|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ
ডিটিভি অনলাইন ডেস্ক:
আগের দিন হতাশ করলেও দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা আর হাসান মাহমুদের তোপে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিন। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই দুই ব্যাটার ৯০ বল খেলে গড়েন ৪১ রানের জুটি।
অবশেষে লাঞ্চের ঠিক আগে এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে আরভিন ব্যাট ওপরে তুলে নিলেও বল ছুঁয়ে গিয়েছিল একটু। বাংলাদেশ আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউয়েই বাজিমাত।
দেখা যায়, বল হালকা করে ব্যাট স্পর্শ করে গেছে আরভিনের। ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। নাহিদ পান তার তৃতীয় উইকেটের দেখা। ৩৯ বলে ৮ রান করে ফেরেন আরভিন।
সবমিলিয়ে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জিম্বাবুয়ে। এখনও তারা পিছিয়ে ৫৮ রানে। শন উইলিয়ামস ৩৩ আর ওয়েসলে মাদভেরে ৪ রান নিয়ে ব্যাটিং করছেন।
বোর্ডে বেশি রান নেই। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যা করার বোলারদেরই করতে হবে। তবে সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলাররা হতাশা উপহার দিয়েছিলেন। যার সুযোগ নিয়ে বিনা উইকেটে ৬৭ রান তোলে ফেলে জিম্বাবুয়ে।
দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান নাহিদ রানা-হাসান মাহমুদরা। দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।
নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭।
পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ।
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আগের দিন হতাশ করলেও দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা আর হাসান মাহমুদের তোপে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিন। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই দুই ব্যাটার ৯০ বল খেলে গড়েন ৪১ রানের জুটি।
অবশেষে লাঞ্চের ঠিক আগে এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে আরভিন ব্যাট ওপরে তুলে নিলেও বল ছুঁয়ে গিয়েছিল একটু। বাংলাদেশ আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউয়েই বাজিমাত।
দেখা যায়, বল হালকা করে ব্যাট স্পর্শ করে গেছে আরভিনের। ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। নাহিদ পান তার তৃতীয় উইকেটের দেখা। ৩৯ বলে ৮ রান করে ফেরেন আরভিন।
সবমিলিয়ে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জিম্বাবুয়ে। এখনও তারা পিছিয়ে ৫৮ রানে। শন উইলিয়ামস ৩৩ আর ওয়েসলে মাদভেরে ৪ রান নিয়ে ব্যাটিং করছেন।
বোর্ডে বেশি রান নেই। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যা করার বোলারদেরই করতে হবে। তবে সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলাররা হতাশা উপহার দিয়েছিলেন। যার সুযোগ নিয়ে বিনা উইকেটে ৬৭ রান তোলে ফেলে জিম্বাবুয়ে।
দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান নাহিদ রানা-হাসান মাহমুদরা। দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।
নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭।
পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ওয়ানডে ক্যারিয়ারে আজ বৃহস্পতিবারের আগ পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসব ম্যাচে অনেক অর্জন থাকলেও আক্ষেপ রয়ে যায় একটি সেঞ্চুরির। অবশেষে আজ সেই আক্ষেপ ঘুচলো ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের।
বৃহস্পতিবার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছান জ্যোতি। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেটে ২৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওয়ানডেতে এটিই টাইগ্রিসদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার ইশমা তানজিম (১৩ বলে ৮) আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি করেন জ্যোতি।
৮২ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরত যান ফারজানা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে স্বপ্ন পূরণের দিকে ছুটতে থাকেন জ্যোতি। এ উইকেটে ১৫২ রানের জুটি করেন জ্যোতি ও ফারজানা।
ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন জ্যোতি। শেষ পর্যন্ত ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন নারী দলের অধিনায়ক। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি শারমিনের। ১২৬ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে ঘরের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজেয় যাত্রা থেমে গেছে বায়ার্নের।
