বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
   * ৫টার মধ্যে ডিসি নিয়োগের সব প্রজ্ঞাপন বাতিল চান বঞ্চিতরা   * ১৫ বছরে তথ্যপ্রযুক্তি খাতে কত দুর্নীতি হয়েছে জানতে কমিটি গঠন ডিটিভি অনলাইন ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে প্রকল্পের নামে এ খাতে কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠন করা এ কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। কমিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এ বিভাগের অধীন সংস্থা কর্তৃক ২০০৯ থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পের সামগ্রিক মূল্যায়ন করবে। এ বিষয়ে মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, আইসিটি বিভাগের আওতায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনেক প্রকল্প নিয়েছেন। সব প্রকল্পের তথ্য আমরা চেয়েছি। এসব প্রকল্প আমরা খতিয়ে দেখবো, কোথাও সমস্যা ও দুর্নীতি হয়েছে কি না। প্রকল্পের আওতায় পরামর্শকসহ কিছু অপ্রয়োজনীয় খাতও দেখানো হয়েছে, সেগুলোও দেখবো। এক কথায়, প্রকল্পের সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, গত ১৫ বছরে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সামগ্রিক মূল্যায়ন করা হবে। কমিটিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে একজন প্রতিনিধি, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি থেকে একজন প্রতিনিধি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজনে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিনিধি নেওয়া হবে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে অন্য কোনো সংস্থা থেকে আইটি বিশেষজ্ঞ নেওয়া হবে। সংস্থার চলমান প্রকল্পসমূহের সর্বশেষ হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন যাচাই করে দেখবে মূল্যায়ন কমিটি। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর আওতাধীন সংস্থাসমূহ থেকে ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে চলমান ২১টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, অবশিষ্ট কার্যক্রম এবং ওই কার্যক্রম সম্পাদনের অপরিহার্যতা যাচাই করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি এবং উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়। এটি উৎক্ষেপণের সময় বলা হয়েছিল, পরবর্তী সাত বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে খরচের টাকা তুলে আনা সম্ভব হবে। এ ধরনের প্রকল্প খতিয়ে দেখতেই এই কমিটি গঠন করা হয়েছে।   * পাহাড়ে বৈষম্য দূর করার দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের   * রাজনৈতিক পটপরিবর্তনেই পাল্টে যায় আমিরাতে সাজাপ্রাপ্তদের ভাগ্য   * নড়াইলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত   * রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান   * ড. ইউনূসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন নেদারল্যান্ডসের   * বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস   * ৬৯ বছর বয়সে ব্যবসা শুরু, ৮ বছরেই ১২ হাজার কোটি রুপির মালিক   * আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫  

   খেলাধূলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
পাকিস্তান ইনিংসের শুরুতেই আঘাত হাসান মাহমুদের

ডিটিভি অনলাইন ডেস্ক:

বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শান্তর সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। শান মাসুদ আর সাইম আইয়ুব একজনও রানের খাতা খুলতে পারেননি।

আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

পাকিস্তান ইনিংসের শুরুতেই আঘাত হাসান মাহমুদের
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শান্তর সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। শান মাসুদ আর সাইম আইয়ুব একজনও রানের খাতা খুলতে পারেননি।

আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

পদত্যাগ করলেন পাপন
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা বিসিবির দীর্ঘ সময়ের এই অভিভাবকের। তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যা পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।

২৮ ম্যাচ পর ড্র দেখলো টেস্ট ক্রিকেট
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, এখানে ম্যাচ ড্র হওয়াটা খুবই পরিচিত ঘটনা। তবে আধুনিক ক্রিকেটে যে খেলোয়াড়দের মধ্যে পাঁচদিন খেলে ম্যাড়ম্যাড়ে ড্র করার প্রবণতা কমে গেছে, সেটি স্পষ্ট একটি পরিসংখ্যানে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিনিদাদ টেস্ট অবশেষে ড্র হয়েছে। গত বছরের জুলাইয়ের পর বিশ্বব্যাপী ২৮ ম্যাচের মধ্যে এটি প্রথম ড্র।

এই টেস্ট ড্র হওয়ার পেছনে বড় অবদান বৃষ্টির। পাঁচদিনে ১৪২ ওভার নষ্ট হয়েছে। পঞ্চম দিনে এসে বেশ দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল প্রোটিয়ারা।

তবে দুই সেশনের মতো সময়ে ক্যারিবীয়দের অলআউট করতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামদের মারকুটে ব্যাটিংয়ে ওভারপ্রতি প্রায় ছয়ের কাছাকাছি গড়ে ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৫০ বলে করেন ৬৮।

ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের। ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। তবে অলিক অ্যাথানাজের ক্যারিয়ারসেরা ৯২ রানে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন পূরণ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২০১ রান তুললে ড্র মেনে নেয় দুই দল।

