৯ ডিসেম্বর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২৭ দেশের রাষ্ট্রদূত
ডিটিভি অনলাইন ডেস্ক:
আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
রফিকুল আলম বলেন, আসন্ন যৌথসভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যত বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে।
রফিকুল আলম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। এছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
রফিকুল আলম বলেন, আসন্ন যৌথসভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যত বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে।
রফিকুল আলম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। এছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর রমনা থানার কাকরাইল প্রধান বিচারপতির বাসার সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জে কে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা যায়।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।
নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় বলে জানা গেছে।
এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই মো. সিরাজুল ইসলাম।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর বংশাল থানার আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয়তলায় দোলনা খেলার সময় গলায় ফাঁস লেগে মোছা. ঝুমুর (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ইউসুফ বলেন, আমার মেয়েসহ আরও কয়েকজন শিশু কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলা করার সময় হঠাৎ কাপড়ের সঙ্গে ঝুমুরের গলা পেঁচিয়ে যায়। পরে মেয়েকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বর্তমানে বংশাল থানার আগামাছি লেনের ৬৫/এ নম্বর বাসায় থাকি। আমার দুই ছেলে একটি মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বেসামরিক বিমান চলাচল, বন্দর ও লজিস্টিকসে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।
তিনি বাংলাদেশের সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।
আমিরাতের ৫৩তম ইউনিয়ন ডে উদযাপন উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় তাদের দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আল হামুদি এসব কথা বলেন।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, আমরা অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার জন্য প্রত্যক্ষ বিনিয়োগে আগ্রহী।
রাষ্ট্রদূত একটি উন্নত ও অধিকতর সমৃদ্ধ বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে একত্রে কাজ করতে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ এবছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে, যা উভয় দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।
রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের জন্য মুখিয়ে আছি।
রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর অবদানের প্রশংসা করে বলেন, তারা সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
এছাড়াও সরকারের উপদেষ্টা, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আহ্বান জানিয়েছেন সেই বক্তব্য তার জন্য ‘সঠিক পদক্ষেপ নয়’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত। তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়।
‘রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্যটি) হয়তো তাকে সহায়তা করবে। এটি আমার মত।’
চলতি মাসে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হওয়ার কথা ছিল, সেটি হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এফওসি হওয়ার কথা। আমি মনে করি হবে। দুপক্ষই সেটি দেখবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সারাদেশের সরকারি স্কুলে অনলাইনে ভর্তি আবেদন শনিবার শেষ হয়েছে। আবেদন প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরের ১০টি সরকারি স্কুলের ২ হাজার ২৩৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৬২টি আবেদন পড়েছে।
ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে গভ. মুসলিম হাইস্কুলে। ওই স্কুলের প্রাত ও দিবা শাখায় ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ৭৬৩টি। এরপর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১৬ আসনের বিপরীতে ২০ হাজার ২৫৯টি আবেদন জমা পড়েছে।
আগামী ১২ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সারাদেশের ভর্তিচ্ছুদের সঙ্গে চট্টগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের স্কুল ঠিক করা হবে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। সারাদেশের সব আবেদন অনলাইনে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, ১০টি স্কুলে সবচেয়ে বেশি আসন রয়েছে পঞ্চম শ্রেণিতে। এতে আসন রয়েছে ১ হাজার ৪৬৪টি, এর বিপরীতে আবেদন পড়েছে ৮০ হাজার ১২৮টি। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ৫৫টি আবেদন পড়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ৬০৭টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ৯৫টি। নবম শ্রেণিতে আসন রয়েছে ২৯৩টি, আবেদন পড়েছে ১৩ হাজার ৪১৯টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে ৪৬টি। ১০টি স্কুলে মোট সংরক্ষিত আসন রয়েছে ৫৮টি।
তথ্য অনুযায়ী, গভ. মুসলিম হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ১৬৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৭টি; ষষ্ঠ শ্রেণিতে ১০ হাজার ৯৫১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি এবং নবম শ্রেণিতে ৩ হাজার ৬৪৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ১০ হাজার ৩৬৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৭টি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১৩ হাজার ২৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৬টি; নবম শ্রেণিতে ৬ হাজার ৩০২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে আবেদন পড়েছে ৯ হাজার ১২২টি, আসন খালি রয়েছে ২১৮টি।
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ৩৯৫টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৬টি; ষষ্ঠ শ্রেণিতে ১১ হাজার ৮৬৪টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৯ হাজার ৫৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৮৯৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৫ হাজার ১১৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৭৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৮১০টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫০টি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৬ হাজার ৩৩২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ৮১৬টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২০টি।
