বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
   * ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি   * জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট   * পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস   * সব উপদেষ্টার চেয়েও জুলাই আহতদের বেশি দেখতে গেছেন সেনাপ্রধান   * ৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবো: ড. আলী রীয়াজ   * ২১ ঘণ্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ   * দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস   * জেট্রোর নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে অভ্যার্থনা দিলো নোভো কার্গো   * ফরিদপুর-ভাংগা-বরিশাল মহাসড় মেরামতের নামে প্রহসন   * বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে  

   জাতীয় -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি

ডিটিভি অনলাইন ডেস্ক:

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)।

গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্টফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে।

অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে। অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)।

গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্টফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে।

অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে। অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবো: ড. আলী রীয়াজ
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

আজ থেকে আগামী তিন দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পাদন করে ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আজ থেকে আগামী তিন দিনের মধ্যে আমি আশা করছি, অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো বা চূড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা (রাজনৈতিক দলগুলো) অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। সেই চেষ্টায় অবশ্যই সফলতা আসবে। এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার।

ড. আলী রিয়াজ বলেন, আমরা খসড়া নিয়ে এখানে কোনো আলোচনা করবো না। যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনবো, না হলে আনবো না। আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন, সেগুলো সংযোজন করেই চূড়ান্ত সনদ হবে। সেখানে পটভূমি থাকবে, প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো থাকবে। কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে যেগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলোর তালিকা এখনই দেওয়া হচ্ছে না।

আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি অনালোচিত বিষয় আছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণবিষয়ক প্রস্তাবটি অনালোচিত ছিল। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে, সংবিধানের দ্বিতীয় ভাগে এবং তৃতীয় ভাগে বর্ণিত যে অধিকারগুলোর বিষয়ে বলা হয়েছে, সেগুলো একটি অধ্যায়ে সন্নিবেশিত করে বিল অব রাইটসের মতো করে উপস্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ এবং সুপারিশ দিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে অধিকাংশ রাজনৈতিক দল, এ ব্যাপারে একমত হতে পারেননি। রাজনৈতিক দলগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে একমত কিন্তু কিভাবে সম্প্রসারণ করা হবে সেটা নিয়ে আলোচনা হবে।

পুলিশ কমিশনের ব্যাপারে তিনি বলেন, আমরা একটি পুলিশ কমিশনের প্রস্তাব করেছি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ১৬৬টা সুপারিশ আপনাদের কাছে পাঠানো হয়েছিল। সেগুলোতে পুলিশ কমিশনের ব্যাপারে সুপারিশ ছিল না। আমরা এখন একটি সংযুক্ত করছি সময়ক্ষেপণের জন্য নয়। এই আলোচনা শুরু হওয়ার পর থেকে নাগরিকদের পক্ষ থেকে নানা জায়গা থেকে শুনেছি, যে পুলিশ কমিশনের বিষয়ে কেন আলোচনা হচ্ছে না। গত ১৬ বছরে পুলিশের ভূমিকার কারণেই এই প্রশ্নটা খুব বৈধভাবে উৎপন্ন হয়েছে। তাই এটি সংযুক্ত করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা, সবকিছু নিয়ে একটি ঐকমত্য তৈরি করতে পারবো।

এর আগে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, পুলিশ কমিশন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ।

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

দেশের ৭ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়া হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সন্ধ্যা ৬টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল থানা সংলগ্ন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় স্বামীর সঙ্গে কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

আয়েশার স্বামী মফিজ জানিয়েছেন, তিনি একজন নিরাপত্তাকর্মী। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তিনি বাসা থেকে বেরিয়ে গেলে জানতে পারেন আয়েশা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের সংসারে দুই মাসের এক কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে। মালিবাগ চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন এটিসি কন্ট্রোলার জাহিদুল
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

পেশাগত নিষ্ঠা, সতর্কতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ সক্ষমতার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন কক্সবাজার বিমানবন্দরে কর্মরত অ্যারোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া তার হাতে সম্মাননা তুলে দেন।

সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের বিবিসি-৪৩৬ (এস২-এজেডব্লিউ) পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে। তখন দায়িত্বে নিয়োজিত মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করেন এবং সংশ্লিষ্ট পাইলটকে সতর্ক করেন।

একই সঙ্গে কাছাকাছি অবস্থানে থাকা (ইউবিজি-১৪৮ (এস২-এজেডব্লিউ) ফ্লাইটের সঙ্গে দ্রুত সমন্বয় করে তিনি নিশ্চিত করেন যে বিচ্ছিন্ন চাকা বিবিসি-৪৩৬-এরই।

দেরি না করে তিনি জরুরি প্রটোকল অনুসরণ করেন এবং এ ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। তার সচেতনতা, তৎপরতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ফলে একটি সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়।