২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্নের বিপক্ষে দুটি ম্যাচেই ২-০ গোলে হেরেছিল ইন্টার। ওই মৌসুমেই ফাইনালে উঠেছিল বায়ার্ন। তবে ২০১০ সালের ফাইনালে বায়ার্নকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার। একই মৌসুমে সিরি আ এবং ইতালিয়ান কাপ জিতে ‘ট্রেবল’ জয় করেছিল তারা। এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে বায়ার্ন ছিল চোটজর্জর। জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা হ্যামস্ট্রিং চোটে থাকায় খেলতে পারেননি। ইন্টারও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামে।
চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে ১০ গোল করা বায়ার্ন ফরোয়ার্ড হ্যারি কেইন ১৪ মিনিটে ভালো একটা সুযোগ পান। কিন্তু তার দুর্বল হেড ইন্টার গোলরক্ষক ইয়ান জোমার সহজেই ধরে ফেলেন।
২৬ মিনিটে কেইনের কাছে আরও বড় সুযোগ আসে। গোলপোস্টের বাঁদিকে একেবারে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হতাশায় কেইন হাঁটু গেড়ে বসে পড়েন এবং মুখ চেপে ধরেন।
অন্যদিকে ৩৮ মিনিটে সুযোগ পেয়ে কোনো ভুল করেননি ইন্টারের তারকা লাওতারো মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে কার্লোস অগুস্তোকে বাঁদিকে পাস দেন আর্জেন্টাইন তারকা। অগুস্তো ক্রস করেন মার্কুস থুরামের দিকে। থুরাম হালকা ব্যাক-হিল করে বল ফিরিয়ে দেন লাওতারোর কাছে। এরপর জোরালো শটে বল জালে পাঠান লাওতারো। চ্যাম্পিয়ন্স লিগে এটি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার শেষ চার ম্যাচে ষষ্ঠ গোল। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার।
দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ পায়। তবে সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের চাপ বাড়াতে থাকে বায়ার্ন। সেই চাপের ফল আসে ৮৮ মিনিটে। কনরাড লাইমার ক্রস করেন বক্সের পেছন দিকে, বল পেয়ে তিন গজ দূর থেকে শট নিয়ে গোল করেন জার্মান মিডফিল্ডার থমাস মুলার।
এরপর জয়ের আশায় বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে বায়ার্ন। কিন্তু সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ডিফেন্স ফাঁকা করে বায়ার্নের উপরে উঠে খেলার সুযোগ কাজে লাগায় ইন্টার। অগুস্তোর পাস থেকে বল পেয়ে বায়ার্নের জাল কাঁপান ডেভিডে ফ্রাত্তেসি। এতে স্তব্ধ হয়ে যান বায়ার্নের হাজার হাজার দর্শক।
ম্যাচ শেষ হতাশার সূরে বায়ার্নের মুলার বলেন, আজকের রাতটা খুব একটা সহজ ছিল না, আমরা সেটার প্রত্যাশাও করিনি। যারা সুযোগ কাজে লাগাতে পেরেছে, তারাই জয় পেয়েছে। আমাদেরও বেশ কিছু সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তের কন্টার-অ্যাটাকে ওরা আবার লিড নিয়ে নেয়। তা না হলে ম্যাচটা ১-১ এ শেষ হতো এবং মুলারের গল্পটা অন্যরকম হতো।
আগামী বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা অথবা বরুশিয়া ডর্টমুন্ডের।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনার ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে ইন্টার মিয়ামি। এতে করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে জুটি করার সম্ভাবনা তৈরি হয়েছে বেলজিয়ামের ৩৩ বছর বয়সী তারকার।
এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় একই সময় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। এ তালিকায় কোনো খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরালে ম্যানসিটি ছাড়বেন। ২০১৫ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন তিনি এবং বর্তমানে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি ব্রুইনা। মিয়ামি ডিসকভারি রাইটস ধারণ করায় সবার আগে ডি ব্রুইনার সঙ্গে আলোচনার একচেটিয়া অধিকার পাবে মিয়ামি। অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না।
গেল গ্রীষ্মেই ডি ব্রুইনার এমএলএসে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। ওই সময় তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল সান দিয়েগো এফসি। তবে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস ডি ব্রুইনার সম্ভাব্য আগমন নাকচ করে দেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি ওর (ডি ব্রুইনা) সঙ্গে কথা বলেছি। তবে বলব—ওর মজুরি আমাদের বাজেটের সঙ্গে এখন মিলছে না।’
ডি ব্রুইনা ১০ বছরের ম্যানসিটি ক্যারিয়ারে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। এছাড়া পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে তার নামের পাশে।
মিয়ামিতে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো বিশ্ব তারকারা রয়েছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে ডি ব্রুইনার অভিজ্ঞতাও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে মিয়ামি। এছাড়া লিগস কাপ প্রতিযোগিতায়ও খেলবে মেসিদের দল। পাশাপাশি চলমান এমএলএস মৌসুমও রয়েছে। যা গেল ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