প্রথম ইনিংসে টেম্বা বাভুমার ৮৬ আর টনি ডি জর্জির ৭৮ রানে ভর করে ৩৫৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সান ফ্রান্সিসকোকে উড়িয়ে প্রথম শিরোপা ওয়াশিংটনের
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনাল ম্যাচটি হলো দারুণকপেশে। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে পাত্তাই দিলো না ওয়াশিংটন ফ্রিডম। ২০৭ রানের চাপায় সান ফ্রান্সিসকো গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। এতে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে ওয়াশিংটন। এমএলসির দ্বিতীয় আসরেই প্রথম শিরোপা পেল তারা।

আজ রোববার ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ওয়াশিংটনের অধিনায়ক স্টিভেন স্মিথ। ৫২ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান স্মিথ। এছাড়া অস্ট্রেলিয়া দলে তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল করেন ২২ বলে ৪০ রান।

শুরুতে নেমে অবশ্য হতাশ করেছিলেন ট্রাভিস হেড। তবে শেষশেষ স্মিথ-ম্যাক্সওয়েলের উপর ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়াশিংটন। আন্দ্রিয়েস গাউসের ২২ রানের সহায়ক ইনিংসে তাদের পুঁজি গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২০৭ রানে। এই রানে ৯ বলে অপরাজিত ১৯ রানের অবদান আছে মুক্তার আহমেদের।

জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায় কোরি অ্যান্ডাসনের সান ফ্রান্সিসকো। সঞ্জয় কৃষ্ণমূর্তি ও জস ইঙ্গলিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

এদিন ২০ রানের কোটায় প্রবেশ করতে পারেননি শুরুর ৯ ব্যাটার। ফিন অ্যালেন (১৩), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩), সঞ্জয় কৃষ্ণমূর্তি (১৩), জস ইংলিশ (১৮), শেরফেন রাদারফোর্ড (৪), হাসান খান (১৩), কোরি অ্যান্ডারসন (০), প্যাট কামিন্স (১৩), হ্যারিশ রউফ (৭) কেউই দলের জন্য কোনো অবদান রাখতে পারেননি।

একমাত্র দশ নম্বরে নেমে কারমি লে রক্স ১৯ বলে ২০ করেন। এটাই সান ফ্রান্সিসকোর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া জুয়ানয় ড্রিসডেল ৫ রান করেন।

ওয়াশিংটনের হয়ে ৩টি করে উইকেট নেন মার্কো জানসেন এবং রাচিন রাবিন্দ্রা। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই।

সাকিবের ঝলমলে পারফরম্যান্সে বাংলা টাইগার্সের জয়
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে নির্বিষ সাকিব আল হাসান। এমনকি তার হাতে বল তুলে দিতে ভরসা পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে বোলিং কোটাও পূরণ করতে পারেননি সাকিব।

এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েও বল হাতে অনুজ্জ্বল ছিলেন সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ ভালো হয়নি বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের। তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন সাকিব। নেতৃত্ব দিয়ে বাংলা টাইগার্সকে উপহার দিয়েছেন চলতি আসরের প্রথম জয়।

এদিন ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন সাকিব। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম।

ইফতিখার আহমেদের হাফসেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তুলতে পারে ভ্যাঙ্কুবার।

গতকাল বল হাতে দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। ব্যাটিংও করতে এসেছিলেন নিচের দিকে, ৬ নম্বরে। সন্দীপ লামিচানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে মাত্র ২ রান করেছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক।

বোলিং পর্বে সাকিব ভরসা রাখেন শরীফুল ইসলামের উপর। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে আস্থার প্রতিদান দিয়েছেন শরীফুল। প্রথম ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন এই পেসার। আউট করেন আফগানিস্তানের মুনির আহমেদকে।

প্লাওয়ার প্লের শেষ ওভারে (ষষ্ঠ ওভার) বোলিংয়ে আসেন সাকিব। সে ওভারে মাত্র ১ রান খরচা করেন তিনি। পাননি উইকেট। অষ্টম ওভারে এসেই বাজিমাত করেন সাকিব। পর পর দুই বলে রেজা হেনড্রিকস ও আসিফ আলীকে আউট করেন তিনি।

প্রথম ২ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব বিরতি দিয়ে ফের বল হাতে নেন ইনিংসের ১৪তম ওভারে। সে ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র ৪। এরপর ইনিংসের ১৮তম ওভারে ২৯ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়েই জয় অনেকটা নিশ্চিত করেন সাকিব।

বল হাতে দুর্দান্ত শরিফুল, সাকিবের ব্যর্থতায় হারলো দল
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার শরিফুল ইসলাম। দু’জনই খেলছেন একই দলে- বাংলা টাইগার্স মিসিসাগায়। সাকিব আল হাসানই এই দলের অধিনায়ক।

নিজেদের প্রথম ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হলো বাংলাদেশের দুই ক্রিকেটারের। বল হাতে দুর্দান্ত বোলিং করলেন শরিফুল ইসলাম; কিন্তু অন্যদিকে বল এবং ব্যাট হাতে দারুণ ব্যর্থ সাকিব আল হাসান। যার ফলে মন্ট্রিল টাইগার্সের কাছে প্রথম ম্যাচেই ৩৩ রানে হেরে গেলো সাকিব আল হাসানের বাংলা টাইগার্স।

গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে মন্ট্রিল টাইগার্স সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান। ৪ ওভার বল করে ১ মেডেন সহকারে মাত্র ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন শরিফুল। সাকিব আল হাসান ৪ ওভারে ৩০ রান দিলেন। কোনো উইকেট নিতে পারেননি।

মন্ট্রিল টাইগার্সের হয়ে চারজন ব্যাটার খেলেন চল্লিশোর্ধ্ব ইনিংস। ৪৪ রান করেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ৪১ রান করে সংগ্রহ করেন অ্যাস্টন অ্যাগার এবং দিলপ্রিত বাজওয়া। এছাড়া ৪০ রান করেন বেন মানেন্তি।

জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৩৯ বলে ৬৪ রান সত্ত্বেও ৮ উইকেটে ১৫৬ রানে থেমে যেতে হয়েছে বাংলা টাইগার্সকে। ৬টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন গুরবাজ। ২৪ বলে ২৮ রান করেন ইফতিখার আহমেদ।

১৩ রান আসে হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। সাকিব আল হাসান ৬ বল খেলে আউট হন ৩ রান করে।

মন্ট্রিল টাইগার্সের আয়ান আফজাল খান ৪০ রান দিলেও নেন ৪ উইকেট। ২ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার।

মেসিকে ক্ষমা চাইতে বলায় আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা বরখাস্ত
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলায় বরখাস্ত হয়েছেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। সতীর্থ এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্ডির বর্ণবাদী আচরণের জন্য মেসিকে ক্ষমা চাইতে বলায় তাকে এই শাস্তি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।

গত রোববার কোপা শিরোপা জয়ের পর টিম বাসে করে হোটেলে ফেরার সময় আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্স ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এ ঘটনা আবার ভিডিও লাইভ করেন এনজো ফার্নান্দেজ। যদিও এক সতীর্থের কথায় মাঝপথেই সেই ভিডিও বন্ধ করে দেন তিনি। ফার্নান্দেজের সঙ্গে সেখানে গান করছিলেন ওতামেন্ডিও।

যদিও বিষয়টি নিয়ে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করার খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় জড়িত ছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তবুও তাকে দলের হয়ে ক্ষমা চাইতে বলেন গারো। সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। যা মোটেও ভালোভাবে নেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।

গারো বলেছিলেন, ‘জাতীয় দলের অধিনায়কের এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের গৌরবান্বিত দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে।’

গারোর এই বক্তব্যের পর ফুঁসে ওঠে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এরপরই আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তাকে বরখাস্তের খবর জানানো হয়।

পোস্টে লেখা হয়, ‘প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুইবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না।’

আমেরিকায় টি-২০ বিশ্বকাপ আয়োজনে বিপুল ক্ষতি আইসিসির!
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

১২জুন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ শেষ হওয়ার পরই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছানোর মত নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামকেও প্যাক করা শুরু হয়। পুরো স্টেডিয়ামের গ্যালারির নাট-বল্টু খোলা শুরু হয়। এমনকি যে চারটি ড্রপ ইপ পিচ স্থাপন করা হয়েছিলো, সেগুলোও তুলে ফেলা হয়।

ভারত এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ শেষ হওয়ার আগেই নাসাউ কাউন্টি স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে থাকে বিশাল বিশাল ক্রেন। ম্যাচ শেষে দুই দল মাঠ ছাড়ার আগেই ক্রেনগুলো কাজ শুরু করে দেয় অস্থায়ীভাবে তৈরি করা কাঠামোগুলো খুলে ফেলার।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের অস্থায়ী কাঠামোগুলো খুলে পাঠিয়ে দেয়া হয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ানে। আইসিসি যে সেখান থেকেই এসব অবকাঠামো একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করে এনেছিলো!

বিশ্বকাপে নিউইয়র্ক প্রজেক্ট ছিল আইসিসির ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী এবং সবচেয়ে খরুচে একটা প্রজেক্ট। মাত্র ১০৬ দিনে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। যেখানে ভারত-পাকিস্তানের মত বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিলো।

পুরো বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টিরই আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। আইসিসি তাদের বোর্ড মিটিংয়ে উপস্থাপনের জন্য বিশ্বকাপে হওয়া হিসাব তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশে বাজেটের চেয়ে অনেক বেশি খরচ করতে হয়েছে আইসিসিকে। ফলে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হলো তাদের। এই বিপুল ক্ষতি কেন হলো, এখন সে কারণ খতিয়ে দেখবেন আইসিসি কর্মকর্তারা।

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে আইসিসির গভর্নিং কাউন্সিলের বার্ষিক সম্মেলন। সেখানেই অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও হয়নি। প্রাথমিকভাবে যে হিসাব তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে শুধু খরচই বেশি হয়নি। লাভের পরিবর্তে ক্ষতি হয়েছে আইসিসির। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আমেরিকা পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক ডলার।

