বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
   * তিন বিদায়ী জাপানী বিনিয়োগকারীকে সংবর্ধনা দিলো নোভো কার্গো   * রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর   * বাঙালির সব অর্জনই এসেছে ত্যাগের মাধ্যমে: প্রধানমন্ত্রী   * যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য   * মৌলভীবাজারে ২৫ কোটি টাকার দরপত্র দাখিলে অনিয়মের অভিযোগ   * জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ   * সমসাময়িক বিষয় নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি: ওবায়দুল কাদের   * বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব অব্যাহত থাকবে: ডা. রাজীব রঞ্জন   * বিএনপি নেতাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্টদের বৈঠক   * ভবনের পাইলিং-ছাদ ঢালাইয়ে থাকতে হবে রাজউক কর্মকর্তাকে  

   খেলাধূলা -
                                                                                                                                                                                                                                                                                                                                 
এমবাপের জোড়া গোল, উড়ছে পিএসজি

ডিটিভি অনলাইন ডেস্ক:

কিলিয়ান এবং ইথান এমবাপে- দুই ভাই একসঙ্গে পিএসজির জার্সিতে
জোড়া গোল করলেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। তার এই জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেটজকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করলো পিএসজি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো প্যারিসের ক্লাবটি। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে নিচের পয়েন্ট ৩৫।

নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটজের জালই খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। এ গোল দিয়ে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন তিনি।

৭২তম মিনিটে মেটজের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। কিন্তু ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এমবাপে।

ম্যাচের একেবারে শেষ দিকে (ইনজুরি সময়ে, ৯০+২ মিনিটে) মাঠে নামেন কিলিয়ান এমবাপের ১৬ বছর বয়সী ছোটভাই ইথান এমবাপে। এ নিয়ে সিনিয়র দলে অভিষেক হলো কিলিয়ান এমবাপের ছোট ভাইয়ের।

ইথান এমবাপে মূলত খেলেন বাম পায়ের মিডফিল্ডে। তিনি যখন মাঠে নামেন, দুই ভাই একে অপরকে অভিনন্দন জানান। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তাদের গর্বিত বাবা-মা।

এমবাপের জোড়া গোল, উড়ছে পিএসজি
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

কিলিয়ান এবং ইথান এমবাপে- দুই ভাই একসঙ্গে পিএসজির জার্সিতে
জোড়া গোল করলেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। তার এই জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেটজকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করলো পিএসজি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো প্যারিসের ক্লাবটি। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪০। সমান সংখ্যক ম্যাচে নিচের পয়েন্ট ৩৫।

নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটজের জালই খুঁজে পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। এ গোল দিয়ে নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেন তিনি।

৭২তম মিনিটে মেটজের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল। কিন্তু ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন এমবাপে।

ম্যাচের একেবারে শেষ দিকে (ইনজুরি সময়ে, ৯০+২ মিনিটে) মাঠে নামেন কিলিয়ান এমবাপের ১৬ বছর বয়সী ছোটভাই ইথান এমবাপে। এ নিয়ে সিনিয়র দলে অভিষেক হলো কিলিয়ান এমবাপের ছোট ভাইয়ের।

ইথান এমবাপে মূলত খেলেন বাম পায়ের মিডফিল্ডে। তিনি যখন মাঠে নামেন, দুই ভাই একে অপরকে অভিনন্দন জানান। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তাদের গর্বিত বাবা-মা।

যে কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরালো মুম্বাই
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

আইপিএলের আগামী আসরে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, বেশ কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে কেন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হলো, সেই ব্যাখ্যা এতদিন পাওয়া যায় নি। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।

জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানিয়েছেন, ‘এটি (রোহিতকে সরানো) একটি কঠিন সিদ্ধান্ত ছিল। সত্যিকার অর্থেই এটি আবেগময় ছিল। এমন সিদ্ধান্তে ভক্ত-সমর্থকরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি মনে করি, সবাই আবেগী হয়ে পড়েছিল এবং আমরা অবশ্যই তাদের আবেগকে সম্মান জানাই। কিন্তু একই সময়ে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের অবশ্যই এমন ধরনের সিদ্ধান্ত নিতে হবে।’

তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রোহিত, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জয়াবর্ধনে। ব্যাটে হাতে অধিনায়কের চাপ নিয়ে খেলতে হবে না তাকে। যে কারণে রোহিত ভালো খেলবেন বলে মনে করেন তিনি।

