রংপুর সিটি নির্বাচন : ভোটারদের বলবো ফৌজদারি মামলার আসামিদের ভোট দিবেন না : ড. তোফায়েল আহমেদ
21, December, 2017, 1:26:9:PM
গত বছর যারা কাউন্সিলর ছিলেন, তাদের মধ্যেও কিন্তু ৫ জন ফৌজদারি মামলার আসামি ছিলেন, তাদের তো কিছুই হয়নি। তারা দিব্যি কাউন্সিলরের দায়িত্ব পালন করে গেছেন। এইবার যারা নমিনেশন পেয়েছেন, তাদের মধ্যেও ৪৪ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এটা ভোটারদের বিবেচনা করার ব্যাপার, তারা কাকে ভোট দিবে? যদি প্রকৃতপক্ষে কারো বিরুদ্ধে মামলা থেকে থাকে, যদি কেউ প্রকৃতপক্ষে অপরাধ করে থাকে, যদি কেউ অযোগ্য থাকে, তাদের ভোট দেওয়া উচিত হবে না। তাদের ভোট দেবনে না। রংপুর সিটি নির্বাচনের নমিনেশনপ্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে প্রশ্নের জবাবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এভাবেই বলেন তিনি। তিনি আরও বলেন, রংপুর সিটির প্রত্যেকটা ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আদালতের ম্যাজিস্টেট আছেন, পুলিশের দাক্সগা বাহিনী আছে। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্বে আইনুনাগ ব্যবস্থা নেয়া উচিত সঙ্গে সঙ্গে। এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, এরশাদ যদি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেন, নির্বাচন কমিশনার কিছু বলছে না কেন। এরশাদের ব্যাপারে যেটা হচ্ছে, উনি ভোটার। ওইখানের ওনার কাজ তো ভোট দেয়া। এখন দেখতে হবে উনি কোনো রাষ্ট্রীয় সুবিধা নিচ্ছেন কিনা, যদি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে উনি ভোট দিতে যান, সেটা অপরাধ হবে। উনি যদি কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা না নিয়ে ওখানে থাকেন এবং ভোট দিয়ে চলে আসেন তাহলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে না।