আইসিসির এক বোর্ড ডিরেক্টর জানান, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশের জন্য ৪০-৫০মিলিয়ন ডলার। যার মধ্যে যুক্তরাষ্ট্র অংশে বিশ্বকাপ পরিচালনা বাবদ ব্যায় ধরা হয়েছে ১৫ মিলিয়ন ডলার এবং অবকাঠামো নির্মাণের ব্যায় ধরা হয়েছে আরও প্রায় ৩০ মিলিয়ন ডলার।

কিন্তু বিশ্বকাপ শুরুর আগেরদিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি যে কমিটি তৈরি করে দিয়েছিলো, তারা হঠাৎ করেই আরও ২০ মিলিয়ন ডলার দেয়ার অনুরোধ জানায়। যা আইসিসির বাজেটের চেয়ে অনেক বেশি।

বিশ্বকাপ আয়োজন নিয়ে একাধিক অভিযোগ ওঠায় পদত্যাগ করেন প্রতিযোগিতার ডিরেক্টর ক্রিস টেটলি। ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তা অবশ্য প্রতিযোগিতা শুরুর আগেই বিশ্বকাপের আমেরিকা পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন।

আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘বোর্ডের অনেক সদস্যই টেটলির কাজে খুশি নন। টেটলি পদত্যাগ করলেও বিশ্বকাপে আমেরিকা পর্বের ক্ষতির দায় তিনি এড়াতে পারেন না। আমেরিকার আরও কিছু শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত; কিন্তু যে কোনও কারণেই হোক টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমনকি বিশ্বকাপের ম্যাচ যে পিচগুলিতে হয়েছে, তাতে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।’

এসব কিছু নিয়েই আলোচনা হবে ১৯ জুলাইয়ের বৈঠকে। আইসিসি কর্তাদের একাংশ মনে করছেন, টেটলির জন্য আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ করার উদ্দেশ্য সফল হয়নি। সে দেশের মানুষের সামনে ক্রিকেটকে আরও বেশি করে তুলে ধরা যেত। সে সুযোগ হাতছাড়া হয়েছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

২০২১ সালের আসরে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো লিওনেল মেসিরা। এতে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আলবিসেলেস্তারা। এটি আর্জেন্টিনার ১৬তম শিরোপা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।

কিছুতেই কিছু হচ্ছিল না। আজ ফাইনালে খেলার মূল সময়ে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি আর্জেন্টিনা-কলম্বিয়া। অতিরিক্ত সময়েরও ২২ মিনিট শেষ হয়ে গেছে। ততক্ষণে সবাই টাইব্রেকারের প্রহর গুনছিল। অবশেষে ১১২ মিনিটে গোলের মুখ দেখলো চলতি কোপার ফাইনাল। আর্জেন্টিনাকে গোল উপহার দিলেন লাউতারো মার্টিনেজ। এতে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার মূল সময় শেষেও পরিসংখানে বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান কোপা চ্যাম্পিয়নদের মতো খেলতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচে বল দখল, আক্রমণ ও লক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে কলম্বিয়া।

এদিন টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণে সময় মতো খেলা শুরু করতে পারেনি আয়োজকরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারে তারা। অবশেষে সকাল ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় ৭টা ২৫ মিনিটে।

শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁপাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে।

২০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে বাঁপায়ের শট নেন লিওনেল মেসি। তবে মেসির শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস।

৩২ মিনিটে দারুণ একটি আক্রমণ করে কলম্বিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডাররা সেটি ব্লক করে দিলেও কর্নার পেয়ে যায় কলম্বিয়া। তবে কর্নার কিক থেকে বল তালুবন্দি করে নেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এর ৩ মিনিট পর ফের আক্রমণে আসে আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতরে কলম্বিয়ার ডিফেন্ডারদের ড্রিবলিং করে বল নিয়ে আগানোর চেষ্টা করছিলেন মেসি। শেষ পর্যন্ত আর লক্ষ্যে শট নিতে পারেননি। বল চলে যায় মাঠের বাইরে। চোটও পেতে হয় মেসিকে। তবে মাঠ ছেড়ে যাননি তিনি।

৪০ মিনিটে রড্রিগেজের ক্রস থেকে হেড নেন কলম্বিয়ার জন অ্যারিয়াস। তবে ডানপাশ দিয়ে বল চলে যায়। ৪২ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে কিক নেন মেসি। ডি-বক্সের ভেতর আর্জেন্টিনার নিকোলাস ত্যাগলিয়াফিকোর হেড চলে যায় গোলবারের উপর দিয়ে। অবশেষে গোল না করেই বিরতিতে যেতে হয় দুই দলকে।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমণ কলম্বিয়ার। ৪৭ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শট গোলবারের ডানপাশ দিয়ে চলে যায়। এরপর কাউন্টার অ্যাটাকে যায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডি মারিয়ার করা বাঁপায়ের শট সেভ দেন কলম্বিয়ার গোলরক্ষক।

৫৪ মিনিটে গোল করার আরেকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। ডেভিনসন সানচেজের হেড চলে যায় গোলবারের উপর দিয়ে। কর্নার কিক থেকে হেড করে তাকে অ্যাসিস্ট করেছিলেন জন কর্ডোবা।