এ ঘটনা জাহিদুল ইসলামের পেশাদারত্ব, নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ব পালনের মানদণ্ডকে প্রতিফলিত করে। বেবিচক মনে করে, এ ধরনের দক্ষতা ও নিষ্ঠা বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও সুদৃঢ় করে তোলে।

কেমিক্যালের তথ্য না পাওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

রাজধানীর টিকাটুলির হাটখোলায় একটি কেমিক্যালের গুদামে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ওই ভবনের তৃতীয় তলায় কেমিক্যালের গুদামের তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের।

বুধবার (২ জুলাই) সকালে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, টিকাটুলির হাটখোলার মামুন প্লাজায় ওই কেমিক্যালের গুদামে বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের সাতটি ইউনিট সেখানে যায় এবং চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের কেমিক্যাল ছিল সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেনি। মালিকপক্ষের কেউ সেখানে ছিলেন না। তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করেছি আমরা।

তিনি আরও বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। প্রায় ৫২টি বাসা ছিল সেখানে। তাদের সেখান থেকে ঝুঁকি বিবেচনায় নিরাপদে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে কল্যাণ ডেস্ক
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের (কর্মকর্তা-কর্মচারী) বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে সহযোগিতায় কল্যাণ ডেস্ক স্থাপন করা হচ্ছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো একটি চিঠি থেকে তথ্য জানা গেছে।

‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কল্যাণডেস্ক স্থাপনের জন্য মালামাল, লেবার, ডিজাইন ও ঠিকাদার প্রবেশের পাস প্রদান সংক্রান্ত’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও বহির্গমনের সহায়তা সার্ভিস পরিচালনার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-১ এর ভিতরে ১ নম্বর গেটের দ্বিতীয় তলায় ১৪০ বর্গফুট জায়গায় কল্যাণডেস্ক স্থাপনের লক্ষ্যে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে (নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল) সাতদিন লেবার, ডিজাইনার, ঠিকাদার ও স্থাপনার মালামালের ট্রাকসহ বিমানবন্দরে দিন-রাত ভর যাওয়ার পাস দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

চট্টগ্রামে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিংয়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে মো. মুরাদ (২২) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।

সোমবার (২৩ জুন) দুপুরে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার ‘জেবি এন্টারপ্রাইজ’ নামক গ্যাস রিফিল ও সার্ভিসিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দোকানটিতে আগুন ধরে যায়। এতে দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

সোমবার দুপুর ১টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৩ জুন) আবহাওয়াবিদ ওমর ফরুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জলদস্যু সাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২২ জুন) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কুখ্যাত অপরাধী সাহাবুদ্দিন সাবু ওরফে জলদস্যু সাবু (৫০) ও তার সহযোগী বেলালকে (৩০) মোহাম্মদপুর থানাধীন কেরানীগঞ্জ এলাকার সিলিকন সিটি থেকে গ্রেফতার করেছে।

জলদস্যু সাবু হত্যা, চাঁদাবাজি, জমি দখল এবং ডাকাতি সংক্রান্ত অপরাধে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, সাভার এবং আশুলিয়া থানায় ২০টির অধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি।

ওই সেনা কর্মকর্তা বলেন, সম্প্রতি তিনি (সাবু) ২০২৪ সালের নভেম্বর মাসে মোহাম্মদপুর এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেন। তার সহযোগী বেলালও ৯টি মামলার এজাহারভুক্ত আসামি।

মোহাম্মদপুর সেনাবাহিনীর এই দায়িত্বশীল কর্মকর্তা জানান, উভয় আসামিকে আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু সাবু প্রথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন যা যাচাই বাছাই করে পরবর্তীতে বিভিন্ন অপারেশন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) তিন দিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ হ্রাস পায়। এতে ভোগান্তাতি পড়েন গ্যাস গ্রাহকরা।

আবহাওয়া অনুকুলে আসায় পুনরায় কার্গো জাহাজ ভেড়ানোর পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার (২১ জুন) সকালে খোঁজ নিয়ে জানা যায়, গত তিন দিন ধরে গ্যাসের চাপ একেবারে না থাকলেও গত রাত থেকে অল্প অল্প গ্যাস পেতে শুরু করেন গ্রাহকরা। সকালে গ্যাসের চাপ বেড়েছে। এতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ সারতে পারছেন তারা।

তবে গ্যাস সংকট থাকায় আগের মতোই অনেক এলাকায় সরবরাহ একেবারেই নেই বললেই চলে৷ ফলে সেসব গ্রাহকরা বৈদ্যুতিক হিটার বা সিলিন্ডার ব্যবহার করছেন।

