ভারতীয় বোলারদের জন্য কঠিন একটি দিন। ব্রিজবেনে দিনের প্রথম সেশনে ভালো করলেও দ্বিতীয় ও শেষ সেশনে ভক্তদের হতাশ করেছেন তারা। শেষ দুই সেশনে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে অসিরা।
ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। প্রথম সেশনে ২ উইকেট নিলেও বাকি ৩ উইকেটে নিতে বড্ড দেরি করে ফেলেছেন তিনি। বুমরাহর ফাইফারের আগেই চতুর্থ উইকেটে হেড ও স্মিথের ২৪১ রানের জুটিতে ম্যাচের দৃশ্যপট সম্পূর্ণ বদলে দিয়েছে অস্ট্রেলিয়া।
গাবা স্টেডিয়ামে বৃষ্টির কারণে গতকাল শনিবার প্রথম দিনে খেলা হয়েছিল মোটে ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করেছিল টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। আজ রোববার দ্বিতীয় দিনে ৪৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় অসিরা।
দলীয় ৭৫ রানে ৩ টপঅর্ডার উসমান খাজা, নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেনের হারায় অস্ট্রেলিয়া।
ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে খাজাকে (৫৪ বলে ২১) উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতের বানান বুমরাহ। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে পরের ওভারেই আরেক ম্যাকসুইনিকেও (৪৯ বলে ৯) তুলে নেন তিনি। লাবুশেন থিতু হয়ে থাকলেও স্কোর বড় করতে পারেননি। ৫৫ বলে মাত্র ১২ রান করে নিতীশ কুমার রেড্ডির বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ হন তিনি।
দল যখন চরম বিপদে পড়ে ধুঁকছিল, তখনি প্রতিরোধ গড়ে তোলেন হেড ও স্মিথ। চতুর্থ উইকেটে ২৪১ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। স্মিথ টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চরি হাঁকিয়ে আউট হলে জুটি ভাঙে।
১৯০ বলে ১০১ রান করে বুমরাহর বলে প্রথম স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ হন স্মিথ। দীর্ঘ ১৮ মাস পর টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পথে ১২টি চার হাঁকান ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন স্মিথ। সেঞ্চুরি হাঁকানোয় তার সামনে আছেন কেবল রিকি পন্টিং (৪১টি)।