লিওনেল মেসি, রেকর্ড, ইতিহাস-সবই যেন সমার্থক শব্দ। সোমবার যুক্তরাষ্ট্রের সকার লিগে (এমএলএস) দুর্দান্ত এক গোল করে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।
যদিও তার দল ইন্টার মিয়ামি জিততে পারেনি। তবে মেসির গোলে ভর করেই টরেন্টো এফসির বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি।
যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ সমতা ফেরান মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।
এই গোলের মাধ্যমেই স্বদেশি গঞ্জালো হিগুয়েনকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন মেসি। ২৯ নিয়মিত মৌসুম ম্যাচে মেসির গোলে অবদান দাঁড়িয়েছে ৪৪টি। এর মধ্যে গোল ২৪টি, ২০টি অ্যাসিস্ট।
মেসির আগে সবচেয়ে কম ম্যাচে এই রেকর্ডটি ছিল হিগুয়েনের। তবে হিগুয়েনের মেসির সমান অবদান রাখতে লেগেছিল ৬৭ ম্যাচ। গোলের দিক থেকেও হিগুয়েনের খুব কাছে আছেন মেসি। আর মাত্র পাঁচ গোল করলেই আর্জেন্টাইন সতীর্থের সমান হয়ে যাবেন তিনি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
তার সাথে আর কেউ রান পাননি। রান পাননি বলা কম হয়ে গেল। দাঁড়াতে পারেননি বলাই হবে যুক্তিযুক্ত। নাইম শেখ (১৮), আব্দুল্লাহ আল মামুন (৭), শাহাদাত হোসেন দিপু (১), জাকির হাসান (০), সাজ্জাদুল হক রিপন (০), ইরফান শুক্কুর (১৯) আর রিশাদ হোসেন (৩) ব্যর্থতার ঘানি টেনেছেন।
আজ রোববার শেরে বাংলায় মোহামেডান পেসার এবাদত হোসেন আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাঁড়াশি বোলিং আক্রমণের বিপক্ষে ব্যর্থতার মিছিল করেছেন প্রাইম ব্যাংকের বাকি ব্যাটাররা। তারা ৭ জন মিলে করেছেন মোটে ৪৮ রান। ব্যতিক্রম একজনই-শামীম পাটোয়ারী।
একদিক আগলে রাখার পাশাপাশি বুক ভরা সাহস নিয়ে স্বচ্ছন্দে ব্যাটিং করলেন শামীম পাটোয়ারী। একবারের জন্য মনে হয়নি অন্যপ্রান্তে প্রায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটছে। যখনই স্ট্রাইক পেয়েছেন, একদম আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটের মাঝখান দিয়ে খেলেছেন এ বাঁহাতি উইলোবাজ।
মাত্র ৬৭ রানে ইনিংসের প্রথম অর্ধেক খোয়া যাওয়ার পর এতটুকু হতোদ্যম না হয়ে ঝড়ের গতিতে উইকেটের চারিদিকে বাহারি শট খেলা সহজ কাজ নয়। রীতিমত কঠিন। শামীম আজ সে কঠিন কাজটিই অবলীলায় করে দেখালেন।
মোহামেডানের বোলারদের যেখান দিয়ে খুশি উড়িয়ে মেরেছেন। কখনো বাউন্ডারি, কখনওবা ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়েছেন শামীম পাটোয়ারী। অমন চাপের মুখে দমে না গিয়ে ইচ্ছেমত শটস খেলে ফিপটি পূরণ করেছেন মাত্র ৩২ বলে।
হাতে পর্যাপ্ত ওভার বাকি ছিল। কিন্তু পার্টনার ছিলেন মাত্র ২ জন। তাই সময় গড়ানোর সাথে সাথে আরও তেড়েফুওে ব্যাট চালাতে গিয়ে নিজের সেঞ্চুরিটাও পূর্ণ করা হয়নি শামীম পাটোয়ারির। শতক থেকে মাত্র ১১ রান পিছনে থেকে মোহামেডান পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার।
শেষ পর্যন্ত শামীম পাটোয়ারীর সাহসী আর মারমুখী ব্যাটিংয়ের ওপর ভর করেই দেড়শো পেরিয়েছে (১৭৪) প্রাইম ব্যাংক। যার ৮৯ রানই শামীমের। ৬১ বলের ইনিংসে ৮৯ রানের ৬৪-ই (৪ ছক্কা ও ১০ বাউন্ডারি) আসে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে।
মোহামেডানের পেসার এবাদত হোসেন ২৭ রানে ৩টি আর স্পিনার তাইজুল ইসলাম মাত্র ৫ রানে নেন ৪টি উইকেট।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এক গোল করলেন ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। শুধু ওই এক গোলই নয়, মলদোভাকে পেয়ে রীতিমত গোল উৎসব করে নিয়েছে হালান্ডের দেশ নরওয়ে। প্রতিপক্ষকে হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ে নেমেছিলো প্রথম ম্যাচ খেলতে। আই গ্রুপে নরওয়ের বাকি দুই সঙ্গী ইসরায়েল এবং এস্তোনিয়া। এই গ্রুপ ইসরায়েলও জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে।
নরওয়ে বিশ্বকাপ খেলেছিলো মোটে তিনবার। সর্বশেষ ১৯৯৮ সালে। তাও আরলিং হালান্ডের জন্মের ২ বছর আগে। এখন সেই হালান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
যে কারণে, এবার নরওয়ের ফুটবলপ্রেমীদের আশা, হালান্ডদের হাত ধরে আবারও তারা মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। স্কেন্ডেনেভিয়ান দেশটি যে গ্রুপে রয়েছে, সেখান থেকে তাদের বিশ্বকাপে নাম লেখানোও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। যার শুভ সূচনাটা হয়ে গেলো প্রথম ম্যাচেই।
৫-০ গোলের মধ্যে দ্বিতীয় গোলটি করেন আরলিং হালান্ড। যেটার মধ্য দিয়ে তার অসাধারণ ক্যারিয়ারে গোলের সংখ্যা হয়ে গেলো ৩৯টি। ম্যাচ খেলেছেন মাত্র ৪০টি।
ডর্টমুন্ডের ডিফেন্ডার হুলিয়ান রিয়ারসন গোলের সূচনা করেন ম্যাচের পঞ্চম মিনিটেই। ২৩তম মিনিটেই গোল দ্বিগুণ করেন আরলিং হালান্ড। রিয়ারসনকে প্রথম গোলে অ্যাসিস্ট করা থেলো আসগার্ড করেন তৃতীয় গোল।
প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে (৪৩তম মিনিটে) আলেকজান্ডার সোরলথ করেন চতুর্থ গোল। ৬৯তম মিনিটে ম্যাচের ৫ম এবং শেষ গোল করেন অ্যারোন ডোনাম।
