চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের চার সদস্য গ্রেফতার
4, February, 2025, 11:17:47:AM
ডিটিভি অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক পৃথক অভিযানে চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, গ্রেফতার আরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য, সুমন যুবলীগের সক্রিয় সদস্য, ইমরান আওয়ামী লীগের সদস্য এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।