জয়াবর্ধনে বলেন, ‘পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য মাঠে ও মাঠের বাইরে রোহিতকে দলে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থেই সে একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি নিশ্চিত, আগামীতে যারা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, তাদেরকে পরিচালনার জন্য সে (রোহিত) উত্তরাধিকারের অংশ হবে।’

জয়াবর্ধনে মনে করেন, নতুনদের নেতৃত্বে আনা উচিত। অভিজ্ঞ রোহিতকে সরিয়ে তুলনামূলক কম অভিজ্ঞ হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্তের পক্ষে শচিন টেন্ডুলকারের উদাহরণ টানেন তিনি।

জয়াবর্ধনে বলেন, ‘শচিন তরুণদের সঙ্গে খেলেছেন। তিনি অন্য কাউকে নেতৃত্ব দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে মুম্বাই ইন্ডিয়ান্স সঠিক পথে যাচ্ছে। এটি একই ঘটনা। আমরা এটি নিয়ে আলোচনাটি করেছি এবং সবাই এটি মেনে নিয়েছে। আগামী মৌসুমের কথা চিন্তা করেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

আইপিএলে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামের রেকর্ড স্টার্কের
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

একদিনেই অল্প সময়ের মধ্যে দুইবার রেকর্ড ভাঙলো। কিছুক্ষণ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশি মিচেল স্টার্ক। অসি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালস বিড ওপেন করে। এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দাম উঠিয়েছিল ৮ কোটি রুপি।

এরপর কলকাতা হাঁকায় ৯ কোটি ৮০ লাখ। গুজরাট টাইটান্স বলে ১০ কোটি। এরপর লড়াই শুরু হয় গুজরাট আর কলকাতার মধ্যে। কলকাতা আরেকটু বাড়ায়। গুজরাট বলে ফেলে ১০ কোটি।

কলকাতা হাল ছাড়েনি। এক লাফে বলে ১৫ কোটি রুপি। গুজরাট আবার ১৫ কোটি ৫০ লাখ হাঁকায়। সেখান থেকে উঠতে উঠতে ১৮-২০ কোটি।

এবার কামিন্সের সমান ২০ কোটি ৫০ লাখ বলে কলকাতা। গুজরাট বলে সর্বকালের রেকর্ড দাম ২১ কোটি। সেখানেই শেষ হয়নি। ১০ মিনিট ধরে চলে স্টার্কের বিড। গুজরাট উঠেছিল ২৪ কোটি পর্যন্ত। কিন্তু জয় হয় কলকাতার। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে শেষ পর্যন্ত অসি পেসারকে দলে ভেড়ায় তারা।

আলাভেসকে হারিয়ে আবারও রিয়ালকে পেছনে ফেললো জিরোনা
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় এবার পয়েন্ট টেবিলে ধুন্দুমার লড়াই চলছে রিয়াল মাদ্রিদ এবং জিরোনার মধ্যে। একবার রিয়াল শীর্ষে তো আরেকবার শীর্ষে উঠছে জিরোনা। সর্বশেষ রোববার জিরোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলো রিয়াল। কিন্তু ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে পারেনি তারা। সোমবার রাতে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষে উঠে এলো জিরোনা।

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ১৪ জয় এবং ২ ড্র’য়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। সমান সংখ্যক ম্যাচে ১৩ জয় এবং ৩ ড্র’য়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে আলাভেস।

ইউক্রেন ফরোয়ার্ড আর্তেম দোভিক করেছেন জোড়া গোল। তাতেই রূপকথার আরো একটি গল্প লিখলো তারা। যে কারণে রিয়ালকে পেছনে ফেলে এককভাবে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

কাতালোনিয়ান এই ক্লাবটি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত। তবে তারা যে এবার সত্যিই একটা ইতিহাস গড়তে যাচ্ছে, তা গত সপ্তাহেই দেখিয়ে দিয়েছে। বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে। কাতালান এই প্রতিপক্ষ প্রথমবারের মত হারানোর রেকর্ড গড়লো তারা। একমাত্র রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজয় ছাড়া তেমন বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি জিরোনা।

আর্তেম দোভিক প্রথম গোল করে এগিয়ে দেন জিরোনাকে। ২৩তম মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে আরও একবার আলাভেসের জালে বল জড়ায় জিরোনা। এই গোলটি করেন পোর্তু। ম্যাচের ৫৯ম মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আর্তেম দোভিক।