আরলিং হালান্ড এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ জয়ের স্বাদ পেয়ে গেছেন। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ দেশকে বিশ্বকাপের মত বড় কোনো টুর্নামেন্টে তুলে আনা। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুলতে ব্যর্থ হয়েছিলেন। সামনে চ্যালেঞ্জ ২০২৬ বিশ্বকাপ।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
৫ রানে প্রথম উইকেট এবং ১৪ রানে নেই দ্বিতীয় উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স খেলো বড় একটি ধাক্কা। কিন্তু ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউরের ব্যাটিং দৃঢ়তা মুম্বাই ইন্ডিয়ান্সকে সেখান থেকে নিয়ে গেলো ১০৩ রানে।
শেষ পর্যন্ত নারী আইপিএলের ফাইনালে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। শেষ ওভারে গিয়ে দিল্লি হেরে যায় মাত্র ৮ রানের ব্যবধানে। সে সঙ্গে ২০২৩ সালের পর দ্বিতীয়বার নারী আইপিএলে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে মুম্বাই অধিনায়ক হারমানপ্রিত কউরকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই।
এরপর তৃতীয় উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউর মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি। এই জুটিই মূলত মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩০ রান করে আউট হন ন্যাট শিবার ব্রান্ট। ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কউর।
পরের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেননি। আমেলিয়া কের ২ রানে, সজিবান সাজানা শূন্য এবং গুনালান ১০ রান করে আউট হন। আমানজত কউর অপরাজিত থাকেন ১৪ রানে। মারিজানে কাপ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রানের ওপর ভর করে জয়ের প্রায় কাছে চলে গিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করেও দলকে জেতাতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসে থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে। ন্যাট শিবার ব্রান্ট নেন ৩ উইকেট।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
লিভারপুলকে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ফরাসী ক্লাব পিএসজি অপেক্ষায় ছিল সেমিতে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হয়! ক্লাব ব্রুগ নাকি অ্যাস্টন ভিলা।
যদিও প্রথম পর্বেই বেলজিয়ান ক্লাব ব্রুগের চেয়ে অনেকটা এগিয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ক্লাব ব্রুগের মাঠ থেকে ৩-১ গোলে জয় নিয়ে ফিরে এসেছিল অ্যাস্টন ভিলা। ফিরতি পর্বের ম্যাচ তাদের নিজেদের ঘরের মাঠে। সুতরাং, এই ম্যাচেও যে ইংলিশ ক্লাবটি ফেবারিট, তা বলাই বাহুল্য।
শেষ পর্যন্ত সেটাই হলো। মার্কো আসেনসিওর জোড়া গোলে সফরকারী ক্লাব ব্রুগকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলে ৬-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেলো অ্যাস্টন ভিলা এবং সেখানে তারা মুখোমুখি হবে পিএসজির।
ভিলা পার্কে খেলতে এসে ম্যাচের ১৬তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুগ। মার্কাস রাশফোর্ডকে বাজেবাবে ফাউল করার অপরাধে এ সময় লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন কিরিয়ানি সাবি।
উনাই এমেরির দলকে অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। এরপর ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে অ্যাস্টনভিলা। ৫০ মিনিটে প্রথম গোল করেন মার্কো আসেনসিও। ৭ মিনিট পরই দ্বিতীয় গোল করেন ইয়ান মাতসেন। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আসেনসিও।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে গত সপ্তাহে হয়তো ২-১ গোলে জিতেছিলো; কিন্তু অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে একটা কথা বলে রেখেছিলেন, ‘পরের ম্যাচ আমাদের মাঠে। ঘাটতিগুলো ওই ম্যাচেই দূর করবো।’
অর্থ্যাৎ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি এবং মেট্রোপলিটানো স্টেডিয়ামে কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লস ব্লাংকোজরা। অ্যাতলেতিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলত্তির দল পৌঁছে যাবে শেষ আটে। ২-১ ব্যবধানে হারলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। আর অ্যাতলেতিকো যদি ২ গোলের ব্যবধানে জিততে পারে, তাহলে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।
ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড- সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দল রিয়াল। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয়োৎসব। পাঁচবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবারই।