৬৪ মিনিটের ঘটনা হয়তো আর্জেন্টিনা ফুটবলের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। আক্রমণভাগে যখন দলের বিশৃঙ্খল অবস্থা তখনই ইনজুরিতে পড়তে হয়েছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে। নিজেই দৌড়াতে গিয়ে ইনজুরি হয়েছেন। তারকা এই ফুটবলারের চোট এতটাই ভয়াবহ ছিল যে, তার চোখ দিয়ে অশ্রু প্রায় বেরিয়ে আসছিল।

মেসিকে অবশ্য কেউ ফাউল করেনি। এরপর আর তাকে মাঠেই রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান তিনি।

৭৫ মিনিটে কলম্বিয়ার জালে বল জড়িয়েই দিয়েছিল আর্জেন্টিনা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। শেষমেশ খেলার মূল সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে আরও একটি ব্যর্থ আক্রমণ করে আর্জেন্টিনা। থেমে থাকেনি কলম্বিয়াও। তারাও আক্রমণ চালিয়ে যেতে থাকে।

শেষ পর্যন্ত নিজেদের অপরাজিত থাকাকে আর দীর্ঘ করতে পারেনি কলম্বিয়া। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার পর আর্জেন্টিনার কাছে এসেই যাত্রা থামলো তাদের। দারুণ খেলেও ২৩ বছরের আক্ষেপ ঘুচাতে পারলো না কলম্বিয়া। ২০০১ সালে সর্বশেষ কোপা শিরোপা জিতেছিল তারা।

স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই: গ্রিজম্যান
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

এবারের ইউরোর অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচটি। ২০১৬ সালে ইউরোর ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি ফ্রান্স। অন্যদিকে চলতি শতকে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তাই দুই দলের মাঠের লড়াইয়ের আড়ালে কথার লড়াই থাকবে না, তা হয় নাকি!

স্পেনে দীর্ঘদিন ধরে খেলে আসছেন ফ্রান্সের অ্যান্টোনিও গ্রিজম্যান। স্পেনের খেলোয়াড়দেরও মোটামুটি ভালোই জানাশোনা আছে তার। তাই স্পেনকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই বলে অভিমত ব্যক্ত করেছেন ফরাসি তারকা।

গ্রিজম্যান বলেন, ‘স্পেন অবশ্যই অনেক ভালো দল। কিন্তু তাদের ভয় পাওয়ার কিছু নেই। কোনো দলকে নিয়েই ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের ওপর বিশ্বাস রাখি এবং নিজেদের সবটুকু দিয়ে যাবো ফাইনালে ওঠার জন্য।’

স্প্যানিশ দৈনিক ক্রীড়া সংবাদপত্র ‘মুন্ডো দেপোর্তিভো’-তে লেখা সংবাদে গ্রিজম্যান আরও বলেন, ‘আমাদের হাতে একটি ম্যাচই বাকি আছে ফাইনালে ওঠার জন্য। চার দলের ভেতর একটা হওয়া এমনিতেই অবিশ্বাস্য সাফল্য। আমরা দল হিসেবে উপভোগ করতে চাই। কারণ, আমরা জানি আমরা পারবো।’

২০১২ সালের পর ইউরোতে আর মুখোমুখি হয়নি দুই দল। ২০১২ সালে শেষবারের মোকাবিলায় ফ্রান্সকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল লা রোহারা।

ট্রফির জন্য সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ব্রাজিল অধিনায়ক
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

২০১৯ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। বিশ্বকাপ জিতেছিল সেই ২০০২ সালে। দীর্ঘ সময় ধরে বড় কোনো ট্রফি জিতেনি ব্রাজিল। এবারের কোপা আমেরিকা থেকেও খালি হাতে ফিরতে হলোে সেলেসাওদের। তাদের মধ্যে ছিল নেইমার জুনিয়রকে না পাওয়ার হতাশাও। তরুণ দলটি নিয়ে সবেই কাজ শুরু করেছেন কোচ দরিভাল। তাই ধৈর্য ধরে এই দলটার উপর ভরসা রাখতে বললেন ব্রাজিলের অধিনায়ক দানিলো।

জুলাই মাসেই ৩৩ বছরে পা রাখা দানিলো পরের কোনো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা এখনো নিজেই জানেন না। তাই এই দলটার উপর আস্থা রাখার আহ্বান তার।

দানিলো বলেন, ‘আমরা একজন খেলোয়াড় কম খেলার সুবিধা নিতে পারিনি। আমাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল দুটি সুযোগের ক্ষেত্রে। আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টি। পেনাল্টিতেও প্রায় সবাই কাজ করেছিল। কিন্তু এই তরুণ দলটি (উরুগুয়ে) তাদের দক্ষতা দেখিয়েছে।’

টুর্নামেন্টে এন্ড্রিক, সাভিনহোরা ভালো পারফর্ম দেখিয়েছেন। এ বিষয়ে দানিলো বলেন, ‘আমি আশা করবো, সমর্থকরা যেন ধৈর্য ধরে। এটা সত্যি যে, ব্রাজিল দীর্ঘদিন ট্রফি জিতছে না। কিন্তু এই তরুণ দলটার প্রতি আস্থা রাখা উচিত। আমি আমার কথা বলছি না। আমি জানি না কতদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবো। এই প্রতিভাবান খেলোয়াড়দের উপর সবার ভরসা করা উচিত। এন্ড্রিক, সাভিনহোদের এখন সমর্থন দরকার।’