একজন কমিয়ে মেলবোর্ন টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

পার্থ টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজ নিশ্চিতের জন্য মাঠে নামবে স্বাগতিকরা। এই ম্যাচের জন্য পেস ব্যাকআপ হিসেবে থাকা ল্যান্স মরিসকে বাদ দিয়ে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনাই বেশি অস্ট্রেলিয়ার। মরিসকে পাঠানো হয়েছে বিগ ব্যাশ লিগে খেলার জন্য। তার পরিবর্তে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে।

প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২১১ বলে ১৬৪ রান করেছেন তিনি। আগামী ৩ জানুয়ারি সিডনি টেস্টের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন এই বাঁ-হাতি অসি ওপেনার।

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।

এবার এগিয়ে গিয়েও হোঁচট বার্সার
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বার্সেলোনাকে যেন শনির দশা পেয়ে বসেছে। জয় কিছুতেই হাতে ধরা দিচ্ছে না লা লিগার ক্লাবটির। এবার ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

এতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন আগে ‘অখ্যাত’ অ্যান্টওয়ার্পের মাঠে ৩-২ গোলে হেরে যায় বার্সা। তার আগে জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪-২ ব্যবধানে।

ওই দুই ম্যাচেই আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বার্সা। এবার আর তেমন হয়নি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে ফিরতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ম্যাচে ভুরি ভুরি সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা। যার খেসারত দিতে হয়েছে তাদের। অথচ ৫৫ মিনিটে হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ৭০ মিনিটে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার উগো গুইলামোন। এরপর অনেক চেষ্টা করেও বার্সা আর এগোতে পারেনি।

১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবারের মৌসুমে চমক দেখানো জিরোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া।

বরুশিয়ার সঙ্গে ড্র: কোনোমতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পিএসজির
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ই প্রয়োজন ছিল মেসি-নেইমারদের সাবেক ক্লাব পিএসজির। ড্র, করলেও চলবে। তবে, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে পিএসজির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা ছিল এসি মিলানেরও।

শেষ রাউন্ডের লড়াইয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি পিএসজি। এসি মিলান মাঠে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের বিপক্ষে।

নাটকীয়তাপূর্ণ এই দুই ম্যাচে পিএসজি জিততে না পারলেও উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। অন্য ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে এসি মিলান।

একদিকে ড্র এবং অন্যদিকে জয় হলেও পয়েন্ট পিএসজি-এসি মিলানের সমান ৮ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলো কিলিয়ান এমবাপের ক্লাবের।

বরুশিয়ার মাঠ সিগন্যাল ইদুনা পার্কে খেলতে গিয়েছিলো পিএসজি। দুই দলের তুমুল লড়াইয়ে প্রথমার্ধে কোনো গোলই হলো না। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে গোল পেলো দুই দলই। ৫১ মিনিটে গোল করলো বরুশিয়া। গোলদাতা করিম আদিয়েমি। ৫৬ মিনিটে সেই গোলটি পরিশোধ করে দেন ওয়ারেন জায়ার এমেরি।

৭৬তম মিনিটে একটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু সেই গোলটি বাতিল করে দেয়া হয় অফসাইডের অজুহাতে। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কুইনহোস বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়া। সেটা অর্জিত হয়েছে। এখন থেকে পরবর্তী ম্যাচ পর্যন্ত আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। কারণ, এর চেয়েও বড় প্রতিপক্ষ সামনে রয়েছে।’

রেফারিকে ঘুুষি মারা সেই ক্লাব সভাপতি গ্রেপ্তার
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

মাঠে ঢুকেই রেফারির মুখে সজোরে ঘুষি মেরেছিলেন তুরস্কের ফুটবল ক্লাব অ্যাঙ্কারাগুচুর সভাপতি। তার এহেন কাণ্ডের পর বন্ধ করে দেওয়া হয়েছে তুরস্কের ফুটবল লিগ। এরপর ঘুষি মারা সেই সভাপতি ফারুক কোচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কোচা সেই রেফারিকে হত্যার হুমকি দিয়েছেন।

কোচা ছাড়া আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তুর্কির আদালত। পরে তাদের গ্রেপ্তার হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন আইনমন্ত্রী ইয়ালম্যাজ তুঙ্ক।

গত সোমবার তুরস্কের সুপার লিগে অ্যাঙ্কাগুচুর ম্যাচ ছিল কেকুর রিজেসপোরের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে যায়। ৯৭ মিনিটের মাথায় গোল খায় অ্যাঙ্কারগুচু। তাতেই ক্ষেপে যান ক্লাবের সভাপতি ফারুক কোচা।