এর মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোজরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিতে হবে অ্যাতলেতিকোকে।
পারবে কি তারা রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ আটের টিকিট কাটতে? নিজেদের মাঠে খেলা বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে, ‘সমর্থকরাই আমাদেরকে সামনে এগিয়ে দেয়, তারা শক্তি জোগায়, তাদের সমর্থনে প্রচেষ্টাগুলো সহজ হয়ে যায়। তাদের সমর্থন আমাদের আবার দরকার। আমরা এখনো টিকে আছি। সম্ভবত বুধবার (আজ) ভালো একটি রাত কাটবে আমাদের।’
কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একদম কথা বলছে না। লা লিগার সর্বশেষ ম্যাচে গেতাফের মাঠে গিয়ে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়ালের।
আজ মাঠে নামছে আর্সেনাল, অ্যাস্টন লিভা, লিলে, বরুশিয়া ডর্টমুন্ড। তবে আজ রাতে আর্সেনালের কাজ অনেকটা সহজই বলা যায়। পিএসভির মাঠ থেকে আগের ম্যাচে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা। ফিরতি পর্বে তারা আবার খেলবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে উঠতে হলে তাই অলৌকিক কিছু করতে হবে পিএসভিকে।
সুবিধাজনক অবস্থানে থেকে ক্লাব ব্রুগের মুখোমুখি হবে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজেদের মাঠ ভিলা পার্কে আজ রাতে ন্যূনতম ব্যবধানে হারও তাদের পৌঁছে দেবে পরের রাউন্ডে।
তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে লিলে এবং বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে। আগের ম্যাচে বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে ১-১ গোলে ড্র করেছিলো তারা। আজ খেলা হবে লিলের মাঠে। যে জিতবে, সেই উঠবে কোয়ার্টার ফাইনালে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলো দু’দিন আগে। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত জয় পেয়েছিলো ৪ উইকেটে।
একদিন পরই টুর্নামেন্টের সেরা দল বাছাই করলো আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থার বাছাই করা সেরা একাদশে একজন-দু’জন নয়, মোট পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। আবার অতিরিক্ত হিসাবে যাকে রাখা হয়েছে তিনিও ভারতীয়।
বিস্ময়কর বিষয় হলো, যার হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, সেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নেই আইসিসির সেরা একাদশে। বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামি রয়েছেন মূল দলে। অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসাবে।
রানার্সআপ নিউজিল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। তার মধ্যে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা রয়েছেন। এই দলটির অধিনায়ক করা হয়েছে মিচেল সান্তনারকে। আফগানিস্তানের দু’জন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন একাদশে।
ওপেনার হিসাবে রোহিত শর্মাকে না রাখার কারণ হলো, ফাইনালছাড়া বাকি চার ম্যাচে খুব একটা রান করতে পারেননি। দু’টি শতরান করা রাচিন রয়েছেন ওপেনার হিসাবে। তার সঙ্গে রয়েছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৭৭ রান প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
কোহলি রয়েছেন তিনে। এরপর জায়গা পেয়েছেন শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল। ছ’নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্স। ব্যাটিং এবং ফিল্ডিং, দু’টিতেই তিনি দারুণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার তিনটি ক্যাচ ভূয়সী প্রশংসা পেয়েছে। তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে উড়ে গিয়ে কোহলির ক্যাচ নিয়েছিলেন।
জাদরানের পর আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন আজমাতুল্লাহ ওমরজাই। ব্যাট, বল দুই ক্ষেত্রেই অবদান রেখেছেন। মিচেল সান্তনার প্রতিযোগিতায় নয়টি উইকেট নিয়েছেন। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ শামি প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেরা দলে সুযোগ পেলেন।
ফাইনালে খেলতে না পারলেও ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি প্রথম এগারোয় রয়েছেন। তালিকার সর্বশেষ নাম বরুণ চক্রবর্তী। মাত্র তিনটি ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন।
আইসিসি নির্বাচিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ রাচিন রাবিন্দ্রা, ইবরাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল সান্তনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি এবং বরুণ চক্রবর্তি।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
ইনজুরি থেকে মুক্তিই মিলছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। দীর্ঘদিনের চোট কাটিয়ে গত মাসে মাঠে স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে সান্তোস তারকা।
