ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে ১৯৬২ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশের মাধ্যমে পরিচালনা করার কথা থাকলেও তা মানছেন না প্রতিষ্ঠানের মালিকরা। ২০০৭ সালেও একটি বিধিমালা করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করা হয় নি। এখন সবাইকে নিবন্ধন করতেই হবে। নতুন বিধিমালায় ইংরেজি মাধ্যম স্কুল গুলোর ওপর সরকারি তদারকি বাড়ানো হবে। এখন আর স্কুল কতৃপক্ষ ইচ্ছে করলেই বেতন ও ফি বাড়াতে পারবে না। বাড়াতে হলে শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন করে এডিসির (শিক্ষা) অনুমোদন নিতে হবে। ইংরেজি মাধ্যম স্কুল দু’ধরনের আছে। এক ধরনের স্কুল সম্পূর্ণ বিদেশীদের দ্বারা পরিচালিত। তাদেরকেও এই নীতিমালার আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হলো, দুই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। তাই সমন্বিত শিক্ষা দরকার। নিবন্ধন ও ফি নির্ধারণ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যারা আমাদের দেশের জাতীয় বন্ধের দিনও স্কুল খোলা রাখে। এ ছাড়া কোনো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে জাতীয় সংগীত শেখানো হয় না। এ বিষয়ে সরকারের যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।