তিনি মাঠে ঢুকে ঘুষি মারেন রেফারি হালিল উমান্ট ম্যালের মুখে। পরে হালিল অভিযোগ করে বলেন, ‘ফারুক কোকা আমার বাম চোখের নিচে ঘুষি মেরেছে। যে কারণে আমি মাটিতে পড়ে গেলাম। আমি যখন মাটিতে ছিলাম, তখন অন্য লোকেরা আমাকে মুখে এবং আমার শরীরের অন্যান্য অংশে বহুবার লাথি মেরেছিল। কোচা আমাকে বলেছিল, ‘‘আমি তোমাকে শেষ করে দিবো।’’

এই ঘটনার পর তুরস্কের ফুটবল লিগের সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, ‘লিগের সব ম্যাচ আপাতত স্থগিত। এই ঘটনা তুরস্কের ফুটবলের জন্য খুব লজ্জার।’

ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় মাঠের মধ্যেই। হাসপাতালে নিয়ে যেতে হয় হালিলকে। তার হাড় ভেঙেছে বলেও জানা গিয়েছে।

চোট পেয়েছেন সভাপতি কোচাও। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে গ্রেফতার করা হবে তাকে। ওই ঘটনার সঙ্গে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেফারিকে মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

দেশের জন্য যা ত্যাগ করতে চান সাকিব
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

মাঠে সাকিব আল হাসানের আত্মনিবেদন, সামর্থ্যের সবটুকু নিংড়ে দেয়া নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কেউ। কড়া সমালোচকও স্বীকার করেন, পারফরমার সাকিব মাঠে শতভাগ সিরিয়াস। তার মাঠের মোটিভেশন নিয়ে কোনোই সমালোচনা নেই।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জাতীয় দলের খেলা ফেলে মাঝে-মধ্যে ছুটিতে চলে যান, কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মিস করতে চান না, তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে হরহামেশাই।

এতদিন ধরে সাকিব সেসব অভিযোগ ও সমালোচনা তেমন গায়েও মাখতেন না। যখন খুুশি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সান্নিধ্যে চলে যাওয়া, কোনো শপিং সেন্টারের উদ্বোধন করতে দুবাই কিংবা মধ্যপ্রাচ্যে উড়ে যাওয়া, দেশে নানা সময় বিজ্ঞাপনের শ্যুটিং কর এবং কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ঘটনা প্রচুর আছে তার।

তবে এবার ভক্ত ও সমর্থকদের জন্য সুখবর নিয়ে আসছেন সাকিব। সম্ভবত, আগামীতে জাতীয় দলের হয়ে সার্বক্ষণিকভাবে থাকবেন এই তারকা ক্রিকেটার। জাতীয় দলের খেলার সময় আগের মতো আর আইপিএল, পিএসএলসহ কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, আগামীতে জাতীয় দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। জাতীয় দলকে পুরো সময় দেয়ার লক্ষ্যে আগামী বছরের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন টাইগার কাপ্তান।

সবার জানা, সাকিব আগামী ২০২৪ সালের আইপিএল আর পিএসএল খেলবেন না। কিন্তু কেন ক্রিকেটের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভারতের আইপিএল আর পাকিস্তানের সাড়া জাগানো পিএসএলের আগামী পর্বে থাকবেন না সাকিব, তা নিয়ে ভক্ত ও সমর্থকদের মনে দানা বেঁধেছে নানা কৌতুহল, নানা প্রশ্ন; রাজ্যের গুঞ্জন।

অবশেষে সাকিব নিজেই দিয়েছেন এ কৌতুহলী প্রশ্নের উত্তর। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব জানিয়ে দিলেন, কেন তিনি আসন্ন আইপিএল আর পিএসএল খেলবেন না।

সাকিবের কথা পরিষ্কার। মূলত, জাতীয় দলকে সময় দিতেই তার ওই দুই ফ্র্যাঞ্চাইজি আসর না খেলার চিন্তা। তিনি যাতে সামনের দিনগুলো জাতীয় দলকে দিতে পারেন, সেটাই হবে আগামী দিনের লক্ষ্য।

সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এতে একটি উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি, যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করব।’

জয় দিয়ে বছর শেষ করতে চাই : সাবিনা খাতুন
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

শুক্রবার সিঙ্গাপুরকে হারিয়ে বছরের প্রথম জয়টা পেয়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (আজ) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ড্র করলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ড্র করে নয়, বাংলাদেশ চায় সিঙ্গাপুরকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে।