উরুর চোটের কারণে গতকাল (সোমবার) পওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তার দল সান্তোস এই ম্যাচে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
আগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোস জিতেছিলো ২-০ গোলে। ওই ম্যাচেই বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের। যে কারণে অস্বস্তিবোধ করায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। সাইডবেঞ্চে বসে বসে দলের হার দেখতে হলো তাকে।
করিন্থিয়ান্সের কাছে হারের পর নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম; কিন্তু আজ (গতকাল) সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।’ কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য জানা যায়নি।
বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি করে গোল অ্যাসিস্ট করেছেন। প্রায় ১৭ মাস পর ব্রাজিল দলে ফেরার সুখবরও পান ৩২ বছরের এই ফরোয়ার্ড। এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এই ম্যাচ দুটিতে নেইমারকে পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
আইপিএল ২০২৫ আসর থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন তিনি। আসর শুরুর মাত্র ১২ দিন আগে এমন সিদ্ধান্ত নিলেন ব্রুক।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও অবহিত করা হয়েছে।
যদিও আইপিএল কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ব্রুকও নাম প্রত্যাহারের কারণ প্রকাশ করেননি।
ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ব্রুকের আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ হতে পারে জাতীয় দলের ব্যস্ত সূচি। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে এখনও ১৮ মাস বাকি ডানহাতি ব্যাটারের।
জস বাটলারের পরিবর্তে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হতে পারেন ব্রুক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা ও সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়শূন্য থাকার পর ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়েন বাটলার।
আশঙ্কা করা হচ্ছে, সরে দাঁড়ানোর কারণে আইপিএলে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ব্রুক।
২০২৫ সালের মেগা নিলামের আগে আইপিএলে নতুন নিয়ম চালু হয়েছে। বলা হয়েছে, যদি কোনো বিদেশি খেলোয়াড় নিলামে নিবন্ধন করেন এবং দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তাহলে তিনি দুই মৌসুমের জন্য আইপিএলে অংশ নিতে পারবেন না।
গত সেপ্টেম্বর মাসে ফ্র্যাঞ্চাইজিগুলোর উদ্দেশে পাঠানো একটি বার্তায় আইপিএল গভর্নিং কাউন্সিল জানায়, যেকোনো (বিদেশি) খেলোয়াড় যদি নিলামে নিবন্ধন করে এবং দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তিনি টানা দুই মৌসুম আইপিএল এবং আইপিএল নিলামে নিষিদ্ধ হবেন।
তবে কোনো খেলোয়াড় চোট বা চিকিৎসাজনিত কারণে টুর্নামেন্টে অংশ নিতে না পারেন এবং সেটি নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক সত্যায়িত করা হয়, তাহলে ওই খেলোয়াড় নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
পারিবারিক কারণে আইপিএল ২০২৪ আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। দাদীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন এবং দলের হয়ে ভারত সফরেও অংশ নেননি ইংলিশ ব্যাটার। ওই মৌসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন ব্রুক। তবে ২০২৫ সালের মেগা নিলামের আগে ব্রুককে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৫ সালের মেগা নিলামে ৬.২৫ কোটি রুপির বিনিময়ে ব্রুককে আবারও দলে নেয় দিল্লি। এবারও তাকে খেলাতে পারলো না দলটি।
আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। ব্রুকের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। এছাড়া নতুন অধিনায়কের নামও এখনো ঘোষণা করেনি দিল্লি।
২০২৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ব্রুক। ১১ ম্যাচে ২২.১১ গড়ে মাত্র ১৯০ রান করেন। ওই আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে সেঞ্চুরিই ছিল তার সেরা ইনিংস।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
মাঝ সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে ০-১ গোলে হেরেছিলো ফরাসী ক্লাব পিএসজি। এই হারের পর পিএসজির যে অপরাজেয় যাত্রা, তাতে যেন একটু ছন্দপতনই ঘটলো; কিন্তু ফরাসী লিগ ওয়ানে ঠিকই নিজেদের দাপট ধরে রেখেছে তারা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে যে গোলবন্যায় ভাসানো, শনিবার রাতেও সেটা অব্যাহত রেখেছে পিএসজি।
স্টেডে রেনেঁর মাঠে গিয়ে ১-৪ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে ফিরেছে প্যারিসের ক্লাবটি। ম্যাচের ইনজুরি সময়ে গিয়ে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওসমান ডেম্বেলে। বাকি দুই গোল করেন ব্র্যাডলি বারকোলা ও গনকালো রামোস।