এদিকে হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৭ হাজার ৭৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি। চট্টগ্রাম সরকারি মডেল হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ২ হাজার ৭৮১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫১টি; অষ্টম শ্রেণিতে ১ হাজার ৭৮২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৪টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৬৬৪টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৬টি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরের ১০টি সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এজন্য ছয়দিন পর দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানো হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
গত ২৫ নভেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আজ শনিবার (৩০ নভেম্বর) খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।
বিশখালী নদীর নামে নামকরণ ‘বানৌজা বিশখালী’ জাহাজটি ১৯৭৮ সালে নৌবাহিনীতে কমিশনিং এর পর থেকে সব অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে। দীর্ঘ ৩৬ বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি ২০১৪ সালে বাংলাদেশ নৌবাহিনী থেকে ডি-কমিশন করা হয়।
পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে ২০১৯ সালের ২ ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেয়িং করা হয়। ৪১তম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ ‘বানৌজা বিশখালী’ নির্মাণ শেষে গত ২০২৩ সালের ২২ নভেম্বর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি অত্যাধুনিক সারভাইলেন্স র্যাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।
নৌপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরগুলোর নিরাপত্তা দেওয়া, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু-ইকনোমি বাস্তবায়নসহ দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত।
এর আগে নৌবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে কমান্ডার খুলনা নৌ অঞ্চল তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি চৌকশ দল নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেন। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। শুক্রবার দিনগত রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় লিখিত এজাহার দেন আইনজীবী সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে মামলাটি রেকর্ড হয়। মামলায় ৩১ জনকে এজাহারনামীয় বাদে আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
মামলার আসামিরা হলেন- চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।
এরমধ্যে শুভ কান্তি দাসের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে। অন্য আসামিরা চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটা সেবক কলোনি এবং বান্ডেল রোড এলাকায় বসবাস করেন।
গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওইদিন কর্মস্থল আদালত পাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল মিয়া (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতা বস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়ার আত্মীয় শাহীন জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে শ্রীপুর এলাকায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। রিকশাটির পাশে দুলাল মিয়া পড়ে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়া সুনামগঞ্জ জেলার ধিরাই থানার তলবাউয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে। গাজীপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ শাহবাগ থানা পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিম।
তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর ধারা ৪২(২) ও ৫(১) অনুযায়ী তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ ) বিকেলে বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে হাটটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
এডিসি তারেক আজিজ বলেন, গ্রেফতার সবুজ বায়েজিদের হিলভিউ-বার্মা কলোনির শীর্ষ সন্ত্রাসী। বার্মা সবুজ নামে বেশি পরিচিত সে। বার্মা সবুজের নেতৃত্বে তার অন্য দুই ভাই সাইফুল-ফাহিমসহ তিন ভাইয়ের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ।
বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এ তিন ভাই। গ্রেফতার সবুজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকসহ ৩৫টিরও অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার নাথ বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা আগামীকাল (মিস কেস) মামলা দায়ের করবো।
এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সিএমপি কোতোয়ালি থানায় রাখা হয়। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতে তোলা হয়।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।
সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক দিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে। এটি বর্তমানে বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে ১৯৭০ কিলোমিটার দূরে রয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এটি সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি গত মধ্যরাতে (২৫ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এসেছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের ছাত্র, বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে কলেজ ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
প্রাথমিকভাবে জানা যায়, এ হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের কিছু ছাত্র নামধারী ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি।
এতে আরও বলা হয়, হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যলয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে আনুমানিক প্রায় ৬০-৭০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। পাশাপাশি একই ভবনে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
হামলার প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, লুট করা সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানান কলেজ কর্তৃপক্ষ।
একই সঙ্গে সব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানন।
এর আগে বিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের সই করা বিজ্ঞপ্তিতে তিন শিক্ষার্থী নিহতের দাবি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন বলেন, আমাদের আগের বিজ্ঞপ্তিতে সঠিক তথ্য ছিল না। এজন্য আমরা কারেকশন করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছি।
|
|
|
|
|
|
|