সোমবার বিকেল ৩ টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একটু ধোঁয়াশার মধ্যে ছিল। দীর্ঘ ৬ বছর পর দলটির সঙ্গে দেখা হয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দলটির শক্তি কেমন তা ছিল সাবিনাদের কাছে অজানা। তবে প্রথম ম্যাচ খেলার পর সেই ধোঁয়াশা কেটে গেছে। শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে বাংলাদেশ জিতেছে। জয়টা আরো বেশি গোলেও হতে পারতো।

সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর এ বছর আর কোনো ম্যাচ নেই সাবিনাদের। তাই বছরের শেষ ম্যাচটা তারা জিততে চান। যদিও প্রথম ম্যাচের ফল ৩-০ হওয়ায় আত্মতৃপ্তিতে ডুবে যেতে চান না মেয়েরা। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর নিশ্চয়ই বাংলাদেশকে সহজে জিততে দিতে চাইবেন না।

গত বছর সাফের আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্য। ওই ম্যাচ থেকে বাংলাদেশ শিক্ষা নিয়েছে নিশ্চয়ই। কারণ, শক্তিতে এগিয়ে থাকা দলের বিপক্ষে সব ম্যাচ নিজেদের মতো করে নাও হতে পারে।

অধিনায়ক সাবিনা খাতুন দ্বিতীয় ম্যাচের আগে বলেছেন, ‘আমরা ম্যাচটি জিতে ভালোভাবে সিরিজটা শেষ করতে চাই। আমরা আশাবাদী যে, জয় দিয়েই বছরটা শেষ করতে পারবো। বাকিটা আল্লার ইচ্ছা। আমাদের দলের সবাই ভালো আছেন। কারো কোনো ইনজুরি নেই।’

২০২৩ সালে এটি হবে বাংলাদেশ নারী ফুটবল দলের সপ্তম ম্যাচ। এ বছর বাংলাদেশ এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে জাপান, ভিয়তেনাম নেপালের বিপক্ষে। এশিয়ান গেমসে যাওয়ার আগে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলেছে নেপালের বিপক্ষে। আর বছরের শেষ প্রান্তে এসে দুই ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।

মারাকানায় সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্রাজিল-আর্জেন্টিনা দু’দেশই
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে হওয়া নজিরবিহীন সংঘর্ষের তদন্ত শুরু করেছে ফিফা। এর ফলে কড়া শাস্তির মুখে পড়তে চলছে মেসি এবং নেইমারের দুই দেশই।

মারাকানায় সংঘর্ষের ঘটনায় ফিফার তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছে দুই দেশকেই। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিপক্ষে অভিযোগ হলো- তাদের দেশের সমর্থকদের উৎপীড়ন। গ্যালারিতে গিয়ে প্রথমে সংঘর্ষ ঘটানোর কর্মকাণ্ড করেছে আর্জেন্টিনার সমর্থকরাই। একই সঙ্গে ম্যাচ ৩০ মিনিট বিলম্বে শুরু করার সম্পূর্ণ দায় দায় চাপানো হয়েছে আর্জেন্টিনার ওপর।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিপক্ষে ফিফার অভিযোগ হলো, ‘স্বাগতিক বা আয়োজক হিসেবে যথেষ্ট নিরাপত্তমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা।

রিও ডি জেনিরোয় গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে দু’দেশের ফুটবলারদের সারি বেধে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গ্যালারির একাংশে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রাজিল সমর্থকরা।

দুই দেশের পতাকার প্রতি একে অপরে নিন্দাসূচক মন্তব্য করছিলো। যে কারণে সংঘর্ষ, চেয়ার ছোড়াঁছুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়ট পুলিশ এসে লাঠিচার্জ করে। তারা মূলত লাঠি চার্জ করে আর্জেন্টিনা সমর্থকদের ওপর। প্রতিবাদে লিওনেল মেসিরা এগিয়ে যায়। এমিলিয়ানো মার্টিনেজদের কেই কেউ নিজেরও সংঘর্ষে জড়ান। পরে মেসিরা মাঠ ছেড়ে উঠে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় ৩০ মিনিট পর। এরপর নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

জয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ মেসি লেখেন, ‘মারাকানায় দারুণ জয় পেলাম। কিন্তু ব্রাজিলের মাটিতে আরও একবার আর্জেন্টিনার সমর্থকদের নিগ্রহের ঘটনার জন্য এই ম্যাচটা আরও বেশি করে মনে থাকবে।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবলে মাঠের ভেতরে ও বাইরে হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই।’ এরপরই বিশ্বফুটবলের নিয়ন্ত্রত সংস্থা ডিসিপ্লিনারি কমিটি ঘটনার তদন্ত শুরু করে।