এই জয়ের ফলে ফরাসী লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের ধরাছোঁয়ার বাইরে চলে গেলো পিএসজি। ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লুইস এনরিকের শিষ্যরা। ২৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৫। সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯। এ নিয়ে ফরাসী লিগে টানা ৬ ম্যাচ জিতলো পিএসজি।
জোড়া গোল করা ওসমান ডেম্বেলে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৬৪ মিনিটে। যার বদলি নেমেছিলেন, সেই গনকালো রামোসও গোল করেছিলেন।
লিভারপুলের কাছে যে দলটি নিয়ে হেরেছিলো পিএসজি, সেই দলে ৮টি পরিবর্তন আনেন কোচ লুইস এনরিকে। তবুও স্টেডে রেনেঁর মাঠে গিয়ে বেশ দাপট দেখালো পিএসজি। মূলত ২৭তম মিনিটে ব্র্যাডলি বারকোলা গোলের সূচনা করেন।
প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করেন গনকালো রামোস। ২-০ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই ফেরার চেষ্টা করে স্টেডে রেনেঁ। যার ফলস্বরূপ ৩ মিনিট পরই লিলিয়ান ব্রাসিয়ের গোল করে সমতায় ফেরান লিলিয়ান ব্রাসিয়ের।
৬৪ মিনিটে মাঠে নামার পর বেশ কয়েকবার গোলের চেষ্টা করেন ওসমান ডেম্বেলে। তবে সফল হলেন ইনজুরি সময়ে দিয়ে। ৯০+১ মিনটে করেন প্রথম গোল, দলীয় তৃতীয় গোল। এর তিন মিনিট পরই (৯০+৪ মিনিটে) ওসমান ডেম্বেলে করেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল।
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪, মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অনেকের চোখে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই সেরা।
পাঁজরের চোটের কারণে শরীরে টেপ পেঁচিয়ে মুশফিক খেলেছিলেন মহাকাব্যিক সে ইনিংস। যে ম্যাচে শেষদিকে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে ইতিহাসের অংশ হয়েছিলেন তামিম ইকবাল।
এগার নম্বর ব্যাটা মোস্তাফিজুর রহমান যখন রানআউট হন, বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২২৯। ৩.১ ওভার তখনও বাকি। দলকে বাঁচাতে ভাঙা হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাটিংয়ে নেমে যান তামিম। এক হাতে ব্যাট ধরে ওই ওভারের শেষ বলটি খেলেন তিনি।
এরপর তামিমকে আর স্ট্রাইক পেতে দেননি মুশফিক। শেষ জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল খেলে তিনি করেন ৩২ রান। দলের সংগ্রহ পৌঁছে যায় ২৬১ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জেতে ১৩৭ রানের বড় ব্যবধানে।
মুশফিকের ক্যারিয়ারে দল বাঁচানো এমন ইনিংস আছে আরও। তবে ওই ইনিংসটার গুরুত্ব অন্যরকম। হুট করে ওয়ানডেকে বিদায় বলা মুশফিকের সেই ইনিংস আলাদা করে মনে জায়গা করে রেখেছে তার জাতীয় দলের সতীর্থ এবং ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের মনে।
মুশফিকের ওয়ানডে থেকে অবসরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহমু্দউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটি খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উত্সর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতাকেই বোঝায় এবং এমন কিছু যে কোনো ক্রিকেটারকে সবসময় অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। তোমার লাল বলের যাত্রার জন্য শুভকামনা... কিংবদন্তি।’
|
|
|
|
ডিটিভি অনলাইন ডেস্ক:
প্রথম দুই ম্যাচে অনায়াসেই বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছে ভারত। যার ফলে আগেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে রেখেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ‘এ’ গ্রুপের আরেক দল নিউজিল্যান্ডও একইভাবে হারিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানকে। কিউইরও উঠেছে সেমিফাইনালে।
আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচটি নিয়মরক্ষার হলেও কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেটা নির্ধারণ করবে। তাতে সেমিতে অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা- কে কার মুখোমুখি হবে, সেটাও নির্ধারণ হয়ে যাবে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং রানার্সআপ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
নকআউট পর্ব শুরুর আগে এই ম্যাচেই হয়তো প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা সেরে নিতে পারেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। আগের দুই ম্যাচের শুরুর একাদশে এক জোড়া পরিবর্তন করতে পারেন তিনি।
শোনা যাচ্ছিল রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারেন সহঅধিনায়ক শুভমান গিল। কারণ রোহিতের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে। তবে ভারতীয় মিডিয়ার মতে রোহিতকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা কম। তাহলে দুই পরিবর্তন- মানে কাকে কাকে বাদ দেয়া হবে!