দলের দুই অভিজ্ঞ ফুটবলার মারকুইনহস ও অ্যালিসন বেকারের পাশেও দাঁড়িয়েছেন দানিলো। উরুগুয়ের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পেরে খুশি দানিলো।

ব্রাজিল দলপতি বলেন, ‘মাঝেমাঝে এটা সত্যি যে, আমাদের কিছু জেতা দরকার; এই চাওয়াটা অমূলক নয়। কিন্তু আজকে আমরা দেখিয়েছি, আমরা প্রস্তুত। ফলাফলটা আমাদের পক্ষে ছিল না। কারণ উরুগুয়ে আজকের আগে পুরো টুর্নামেন্টে দারুণ খেলে এসেছে। তারা ৯ পয়েন্টের পাশাপাশি অনেক গোল করে এসেছে। আমরা আজকে প্রায় সমান ম্যাচ খেলেছি তাদের সঙ্গে। দুই দলেরই জয়ের সুযোগ ছিল।’

প্রথম ইনিংস থামলো ১৮ রানে, বল হাতে খরুচে সাকিবের ১ উইকেট
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে গেছেন সাকিব আল হাসান। আসরের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচে আজ টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয়েছে সাকিবের দল লস অ্যাঞ্জেলস।

এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে লস অ্যাঞ্জেলস। চার নম্বরে নেমে ভালো শুরু করেছিলেন সাকিব। তবে বেশিদূর যেতে পারেননি টাইগার অলরাউন্ডার। ১৩ বলে ১৮ রান করেই থেমে গেছে এমএলসিতে সাকিবের প্রথম ইনিংস। সপ্তম ওভারের চতুর্থ বলে অ্যারন হার্ডির বলে ডু প্লেসির হাতে ক্যাচ হন সাকিব।

বল হাতে ১ উইকেট পেলেও এদিন খরুচে বোলিং করেছেন সাকিব। ওভারপ্রতি ১০.৬৬ করে ৩ ওভারে ৩২ রান খরচা করে সেই হার্ডির উইকেটই তুলে নেন সাকিব।

সাকিব ভালো না করলেও তার দল লস অ্যাঞ্জেলস ঠিকই জয় পেয়েছে। উমাখট চাঁদের ৬৮ রানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেটে ১৬২ রান করে লস অ্যাঞ্জেলস। জবাবে ৮ উইকেটে ১৫০ রান তুলতে পারে টেক্সাস সুপার কিংস। এতে ১২ রানের জয় পায় লস অ্যাঞ্জেলস।

গোললাইন প্রযুক্তি ছাড়াই খেলতে হবে রিয়াল-বার্সাকে
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বিশ্বের বড় বড় লিগগুলো যখন নিজেদেরকে প্রযুক্তিতে উন্নত করছে, সেখানে লা লিগা যেন বরাবরের মতই পিছনে হাঁটছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান, বুন্দেসলিগা এবং ইতালিয়ান সিরি আঁ- সব জায়গায় গোললাইন প্রযুক্তি ব্যবহার হলেও স্প্যানিশ লা লিগায় এই প্রযুক্তি ব্যবহার না করার ঘোষণা বহু আগেই দিয়েছিলেন লিগের সভাপতি হ্যাভিয়ের তেবেস।

গেল ২০২৩-২৪ মৌসুমে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে নানা সমালোচনা হলেও সেগুলোতে কর্ণপাত করলেন না তেবেস। আগামী মৌসুমেও লা লিগাতে গোললাইন প্রযুক্তি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কিছু কিছু নতুন জিনিস ব্যবহার করা হবে আগামী মৌসুমে। লিগের ২০টি দলের অনুমতি সাপেক্ষে এসব জিনিস ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী মৌসুমে ম্যাচে কোনো ফাউল বা রেফারির সঙ্গে কথা বলার দরকার হলে কেবল অধিনায়ক রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। কনকাশন বদলি হিসেবে ম্যাচে ৬ষ্ঠ খেলোয়াড় বদল করতে পারবে দলগুলো। এবারের ইউরোতে উয়েফা সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করেছে। এটি প্রথমবারের মতো আগামী মৌসুমে দেখা যাবে লা লিগাতে।

গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচে এই গোললাইন প্রযুক্তি বিতর্কে বার্সেলোনার একটি গোল বাতিল করেছিল রেফারি। সেটি নিয়ে বহুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।

জিতেও বিদায় ব্রাজিলের সঙ্গে ড্র করে চমক দেখানো কোস্টারিকার
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

কোপার কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি ব্রাজিলের বড় হারও দরকার ছিল কোস্টারিকার। কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয় আর ঘটেনি। প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়েই কোপা থেকে বিদায় নিলো কোস্টারিকা।

গ্রুপপর্বে কোস্টারিকা ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে চমক দেখিয়েছিল। কিন্তু শেষ ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়েও তাদের শেষ আটে খেলা হলো না।

