রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, উত্তরা পূর্ব থানাধীন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আমরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, উত্তরা পূর্ব থানাধীন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আমরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
জালিয়াতি করে ব্যাংক লুটের মাধ্যমে লাখো কোটি টাকা পাচারে অভিযোগ ওঠা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী ও বাঁশখালী থানা এলাকার এসব কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। এতে শুরুতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।
এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত ২৫ ডিসেম্বর (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
বন্ধ ঘোষণাকৃত ছয়টি কারখানা হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহা খালের পশ্চিম প্রান্তের কালারপুল এলাকার এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন বলেন, ‘আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিলো, জানি না।’
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর আরও একাধিক ব্যাংক ও বিমা দখল করে নামে-বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি। পাশাপাশি গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয়।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন জ্যাক সুলিভান। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর চার মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস।
জ্যাক সুলিভান দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক, নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য ড. ইউনূসের প্রশংসা করেন। তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্যও ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
ফোনালাপে তারা দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের উত্তরাধিকারের বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের উদার সহায়তার জন্য ধন্যবাদ জানান।
জ্যাক সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেন।
অধ্যাপক ইউনূস জানান, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপর জাতিকে সংস্কার ও নির্বাচনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনের কাজ শুরু হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।
সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই মাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।
তিনি আরও বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। আমাদের বিজিবির সঙ্গে যে কথা বলার অবস্থা ছিল এখন সেটি নাই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়ালি কথা বলার সুযোগ নেই।
আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা (রোহিঙ্গা) সমাধানের, যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারবো না, আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে দুর্নীতির মাধ্যমে। বিজিবি এ ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জড়িত কি-না। জানতে চাইলে তিনি বলেন, আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কি। ওইখানে যুদ্ধ হচ্ছে। ওইখানের পরিস্থিতিও আপনারা জানেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
মঙ্গলবার থেকে আবারও দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবার দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আজ দেশে শীতের প্রকোপ কম। কোথাও শৈত্য প্রবাহ নেই। আগামী ২ দিন বৃষ্টির পর আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। তখন শীত বাড়তে পারে।
জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে শাহ আমানত সেতুতে (তৃতীয় কর্ণফুলী) জট কমাতে আরও দুইটি টোল লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এটি হলে মোট টোল লেন ১০টিতে দাঁড়াবে।
নতুন টোল লেন দুটি নির্মাণ শেষে ব্যবহার শুরু হলে টোল প্লাজা যানজটমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা।
জানা যায়, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর শাহ আমানত সেতু চালু হয়। টোল প্লাজায় তিনটি করে উভয়দিয়ে ৬টি লেন নিয়ে সেতুর কার্যক্রম চালু হয়। সেতুর ওপর যানবাহনের চাপ অত্যধিক হওয়ার কারণে ৩ বছর আগে টোলপ্লাজার দুই পাশের অযান্ত্রিক যান চলাচলের জন্য রাখা ফ্রি টোল লেন দুটির পরিসর বাড়িয়ে ছোট যানবাহন চলাচলের উপযোগী করে করা হয়। এরপর থেকে বর্তমানে শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় দুই পাশে ৪টি করে ৮টি বুথ রয়েছে। তারপরও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।
ফলে টোলপ্লাজায় যানজট ও জনভোগান্তি কমাতে আরও দুইটি টোল লেন বাড়ানোর উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ কর্তৃপক্ষ। এরইমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে। কাজটির ঠিকাদারও নির্ধারণ হয়েছে। কার্যাদেশ দেওয়ার পর্যায়ে রয়েছে। সামনের মাস (জানুয়ারি) থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সওজ সংশ্লিষ্টরা।
সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এখন নিয়মিত যানজট হচ্ছে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে গাড়ির জট বেড়ে যায়। এ যানজট নিরসনে টোল প্লাজার দুই পাশে আরও দুটি লেন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা আশা করছি জানুয়ারিতে কাজ শুরু হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
শনিবার (২১ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৩.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৪.১° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
এটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে সংকেত তিন নম্বর পর্যন্ত বেড়ে যেতে পারে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছেন। এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে রেখেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাচ্ছেন, ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা যেন আত্মসমর্পণ করেন তাদের কাছে।
সর্বশেষ খবর অনুযায়ী, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাংকটিতে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। এছাড়া এই ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছেন।
তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চাননি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এসব তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। তবে যেহেতু ভেতরে পুলিশ প্রবেশ করেনি, সেহেতু সংখ্যাটি আসলেই সঠিক কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।
ওসি বলেন, ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে ডাকাতরা। তবে জিম্মিদের সংখ্যাটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্য বাহিনীর মধ্যে আলোচনা চলছে।
এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।
তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮ জনকে ভর্তি দেওয়া হয়েছে।
তারা হলেন, মোহাম্মদ ফয়সাল (১৮), আব্দুল হান্নান(৬০), মোহাম্মদ নুরুল ইসলাম (৪২), মো. সিয়াম(২৪ ), মো. রিশাদ (৩০), মো. মোজাম্মেল হোসেন (১৯)। তাদের অনেকেই মাথায় ও হাতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
তাদের নিউরোসার্জারি ওয়ার্ড ও অর্থোপেডিকসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় (৫০) ব্যক্তি রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও আটজনকে ভর্তি দেওয়া হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপন কারাগারে গুম-নির্যাতন-খুনের নিউক্লিয়াস ছিলেন বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ কথা বলেন তিনি।
এদিন জুলাই-আগস্ট অভুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৬ আসামিকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অগ্রগতি বা তদন্তের প্রতিবেদন দাখিল করার জন্যে আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ঠিক করে আবারো ১৬ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে মঙ্গলবার মন্ত্রী-উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করা হয়। তদন্তের অগ্রগতি দাখিলের পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য চিফ প্রসিকিউটরের সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন আদালত। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
আদেশের পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আজ ট্রাইব্যুনালে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় উপস্থাপন করেছি। ১৬ বছর ধরে কৌশলগতভাবে বাংলাদেশের হাজার হাজার মানুষকে গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়েছে। তাদের লাশকে সিমেন্টের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আর এসবের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে সে সময়ের প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনার।
তাজুল ইসলাম বলেন, ‘তদানীন্তন সময়ের কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানদের স্বীকারোক্তিতেও বিষয়টি প্রমাণিত হয়েছে। এ সমস্ত অপরাধের অংশগুলো তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে সেগুলো ট্রাইব্যুনালে দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে আমলে নিয়েছেন।’
‘এ ব্যাপারগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত প্রতিবেদন দেব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলো সব মিলিয়ে তদন্ত করে রিপোর্ট দাখিল করতে সময়ের দরকার। আমরা সময় চেয়েছি। আদালত আমাদের দুই মাস সময় দিয়েছেন। আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’
তাজুল ইসলাম বলেন, ‘এই মামলার তদন্ত প্রক্রিয়া পৃথিবীর অন্য মামলার চেয়ে ব্যতিক্রম। তদন্ত শেষ হতে কতদিন সময় লাগবে সেটি সুনির্দিষ্ট করে বলা অসম্ভব। এটার গভীরতা ও মাত্রা অনেক বেশি। কত দিনের মধ্যে এর তদন্ত শেষ হবে সেটি সুনির্দিষ্ট করে বলার মতো অবস্থা এখনো আসেনি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করার অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলা প্রস্তুত করার। তবে আমরা যত বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করছি। মামলাগুলো কেমন করে বিচারের জন্য প্রস্তুত করা যায় সে ব্যাপারে চেষ্টা করছি।’