মিরপুর ১২ নম্বর এলাকার বাসিন্দা মৌমিতা আক্তার বলেন, ঈদের পর থেকে গত বুধবার পর্যন্ত গ্যাস মোটামুটি ছিল। এরপর থেকে গ্যাস নেই। ইলেক্ট্রিক চুলায় রান্না-বান্না চলছে। গ্যাস না থাকলে ভোগান্তির মধ্যে থাকি। রান্না করতে অনেক সমস্যা হয়।

পল্লবী এলাকার বাসিন্দা কাজল রেখা বলেন, গত তিন দিন ধরে গ্যাস নেই। রান্না নিতে খুব ঝামেলায় পড়েছি। বৈদ্যুতিক চুলায় রান্না করতে হয়।

খিলগাঁও এলাকার বাসিন্দা ইতি খাতুন বলেন, বুধবার থেকে গ্যাস ছিল না। গতরাতে দেখলাম অল্প অল্প গ্যাস পাওয়া যাচ্ছে। সকাল থেকে গ্যাস পাচ্ছি। এখন রান্নায় তেমন সমস্যা হচ্ছে না।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, অবহাওয়াজনিত কারণে গ্যার সরবরাহে বিঘ্ন ঘটেছিল৷ গতরাত থেকে আমরা গ্যাসের চাপ ভালো ভাবেই পাচ্ছি। সকালে আরও বেড়েছে। এখন আর সমস্যা নেই। আগের মতোই সরবরাহ শুরু হয়েছে।

এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে বার্তা দেয় পেট্রোবাংলা। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হলে সংকট কাটবে বলেও জানায় প্রতিষ্ঠানটি৷

দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

দুপুর ১টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুনরায়, ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।

উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


   Page 1 of 95
     জাতীয়
ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি
.............................................................................................
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট
.............................................................................................
৩ দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবো: ড. আলী রীয়াজ
.............................................................................................
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
.............................................................................................
সন্ধ্যা ৬টার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
.............................................................................................
কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
.............................................................................................
দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন এটিসি কন্ট্রোলার জাহিদুল
.............................................................................................
কেমিক্যালের তথ্য না পাওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়
.............................................................................................
সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
.............................................................................................
শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে কল্যাণ ডেস্ক
.............................................................................................
চট্টগ্রামে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত
.............................................................................................
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
.............................................................................................
মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার
.............................................................................................
স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
.............................................................................................
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
.............................................................................................
উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
.............................................................................................
দুইদিনেও শনাক্ত হয়নি কেউ, সন্দেহের তীর ‘নগদ’ কর্মীদের দিকে
.............................................................................................
১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস
.............................................................................................
বঙ্গবন্ধুসহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের বিষয়টি ঠিক নয়
.............................................................................................
বিদ্যুতে বরাদ্দ কমেছে প্রায় ৯ হাজার কোটি টাকা
.............................................................................................
পুরানা পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
.............................................................................................
শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ
.............................................................................................
উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই
.............................................................................................
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্ক সংকেত বহাল
.............................................................................................
ঢাবির সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮
.............................................................................................
আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ জন
.............................................................................................
বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২
.............................................................................................
দুপুর একটার মধ্যে ১১ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
.............................................................................................
বাড্ডায় বিস্ফোরণ: স্ত্রী-মেয়ের পর চলে গেলেন তোফাজ্জলও
.............................................................................................
পাসপোর্টের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর নামে দুদকের মামলা
.............................................................................................
নগর ভবনের সামনে আজও ইশরাকের সমর্থকদের অবস্থান
.............................................................................................
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন যুবক
.............................................................................................
এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
.............................................................................................
কর্ণফুলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা প্রধান উপদেষ্টার
.............................................................................................
সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস
.............................................................................................
চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি
.............................................................................................
কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
.............................................................................................
দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে
.............................................................................................
চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
.............................................................................................
উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
.............................................................................................
কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার
.............................................................................................
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪
.............................................................................................
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
.............................................................................................
শিশু ধর্ষণ: র‌্যাবের অভিযানে অভিযুক্ত রমজান গ্রেফতার
.............................................................................................
এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
.............................................................................................
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি
.............................................................................................
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
.............................................................................................
ইতালি থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
.............................................................................................
বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩
.............................................................................................
তাপমাত্রা কবে কমবে, জানালো আবহাওয়া অফিস
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
   All Right Reserved By www.dtvbangla.com Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD & BD My Shop    
Dynamic SOlution IT Dynamic POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software Computer | Mobile | Electronics Item Software Accounts,HR & Payroll Software Hospital | Clinic Management Software Dynamic Scale BD Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale Digital Load Cell Digital Indicator Digital Score Board Junction Box | Chequer Plate | Girder Digital Scale | Digital Floor Scale