ম্যাচের তৃতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কোস্টারিকা। জোসেফ মোরার ক্রস থেকে গোল করেন ফ্রান্সিসকো কালভো। সপ্তম মিনিটে আবারো গোল করে তারা। এবার স্কোরশিটে নাম লেখান জশিমার আলকোসার। ১০ মিনিটের ভেতরেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ শুরু করে তারা।

শুরুতেই গোল পেয়ে বড় জয়েরই ইঙ্গিত দিছিল কোস্টারিকানরা। ২৯ মিনিটে প্যারাগুয়ের হুলিও এনসিসিওর ডি বক্সের ভেতর নেওয়া শট বাইরে দিয়ে চলে যায়। ২৩ নিনিটে এনসিসিওরই আরেকটি শট রুখে দেন সেকুইরা।

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এক গোল শোধ দেয় প্যারাগুয়ে। র‍্যামোন সোসা গোলটি করেন ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

ম্যাচের অন্তিম মুহূর্তে প্যারাগুয়ের বালবুয়েনা ও রোমেরোর দুইটি চেষ্টা গোলমুখে গিয়েই প্রতিহত হয়। ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই বিদায় নেয় প্যারাগুয়ে। অন্যদিকে চার পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কোস্টারিকা।

পেনাল্টি মিস করে শিশুর মতো কান্না রোনালদোর, কাঁদলেন মা-ও
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়া নির্ধারিত সময়ে কোনো গোল করতে দিলো না পর্তুগালকে। অবশেষে পর্তুগিজদের সামনে সুযোগ এলো। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি পেলো তারা।

স্বাভাবিকভাবেই দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নেবেন পেনাল্টি। পুরো পর্তুগিজ শিবির তখন গোল উদযাপনের অপেক্ষায়। এমন এক মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। তার জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক জ্যান ওবলাক।

ম্যাচের শেষ মুহূর্তে এসে এমন সুযোগ মিস! রোনালদো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। রীতিমত কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি‘অরজয়ী তারকা। শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকা রোনালদোকে এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তার সতীর্থরা।

তবু কান্না যেন থামছিলই না। ছেলের এমন কান্না দেখে আবেগী হয়ে পড়েন রোনালদোর মা-ও। এ সময় গ্যালারিতে বসে কাঁদতে দেখা যায় তাকে।

রোনালদো আর তার মায়ের এমন কান্নাভেজা চেহারা অবশ্য ম্যাচ শেষে হাসিতে রাঙিয়েছে। টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পর্তুগাল। টাইব্রেকারে প্রথম শটটিই নেন রোনালদো, করেন গোলও।

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বৃষ্টি আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার সামনে। চোকার্সও হতে হলো না তাদেরকে। এবার বৃষ্টি বাধা জয় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। ঠিক ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে প্রোটিয়াদের সেমিতে তুলে দেন মার্কো ইয়ানসেন।

ক্যারিবীয়দের হারিয়ে সুপার এইট গ্রুপ-২ তে শীর্ষে থেকেই সেমিতে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিলো যুক্তরাষ্ট্রের। রোববার রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। এবার দ্বিতীয় দল হিসেবে ক্যারিবীয়দের বিদায় করে নাম লিখলো দক্ষিণ আফ্রিকা।

নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিলো ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান। রস্টোন চেজ ৪২ বলে করেন ৫২ রান। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মায়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান। অন্য ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। ২ ওভারেই ২ উইকটে হারিয়ে বসে প্রোটিয়ারা। রান করে ১৫। রিজা হেন্ডরিক্স এবং কুইন্টন ডি কক।

বৃষ্টিতে বন্ধ থাকায় দীর্ঘ সময় পর আবারও খেলা শুরু হয়। এ সময় প্রোটিয়াদের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৭ ওভারে ১২৩ রান। যদিও দক্ষিণ আফ্রিকার জন্য এবার সুসংবাদ বয়ে আনলো বৃষ্টি।

শুরুতে ২ উইকেট হারালেও এইডেন মারক্রাম (১৮), স্টিস্টান স্টাবস (২৯) ও হেনরিক ক্লাসেনের (২২) মাঝারি মানের তিনটি ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। মার্কো ইয়ানসেন ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। ওবেদ ম্যাকয়ের প্রথম বলেই ছক্কা মেরে দেন মার্কো ইয়ানসেন। ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।