এর আগে গত ১৮ নভেম্বর সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৪ জনকে উপস্থিত করার কথা ছিল ট্রাইব্যুনালে। কিন্তু সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত না থাকায় ওইদিন ১৩ জনকে হাজির করা হয়েছিল। ওই দিন গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হাজিরের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়। এর পর অপর দুই মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট মো. কামরুল ইসলামকে উপস্থিত করা হয়।
মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা ১৬ আসামি হচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকসহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রয়েছে ৫০০ কোটি ডলার।
দুদকের মহাপরিচালক মো. আকতার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকার এফডিসি রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়,অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৬ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনও প্লাটফর্মে পৌঁছেনি।
ময়মনসিংহের যাত্রী আকলিমা বলেন, সাড়ে ১১টায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল। প্রায় ৩ ঘণ্টা হয়ে গেলো এখনও ট্রেন ছাড়লো না। কখন ছাড়বে সেটিও জানি না। বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়ে গেলাম।
অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জাফর আলী বলেন, কয়েক ঘণ্টা ধরে বসে আছি। ট্রেন ছাড়ার খবর নাই। কখন ছাড়বে সেটিও জানানো হয়নি।
এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে স্কুলছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যখন অবরোধ উঠে যাবে তখনই ট্রেন চলাচল শুরু হবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি পদ্ধতি বাদ দেওয়া হলে তদবির বেড়ে যেতো বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি ও বদলি নিয়ে প্রচুর তদবির আসে। আমরা তদবিরমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই। কিন্তু এ লটারি পদ্ধতিটা বাদ দিলে তদবিরের যন্ত্রণা এতটা বাড়বে যে আমাদের অফিস করা দায় হয়ে পড়তো।’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত লটারি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘আমি অতিরিক্ত সচিব থাকাকালে এবার ভর্তির নীতিমালাটা তৈরি করা হয়। সেসময় আমি এটা নিয়ে কাজ করেছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভর্তিতে লটারি বাদ দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি উঠেছিল। আমরা অনেক ভেবে-চিন্তে সেই পথে হাঁটিনি। লটারি পদ্ধতি বহাল রেখেছি। এটাকেই উত্তম মনে করেছি।’
তিনি বলেন, ‘লটারি না থাকলে কী হবে- এমন প্রশ্ন প্রায়ই ওঠে। লটারি না থাকলে ভালো শিক্ষার্থীদের নিয়ে ভালো ফলাফল করে দেখায় অনেক প্রতিষ্ঠান। আর খারাপ শিক্ষার্থীদের ভর্তি নেন না তারা। এটা তো হতে দেওয়া যাবে না। ভালো ছাত্র নিয়ে ভালো ফলাফল দেখানোর খেলা শেষ করতেই লটারি সিস্টেম সবচেয়ে উত্তম। তদবিরও বন্ধ হবে।’
ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তাছাড়া লটারির টেকনিক্যাল ব্যবস্থাপনায় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ফল জানা যাবে যেভাবে
এদিকে, অনুষ্ঠান শুরু হলেও এখনো লটারির উদ্বোধন করা হয়নি। আলোচনা শেষে লটারির উদ্বোধন করা হবে। তারপর সবাই অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেওয়া এই লিংকে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মীরা।
অধিদপ্তরে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকার অভিযোগে তারা ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন তারা।
কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।
উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন।
এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে হঠাৎ এভাবে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অধিদপ্তরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সীমান্ত (২০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।
নিহত শিক্ষার্থীর মামা গালিব বলেন, আমার ভাগ্নে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করতো। গত বুধবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নামে সে। এরপর বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এজন্য বধ্যভূমি সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় মেয়র বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবীরা শিক্ষায়, চিকিৎসায়, প্রকৌশলে, কৃষিতে, রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে একটি জাতির উন্নয়ন সাধন করেন।
তিনি বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আমরা তাদের নাম ও ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ভালোভাবে তুলে ধরা যায় এ বিষয়ে শহিদদের ইতিহাস ও অবদানের উপর ফলক তৈরি করা হবে।
মেয়র আরও বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে চিরকাল স্মরণ রাখা এবং তাদের দেখানো পথে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের এই ক্রান্তিকালে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মেধাবী, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ ঐক্য ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এসময় ফুলেল শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলামসহ করপোরেশনের বিভাগীয়-শাখা প্রধান ও কর্মকর্তারা, চসিক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সর্বস্তরের জনগণ।
|
|
|
|
|
|
|