কোহলি-আয়ারের সেঞ্চুরিতে ৩৯৭ রানের পাহাড় ভারতের
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বিরাট কোহলি হাঁকালেন বিশ্বরেকর্ডগড়া সেঞ্চুরি। মারকুটে ব্যাটিংয়ে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁলেন শ্রেয়াস আয়ারও। জোড়া সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়েছে ভারত। অর্থাৎ ফাইনালে যেতে কিউইদের করতে হবে ৩৯৮ রান।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন স্বাগতিক দলের ব্যাটাররা।

দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে ৮.২ ওভারে ৭১ রানের ঝোড়ো জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এমনভাবে ব্যাটিং করছিলেন তারা, যেন এটি একটি টি-টোয়েন্টি ম্যাচ।

২৯ বলে ৪৭ রান করে আউট হন রোহিত শর্মা। টিম সাউদির বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ২৯ বলে সমান চারটি করে ছক্কা এবং বাউন্ডারি হাঁকান তিনি।

রোহিত আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান শুভমান গিল এবং বিরাট কোহলি। ১৫ ওভারেই স্কোরবোর্ডে তারা তুলে ফেলে ১১৮ রান। ২৩তম ওভারে দলীয় ১৬৪ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন গিল।

গিল মাঠ ছাড়ার পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শ্রেয়াস আয়ার। নিউজিল্যান্ডের বোলারদের বিপদ যেন আরও বাড়ে। আয়ার আরও বেশি মারমুখী ব্যাটিং করতে থাকেন। ৩৫ বলেই ফিফটি পূরণ করেন ডানহাতি এই ব্যাটার।

বিরাট কোহলি দেখেশুনে খেলে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নেন। ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে। ওয়ানডে ইতিহাসে ৫০টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হন কোহলি।

তৃতীয় উইকেটে ১২৮ বলে ১৬৩ রান যোগ করেন কোহলি আর আয়ার। অবশেষে টিম সাউদি ভাঙেন এই জুটি। ১১৩ বলে ৯ চার আর ২ ছক্কায় ১১৭ রান করে সাজঘরে ফেরেন কোহলি।

এরপর সেঞ্চুরি হাঁকান মারমুখী আয়ারও। ৬৭ বলে তিনি ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার। অবশেষে ইনিংসের ৭ বল বাকি থাকতে ট্রেন্ট বোল্ডের শিকার হন আয়ার। ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংসে ৪টি চারের সঙ্গে তিনি হাঁকান ৮টি ছক্কা!

সূর্যকুমার যাদব শেষদিকে নেমে সুবিধা করতে পারেননি। ২ বলে ১ করে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। তবে লোকেশ রাহুল ২০ বলে ৩৯ রান করে দলকে চারশর কাছাকাছি নিয়ে যান। ৭৯ রানে উঠে যাওয়া শুভমান গিল শেষ ওভারে নামলেও মাত্র এক বল খেলার সুযোগ পান, ৮০ রানে থাকেন অপরাজিত।

নিউজিল্যান্ডের টিম সাউদি ১০০ রান খরচায় নেন ৩টি উইকেট।

টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

বিশ্বকাপে রাউন্ড রবিন লিগে পাকিস্তান ও ইংল্যান্ডের শেষ ম্যাচ এটি। উভয় দলের জন্য এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ শেষ আটে টিকে থাকতে। পাকিস্তানের জন্য খাতা কলমে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তারা আশা ছাড়তে রাজি নন।

এমন কঠিন ম্যাচে টস জয়ের পর ইংল্যান্ড ব্যাটিং নিয়েছে। এর ফলে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ইংল্যান্ড আগে ব্যাটিং নেওয়ার পাকিস্তানের আর সম্ভাবনা নেই বললেই চলে।

বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনার শিকার হলেন কোহলি
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

এবার নিয়ে বিশ্বকাপে চতুর্থ আসর খেলছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। প্রথমবার খেলেছিলেন ২০১১ সালে। সেবার বিশ্বকাপ জয় করেছিলো ভারত। এরপর গত একযুগে বিশ্বকাপে যত ম্যাচ খেলেছেন ভারতীয় এই ব্যাটার- একবারও শূন্য রানে আউট হননি।

কিন্তু রোববার সেই স্বাদটিও নিয়ে নিলেন তিনি। এই প্রথম বিশ্বকাপে ডাক মারলেন ভারতীয় ব্যাটার। রীতিমত ৯টি বল খেলে কোনো রান না করে ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয়েছে বিরাট কোহলিকে।