   Page 1 of 20
     খেলাধূলা
পাকিস্তান ইনিংসের শুরুতেই আঘাত হাসান মাহমুদের
.............................................................................................
পদত্যাগ করলেন পাপন
.............................................................................................
২৮ ম্যাচ পর ড্র দেখলো টেস্ট ক্রিকেট
.............................................................................................
সান ফ্রান্সিসকোকে উড়িয়ে প্রথম শিরোপা ওয়াশিংটনের
.............................................................................................
সাকিবের ঝলমলে পারফরম্যান্সে বাংলা টাইগার্সের জয়
.............................................................................................
বল হাতে দুর্দান্ত শরিফুল, সাকিবের ব্যর্থতায় হারলো দল
.............................................................................................
মেসিকে ক্ষমা চাইতে বলায় আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা বরখাস্ত
.............................................................................................
আমেরিকায় টি-২০ বিশ্বকাপ আয়োজনে বিপুল ক্ষতি আইসিসির!
.............................................................................................
কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা
.............................................................................................
স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই: গ্রিজম্যান
.............................................................................................
ট্রফির জন্য সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ব্রাজিল অধিনায়ক
.............................................................................................
প্রথম ইনিংস থামলো ১৮ রানে, বল হাতে খরুচে সাকিবের ১ উইকেট
.............................................................................................
গোললাইন প্রযুক্তি ছাড়াই খেলতে হবে রিয়াল-বার্সাকে
.............................................................................................
জিতেও বিদায় ব্রাজিলের সঙ্গে ড্র করে চমক দেখানো কোস্টারিকার
.............................................................................................
পেনাল্টি মিস করে শিশুর মতো কান্না রোনালদোর, কাঁদলেন মা-ও
.............................................................................................
ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
.............................................................................................
যেভাবে এখনও সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের
.............................................................................................
পাকিস্তানের ক্রিকেটারদের ‘ফিক্সিংয়ের’ প্রমাণ চায় বোর্ড
.............................................................................................
ভারত-পাকিস্তান ম্যাচ: পরিসংখ্যানে কে কোথায় এগিয়ে
.............................................................................................
ভারতীয়রা সব জায়গায়, আমরাই বিশ্বকে শাসন করছি: হার্দিক
.............................................................................................
দ্রাবিড়কে কোচ হিসেবে থেকে যেতে বুঝিয়েছিলেন রোহিত
.............................................................................................
বিশ্বকাপে ভ্রমণ ক্লান্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন লঙ্কান অধিনায়ক
.............................................................................................
আজ আমার বয়স কয়েক বছর বেড়ে গেছে: ওয়াইজে
.............................................................................................
জোন্সের ঝড়ে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের
.............................................................................................
সেই নাভিদ নাওয়াজকেই অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নিয়োগ করলো বিসিবি
.............................................................................................
এক গোলে শিরোপা নির্ধারণ, গ্রিসের ইতিহাস
.............................................................................................
জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম
.............................................................................................
৯ জনের দল নিয়েই শক্তি দেখালো অস্ট্রেলিয়া
.............................................................................................
এমবাপেকে শূন্যে ভাসালেন সতীর্থরা, শিরোপা জিতেই হলো বিদায়
.............................................................................................
টানা চার হার, প্লে-অফ নিশ্চিত হলেও চাপে রাজস্থান
.............................................................................................
৪০ বছর পর চ্যাম্পিয়্ন্স লিগে ফিরলো ভিলা
.............................................................................................
রোহিত-কোহলিদের নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশ
.............................................................................................
প্রথমবারের মতো পাকিস্তান সফরে আসছে আয়ারল্যান্ড
.............................................................................................
ম্যানইউকে হারিয়ে আবারও শীর্ষে আর্সেনাল, শেষ ম্যাচে হবে নিষ্পত্তি
.............................................................................................
দ্বিতীয় ম্যাচেই স্বরূপে পাকিস্তান, বড় ব্যবধানে হারালো আইরিশদের
.............................................................................................
হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে বিদায় নিশ্চিত হয়ে গেলো মুম্বাইয়ের
.............................................................................................
সূর্যের অসাধারণ সেঞ্চুরি, হায়দরাবাদকে হারিয়ে টিকে রইলো মুম্বাই
.............................................................................................
বাবর-রিজওয়ানদের ১ লাখ ডলার করে দেওয়ার অঙ্গীকার পিসিবির
.............................................................................................
একাই চার গোল হালান্ডের, শিরোপার পথে ছুটছে ম্যানসিটিও
.............................................................................................
প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন কোহলিরা
.............................................................................................
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
.............................................................................................
ঐতিহাসিক পদক নিয়ে সন্ধ্যায় ফিরছে ক্যারম দল
.............................................................................................
টেন্ডুলকারের ৫১তম জন্মদিন আজ
.............................................................................................
এমবাপের জোড়া গোল, উড়ছে পিএসজি
.............................................................................................
যে কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরালো মুম্বাই
.............................................................................................
আইপিএলে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামের রেকর্ড স্টার্কের
.............................................................................................
আলাভেসকে হারিয়ে আবারও রিয়ালকে পেছনে ফেললো জিরোনা
.............................................................................................
একজন কমিয়ে মেলবোর্ন টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
.............................................................................................
এবার এগিয়ে গিয়েও হোঁচট বার্সার
.............................................................................................
বরুশিয়ার সঙ্গে ড্র: কোনোমতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পিএসজির
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
   All Right Reserved By www.dtvbangla.com Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD & BD My Shop    
Dynamic SOlution IT Dynamic POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software Computer | Mobile | Electronics Item Software Accounts,HR & Payroll Software Hospital | Clinic Management Software Dynamic Scale BD Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale Digital Load Cell Digital Indicator Digital Score Board Junction Box | Chequer Plate | Girder Digital Scale | Digital Floor Scale