ভারতীয় দলে ছয় নম্বরে ব্যাট করছেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন। আজেকর লোকেশ রাহুলকে বিশ্রাম দিয়ে রিশাভ পান্তকে খেলানোর সম্ভাবনা বেশি। যদিও এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। আট নম্বরে নামবেন রবিন্দ্র জাডেজা। হার্দিক এবং জাডেজা থাকবেন ফিনিশারের দায়িত্বে। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। ব্যাটিং অর্ডারের নয় থেকে ১১ নম্বরে নামবেন হর্ষিত রানা, অর্শদিপ সিং এবং বরুণ চক্রবর্তী।
বরুণকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়। তাকে দেখে নেওয়া হতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যদিও প্রথম দু’ম্যাচে ভাল বল করেছেন কুলদিপ। রোববার মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত এক রকম পাকা। তার জায়গায় খেলবেন বাঁ-হাতি পেসার অর্শদিপ সিং।
অন্য দিকে নিউজিল্যান্ডও আজ দু’টি পরিবর্তন আনতে পারে দলে। তিন নম্বরে ব্যাট করতে নামা অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিতে পারে। তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। এছাড়া ব্যাটিং অর্ডারের সাত নম্বরেও একটি পরিবর্তন করতে পারে নিউজিল্যান্ড। মিচেল ব্রেসওয়েলের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ড্যারিল মিচেল।
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গায় আসতে পারেন জ্যাকব ডাফি, উইল ও’রর্ক এবং কাইল জেমিসন। ম্যাট হেনরি বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে ডাফির খেলার সম্ভাবনা রয়েছে।
|
|
|
|
|
|
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ |
............................................................................................. |
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ |
............................................................................................. |
২২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামলো বায়ার্নের, দুর্দান্ত জয় ইন্টারের |
............................................................................................. |
মেসি-সুয়ারেজের মিয়ামিতে খেলবেন ডি ব্রুইনা! |
............................................................................................. |
দুর্দান্ত গোলে আরেক ইতিহাস মেসির (ভিডিও) |
............................................................................................. |
শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর |
............................................................................................. |
হালান্ডের গোল, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের গোলবন্যা |
............................................................................................. |
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স |
............................................................................................. |
কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকেই পেলো পিএসজি |
............................................................................................. |
আজ আবার মাদ্রিদ ডার্বি, শেষ আটে যাবে কে? |
............................................................................................. |
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেই নেই ভারত অধিনায়ক রোহিত |
............................................................................................. |
আবারও ইনজুরিতে নেইমার! |
............................................................................................. |
হঠাৎ আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক, পড়তে পারেন নিষেধাজ্ঞায় |
............................................................................................. |
তিন মিনিটে ডেম্বেলের জোড়া গোল, ধরাছোঁয়ার বাইরে পিএসজি |
............................................................................................. |
‘সেই পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে’ |
............................................................................................. |
ভারতের সামনে আজ নিউজিল্যান্ড, খেলবেন না রোহিত! |
............................................................................................. |
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে ইংল্যান্ড |
............................................................................................. |
আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি |
............................................................................................. |
ফরাসি লিগ ওয়ানে অপরাজিতই থাকলো পিএসজি |
............................................................................................. |
বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম |
............................................................................................. |
ভারতের স্কোয়াড নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন |
............................................................................................. |
১০ জনের দল নিয়েও বিশাল জয় বার্সার |
............................................................................................. |
চেলসিকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ব্রাইটন |
............................................................................................. |
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ফার্গুসন |
............................................................................................. |
প্রতিশোধের ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা |
............................................................................................. |
চেলসির ৫ গোলের বড় জয় |
............................................................................................. |
রোহিত-কোহলিকে নিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট দ্বিধাদ্বন্দ্বে |
............................................................................................. |
ফের অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ, শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে বড় চমক |
............................................................................................. |
তিন দিনে টেস্ট শেষ, তবুও সিডনির উইকেটে সন্তুষ্ট আইসিসি |
............................................................................................. |
কোহলি-রোহিতকে বাদ দিতে বিসিসিআইকে পরামর্শ হরভজনের |
............................................................................................. |
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার ঝুঁকিতে ম্যানচেস্টার সিটি |
............................................................................................. |
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল |
............................................................................................. |
ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু বাংলাদেশের |
............................................................................................. |
বুমরাহর ৫, জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪০৫ |
............................................................................................. |
ভারতের মেয়েদের ধবলধোলাই করলো অস্ট্রেলিয়া |
............................................................................................. |
প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল-সেঞ্চুরি মাহমুদউল্লাহর |
............................................................................................. |
গ্লোবাল সুপার লিগে সৌম্যর ঝলক |
............................................................................................. |
যে কারণে নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত নন সুজন |
............................................................................................. |
১৫ বছরের ব্যবধানে ‘দুই ওয়েস্ট ইন্ডিজ’কে হারালো বাংলাদেশ |
............................................................................................. |
ফুটবলারদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ |
............................................................................................. |
১০ জনকে নিয়ে অবিশ্বাস্য জয়, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের বোতাফাগো |
............................................................................................. |
ভিনিসিয়ুসকে কটাক্ষ করে নিষিদ্ধ হলেন নাবালক দর্শক |
............................................................................................. |
জেতা ম্যাচ সুপার ওভারে গিয়ে হারলো রংপুর রাইডার্স |
............................................................................................. |
ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের |
............................................................................................. |
এবার ফিক্সিং সন্দেহে সাকিবের দল বাংলা টাইগার্স |
............................................................................................. |
সালাহর রেকর্ডের রাতে রোমাঞ্চকর জয় লিভারপুলের |
............................................................................................. |
৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সওয়াল-রাহুল |
............................................................................................. |
পুনে টেস্টও খেলতে পারবেন না উইলিয়ামসন |
............................................................................................. |
শক্তিশালী ইংল্যান্ডের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ |
............................................................................................. |
মিরাজের উপহারের ব্যাট পেয়ে বাংলায় কথা বললেন কোহলি (ভিডিও) |
............................................................................................. |
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
|
|
|
|