এবারের বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোহলি করেছেন যথাক্রমে ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫ রান। ক্রিকেটপ্রেমীদের আশা ছিল বিশ্বকাপে কোণঠাসা জস বাটলারের দলের বিরুদ্ধেও বড় রানের ইনিংস আসবে তার ব্যাট থেকে। কিন্তু ভক্তদের হতাশ করার পাশাপাশি কোহলি গড়লেন লজ্জার নজিরও।

এই নিয়ে ভারতীয় দলের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। লজ্জার এই রেকর্ডে কোহলি ছুঁয়ে ফেললেন শচিন টেন্ডুলকারকে। শচিনও ভারতের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি ৩৪টি শূন্য করেছিলেন ৭৮২টি ইনিংসে। বিরাট ৩৪টি শূন্য করলেন ৫৬৯টি ইনিংসে।

এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে ৩২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫৩.২৩ গড়ে করেছেন ১৩৮৪ রান। বিশ্বকাপে তার তিনটি শতরান এবং ৯টি অর্ধশতরান রয়েছে।

আমাকে বিশ্রাম একটু বেশিই দিয়ে ফেলছিল
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক:

২০২৩ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম ৩৮৩ রানের লক্ষ্যে যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তখনই এক প্রান্তে আগলে রেখে যুদ্ধ করে গেছেন রিয়াদ একাই। তুলে নিয়েছেন সেঞ্চুরিও।

অথচ রিয়াদকে দল থেকে বাদ দিয়েছিল নির্বাচকরা। অজুহাত ছিল রিয়াদকে তথাকথিত ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।

তিন মাস পর আবার ঠিকই দলে সুযোগ পেয়েছিলেন কিউইদের বিপক্ষে সিরিজে। সেখানে ভালো ইনিংস ও ফিটনেসে নিজেকে প্রমাণ করেই বিশ্বকাপে সুযোগ করে নেন রিয়াদ।

বিশ্বকাপে সেঞ্চুরি করে সংবাদ সম্মেলনে এসে সেই মুহূর্তগুলো সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। এক পর্যায়ে রিয়াদ হেসেই বলে ফেলেন, ‘বিশ্রামটা বেশিই হয়েছিল। কিন্তু তবুও আলহামদুলিল্লাহ। এসবতো আমার আয়ত্তে নেই। এটা তাদের সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে সেটাই করেছে’।

এমবাপের গোলে পিএসজির সহজ জয়
                                  

ডিটিভি অনলাইন ডেস্ক :

গোল করেছেন, গোলের রূপকারও কিলিয়ান এমবাপে। ফলে ঘরোয়া লিগে নিজেদের মাঠে স্ট্রাসবোর্গের বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ৩-০ গোলে পেয়েছে পিএসজি।

ম্যাচের শুরুতে পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। গনজালো রামোসকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পিএসজি। এমবাপে সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পার হতেই পিএসজি দ্বিতীয় গোল পায়। কার্লোস সোলের করেন গোলটি। এ গোলটির রূপকার ছিলেন এমবাপে।

৭৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজ তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ফ্রেঞ্চ লিগের বর্তমান ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস।স্ট্রাসবোর্গের বিপক্ষে জয় পিএসজিকে নিসের খুব কাছে নিয়ে এসেছে। ১৮ পয়েন্ট নিয়ে নিসের ঠিক নিচেই রয়েছে পিএসজি। তবে উভয় দল তাদের নিজ নিজ অবস্থান হারাতে পারে। বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে মোনাকো রয়েছে তৃতীয় স্থানে। দলটি একটা ম্যাচ কম খেলেছে। অপেক্ষাকৃত দুর্বল দল মেটজের বিপক্ষে ম্যাচ তাদের। এ ম্যাচে জয় পেলেই মোনাকো শীর্ষে চলে আসবে।


