল্যাণ ডেস্ক স্থাপন করা হচ্ছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো একটি চিঠি থেকে তথ্য জানা গেছে।
‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কল্যাণডেস্ক স্থাপনের জন্য মালামাল, লেবার, ডিজাইন ও ঠিকাদার প্রবেশের পাস প্রদান সংক্রান্ত’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও বহির্গমনের সহায়তা সার্ভিস পরিচালনার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেটের দ্বিতীয় তলায় ১৪০ বর্গফুট জায়গায় কল্যাণডেস্ক স্থাপনের লক্ষ্যে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে (নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল) সাতদিন লেবার, ডিজাইনার, ঠিকাদার ও স্থাপনার মালামালের ট্রাকসহ বিমানবন্দরে দিন-রাত ভর যাওয়ার পাস দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিংয়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে মো. মুরাদ (২২) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।
সোমবার (২৩ জুন) দুপুরে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার ‘জেবি এন্টারপ্রাইজ’ নামক গ্যাস রিফিল ও সার্ভিসিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দোকানটিতে আগুন ধরে যায়। এতে দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সোমবার দুপুর ১টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৩ জুন) আবহাওয়াবিদ ওমর ফরুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জলদস্যু সাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২২ জুন) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কুখ্যাত অপরাধী সাহাবুদ্দিন সাবু ওরফে জলদস্যু সাবু (৫০) ও তার সহযোগী বেলালকে (৩০) মোহাম্মদপুর থানাধীন কেরানীগঞ্জ এলাকার সিলিকন সিটি থেকে গ্রেফতার করেছে।
জলদস্যু সাবু হত্যা, চাঁদাবাজি, জমি দখল এবং ডাকাতি সংক্রান্ত অপরাধে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, সাভার এবং আশুলিয়া থানায় ২০টির অধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি।
ওই সেনা কর্মকর্তা বলেন, সম্প্রতি তিনি (সাবু) ২০২৪ সালের নভেম্বর মাসে মোহাম্মদপুর এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেন। তার সহযোগী বেলালও ৯টি মামলার এজাহারভুক্ত আসামি।
মোহাম্মদপুর সেনাবাহিনীর এই দায়িত্বশীল কর্মকর্তা জানান, উভয় আসামিকে আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জলদস্যু সাবু প্রথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন যা যাচাই বাছাই করে পরবর্তীতে বিভিন্ন অপারেশন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) তিন দিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ হ্রাস পায়। এতে ভোগান্তাতি পড়েন গ্যাস গ্রাহকরা।
আবহাওয়া অনুকুলে আসায় পুনরায় কার্গো জাহাজ ভেড়ানোর পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
শনিবার (২১ জুন) সকালে খোঁজ নিয়ে জানা যায়, গত তিন দিন ধরে গ্যাসের চাপ একেবারে না থাকলেও গত রাত থেকে অল্প অল্প গ্যাস পেতে শুরু করেন গ্রাহকরা। সকালে গ্যাসের চাপ বেড়েছে। এতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ সারতে পারছেন তারা।
তবে গ্যাস সংকট থাকায় আগের মতোই অনেক এলাকায় সরবরাহ একেবারেই নেই বললেই চলে৷ ফলে সেসব গ্রাহকরা বৈদ্যুতিক হিটার বা সিলিন্ডার ব্যবহার করছেন।
মিরপুর ১২ নম্বর এলাকার বাসিন্দা মৌমিতা আক্তার বলেন, ঈদের পর থেকে গত বুধবার পর্যন্ত গ্যাস মোটামুটি ছিল। এরপর থেকে গ্যাস নেই। ইলেক্ট্রিক চুলায় রান্না-বান্না চলছে। গ্যাস না থাকলে ভোগান্তির মধ্যে থাকি। রান্না করতে অনেক সমস্যা হয়।
পল্লবী এলাকার বাসিন্দা কাজল রেখা বলেন, গত তিন দিন ধরে গ্যাস নেই। রান্না নিতে খুব ঝামেলায় পড়েছি। বৈদ্যুতিক চুলায় রান্না করতে হয়।
খিলগাঁও এলাকার বাসিন্দা ইতি খাতুন বলেন, বুধবার থেকে গ্যাস ছিল না। গতরাতে দেখলাম অল্প অল্প গ্যাস পাওয়া যাচ্ছে। সকাল থেকে গ্যাস পাচ্ছি। এখন রান্নায় তেমন সমস্যা হচ্ছে না।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, অবহাওয়াজনিত কারণে গ্যার সরবরাহে বিঘ্ন ঘটেছিল৷ গতরাত থেকে আমরা গ্যাসের চাপ ভালো ভাবেই পাচ্ছি। সকালে আরও বেড়েছে। এখন আর সমস্যা নেই। আগের মতোই সরবরাহ শুরু হয়েছে।
এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে বার্তা দেয় পেট্রোবাংলা। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হলে সংকট কাটবে বলেও জানায় প্রতিষ্ঠানটি৷
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দুপুর ১টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুনরায়, ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আজ রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জড়িতদের শনাক্তে মাইক্রোবাসটির খোঁজ চলছে এবং সিসি ক্যামেরার ফুটেজসহ একাধিক গোয়েন্দা টিম কাজ করছে। এছাড়াও প্রযুক্তিগতভাবে তদন্ত করছে পুলিশের একাধিক ইউনিট।
এ ঘটনায় পুলিশের সন্দেহের তীর ‘নগদ’ কর্মীদের দিকে। তারা ‘নগদ’ ডিস্ট্রিবিউটরের মালিক, দুই ম্যানেজার, সেলসম্যান ও নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করছে।
গত শনিবার সকালে এ ঘটনার পর রাতে ‘নগদ’ ডিস্ট্রিবিউটর আব্দুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয়ের ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিকভাবে ধারণা, ওই ডিস্ট্রিবিউটিং অফিসের কোনো কর্মীর ছিনতাইকারীদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। যার কাছ থেকে তথ্য পেয়ে আগেই ঘটনাস্থলে ছিল ছিনতাইকারীরা।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় ‘নগদ’ এর কর্মীদেরও সন্দেহের বাইরে রাখছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার সকাল ৯টার দিকে উত্তরার ১২ ও ১৩ নম্বর রোডের দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর গতিরোধ করে একটি মাইক্রোবাস। র্যাবের পোশাক পরিহিত তিনজন মাইক্রোবাস থেকে নেমে আসে। এ সময় মোটরসাইকেল আরোহীদের দুজন ভয়ে তাদের কাছে থাকা টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে দৌড় দেন। তাদের পিছু নেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। মোটরসাইকেলের এক আরোহীকে ধরে এনে মাইক্রোবাসে তুলে ১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি পরিকল্পিত। বেশ কয়েকটি ক্লু ধরেই তদন্ত চলছে। প্রতিষ্ঠানের ভেতরে কোনো ঝামেলা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদুল আজহার আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।
সেই হিসেবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। গত দু-তিন দিন ধরে সদরঘাট, বাস ও রেল স্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়।
যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন তারা শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছবেন। তবে রাজধানী এখনো তার পুরোনো রূপে ফেরেনি।
ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ বিরাজ করে।
ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধুসহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, এসব নেতার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
অধ্যাদেশ সূত্রে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে।
উপদেষ্টা জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে সেটি সঠিক নয়।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ কমেছে বিদ্যুৎ খাতে। এবার বিদ্যুতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২০ হাজার ৩৪২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিদ্যুতের উন্নয়নে বরাদ্দ প্রস্তাব ছিল ২৯ হাজার ১৭৭ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে ২১ হাজার ৬৫১ কোটি টাকা করা হয়েছে।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বাজেটে দীর্ঘ সময় ধরে অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে গতবছর বরাদ্দ কমিয়ে আনা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ২৯ হাজার ২৩০কোটি টাকা বরাদ্দ প্রস্তাব ছিল। যা আগের অর্থবছরের তুলনায় ৪ হাজার ৫৯৫ কোটি টাকা কম। ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুতে বরাদ্দ ছিল ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে কমিয়ে এনে ২৭ হাজার ১৭৫ কোটি টাকা করা হয়।
বিদ্যুৎ খাতের উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২০ হাজার ২৮৪ কোটি টাকা। আর পরিচালন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫৮কোটি টাকা। উন্নয়ন ব্যয় কমলেও পরিচালন ব্যয় আগের বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৩কোটি টাকা বেড়েছে।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগ সরকারের বাজেটে অসম বণ্টনের কারণে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে ঠিকই কিন্তু জ্বালানির অভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ।
বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেছেন, বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ বিধান আইন বাতিল করা হয়েছে। ওই আইনের আওতায় সম্পাদিত চুক্তিসমুহ পর্যালোচনার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ যুগোপযোগী করে নতুন নীতিমালার কাজ চূড়ুান্ত পর্যায়ে রয়েছে। ২০৪০ সালের মধ্যে দেশের মোট উৎপাদনের ৩০ শতাংশ নবায়োনযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরবর্তীতে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।
তিনি জানান, পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬তলায় আগুন লাগে। সকালে সড়ক ফাঁকা থাকায় খবর পেয়ে ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পার্শ্ববর্তী এলাকায় শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ককটেল সদৃশ আরও একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলোর ভেতরে ককটেলের বিস্ফোরক ছিল না। পটকার বিস্ফোরক ছিল। ঘটনার পরপরই পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং পরবর্তী ব্যবস্থা নেয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
এদিকে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এমন অবস্থায় এই বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্বসহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
টানা চারদিন দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারির পর সতর্ক সংকেত নামিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে গত (২৬ মে) মঙ্গলবার বিকেলে সাগরে লঘুচাপ সৃষ্টির পর দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
বুধবার (২৮ মে) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি আগামীকাল নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি না। তবে এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শেখ মো. সাজ্জাত আলী।
শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
|
|
|
|
|
|
শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে কল্যাণ ডেস্ক |
............................................................................................. |
চট্টগ্রামে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত |
............................................................................................. |
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস |
............................................................................................. |
মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার |
............................................................................................. |
স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ |
............................................................................................. |
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস |
............................................................................................. |
উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত |
............................................................................................. |
দুইদিনেও শনাক্ত হয়নি কেউ, সন্দেহের তীর ‘নগদ’ কর্মীদের দিকে |
............................................................................................. |
১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস |
............................................................................................. |
বঙ্গবন্ধুসহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের বিষয়টি ঠিক নয় |
............................................................................................. |
বিদ্যুতে বরাদ্দ কমেছে প্রায় ৯ হাজার কোটি টাকা |
............................................................................................. |
পুরানা পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড |
............................................................................................. |
শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ |
............................................................................................. |
উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই |
............................................................................................. |
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্ক সংকেত বহাল |
............................................................................................. |
ঢাবির সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮ |
............................................................................................. |
আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ জন |
............................................................................................. |
বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২ |
............................................................................................. |
দুপুর একটার মধ্যে ১১ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
বাড্ডায় বিস্ফোরণ: স্ত্রী-মেয়ের পর চলে গেলেন তোফাজ্জলও |
............................................................................................. |
পাসপোর্টের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা |
............................................................................................. |
নগর ভবনের সামনে আজও ইশরাকের সমর্থকদের অবস্থান |
............................................................................................. |
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন যুবক |
............................................................................................. |
এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা |
............................................................................................. |
কর্ণফুলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা প্রধান উপদেষ্টার |
............................................................................................. |
সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস |
............................................................................................. |
চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি |
............................................................................................. |
কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার |
............................................................................................. |
দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে |
............................................................................................. |
চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার |
............................................................................................. |
উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা |
............................................................................................. |
কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার |
............................................................................................. |
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪ |
............................................................................................. |
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা |
............................................................................................. |
শিশু ধর্ষণ: র্যাবের অভিযানে অভিযুক্ত রমজান গ্রেফতার |
............................................................................................. |
এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান |
............................................................................................. |
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি |
............................................................................................. |
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস |
............................................................................................. |
ইতালি থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা |
............................................................................................. |
বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ |
............................................................................................. |
তাপমাত্রা কবে কমবে, জানালো আবহাওয়া অফিস |
............................................................................................. |
ডিএমপির সাবেক ডিসি তানভীর সাময়িক বরখাস্ত |
............................................................................................. |
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক |
............................................................................................. |
অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ |
............................................................................................. |
দুপুরের মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস |
............................................................................................. |
বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে: ধর্ম উপদেষ্টা |
............................................................................................. |
ঢাকাসহ ২০ জেলায় বজ্রঝড়ের সতর্কতা |
............................................................................................. |
নিজ বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু |
............................................................................................. |
পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের সাত দাবি |
............................................................................................. |
জুলাইয়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি |
............................................................................................. |
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
|
|
|
|