   Page 1 of 18
     খেলাধূলা
এমবাপের জোড়া গোল, উড়ছে পিএসজি
.............................................................................................
যে কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরালো মুম্বাই
.............................................................................................
আইপিএলে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামের রেকর্ড স্টার্কের
.............................................................................................
আলাভেসকে হারিয়ে আবারও রিয়ালকে পেছনে ফেললো জিরোনা
.............................................................................................
একজন কমিয়ে মেলবোর্ন টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
.............................................................................................
এবার এগিয়ে গিয়েও হোঁচট বার্সার
.............................................................................................
বরুশিয়ার সঙ্গে ড্র: কোনোমতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পিএসজির
.............................................................................................
রেফারিকে ঘুুষি মারা সেই ক্লাব সভাপতি গ্রেপ্তার
.............................................................................................
দেশের জন্য যা ত্যাগ করতে চান সাকিব
.............................................................................................
জয় দিয়ে বছর শেষ করতে চাই : সাবিনা খাতুন
.............................................................................................
মারাকানায় সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্রাজিল-আর্জেন্টিনা দু’দেশই
.............................................................................................
কোহলি-আয়ারের সেঞ্চুরিতে ৩৯৭ রানের পাহাড় ভারতের
.............................................................................................
টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে
.............................................................................................
বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনার শিকার হলেন কোহলি
.............................................................................................
আমাকে বিশ্রাম একটু বেশিই দিয়ে ফেলছিল
.............................................................................................
এমবাপের গোলে পিএসজির সহজ জয়
.............................................................................................
ফর্মে ভারত পরিসংখ্যানে নিউজিল্যান্ড এগিয়ে
.............................................................................................
দুই জোড়া ওপেনারের জুটিতে জোড়া রেকর্ড বিশ্বকাপে
.............................................................................................
মেসি ও হালান্ড- দু’জনই ব্যালন ডি’অর জিততে পারে: গার্দিওলা
.............................................................................................
ধীরগতির ইনিংস খেলে ফিরলেন হৃদয়
.............................................................................................
ফিফটি করে আউট লিটনও, হঠাৎ চাপে বাংলাদেশ
.............................................................................................
খেলবেন কি সাকিব? কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?
.............................................................................................
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান
.............................................................................................
শ্রীলঙ্কায় বড় হার বাংলাদেশ ইমার্জিং দলের
.............................................................................................
ভয়ঙ্কর হয়ে ওঠা দুই ব্যাটারকে ফেরালেন মিরাজ-মোস্তাফিজ
.............................................................................................
পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
.............................................................................................
নিউজিল্যান্ডকে শিরোপার হাসি উপহার দিতে পারবেন মিচেল?
.............................................................................................
জয়সওয়ালের সেঞ্চুরি, নেপালকে হারিয়ে সেমিফাইনালে ভারত
.............................................................................................
অনুশীলনে ব্যথা পেয়েছেন রিয়াদ, বিশ্রামে সাকিব
.............................................................................................
রোনালদোর গোলে জিতলো আল নাসর
.............................................................................................
বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার হয়ে ইতিহাস
.............................................................................................
অভিনব প্রস্তাব রোহিতের, বড় ছক্কার জন্য চাইলেন ১০ রান
.............................................................................................
আমেরিকায় বন্দুক সহিংসতা, ছয় মাসে প্রাণহানি ২০ হাজার
.............................................................................................
দেশেই টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প
.............................................................................................
দেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে বসুন্ধরা কিংস
.............................................................................................
মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে আল-হিলালের কর্তারা
.............................................................................................
সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
.............................................................................................
ফাইনাল নিয়ে আর্জেন্টিনার পাল্টা পিটিশন
.............................................................................................
শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স: কী বলছে পরিসংখ্যান?
.............................................................................................
মেসিকে ভয় পাচ্ছেন না ক্রোয়াট কোচ
.............................................................................................
বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?
.............................................................................................
পলাশে আর্জেন্টিনাকে ২০০ ফুট পেছনে ফেললো ব্রাজিল
.............................................................................................
ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে: প্রধানমন্ত্রী
.............................................................................................
শ্বাসরূদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারালো বাংলাদেশ
.............................................................................................
নেদারল্যান্ডসকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
.............................................................................................
দেশে ফিরলেন সাফ জয়ী মেয়েরা
.............................................................................................
টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর ঘোষণা
.............................................................................................
আবারও নেইমারের গোল, ব্রাজিল এগিয়ে ৩-১ ব্যবধানে
.............................................................................................
ইতালির বিপক্ষে আর্জেন্টিনার প্রাথমিক দলে চমক আর চমক
.............................................................................................
তাসকিনের পেস নয়, সাকিব-মিরাজদের স্পিনেই পার্থক্য
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
   All Right Reserved By www.dtvbangla.com Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD & BD My Shop    
Dynamic SOlution IT Dynamic POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software Computer | Mobile | Electronics Item Software Accounts,HR & Payroll Software Hospital | Clinic Management Software Dynamic Scale BD Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale Digital Load Cell Digital Indicator Digital Score Board Junction Box | Chequer Plate | Girder Digital Scale | Digital Floor Scale