বাংলাদেশ ও ভারতে ২৭ অক্টোবর মুক্তি পাবে ‘ডুব’। বাংলাদেশের তিশা আর ভারতের ইরফান খান অভিনীত এই সিনেমার প্রচারণা শুরু হয় ১৪ অক্টোবর থেকে। ‘ডুব’ প্রচারণার কাজে তিশার সঙ্গে রয়েছেন এ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যান্ড চিরকুট।
চলচ্চিত্রটি প্রসঙ্গে তিশা বলেন, ‘বর্তমান সময়টা আমি ডুব নিয়েই ব্যস্ত থাকব। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ডুব নিয়ে অনেক কথা অনেকেই বলছে, কথা চলছে। আর কী নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে আমার ভাবনা জরুরি নয়। চলচ্চিত্রের গল্প বা ভেতরে কী আছে, সেটা দর্শককে হলে গিয়ে ছবিটি দেখে বিচার করতে হবে। তবে আশা করি, ছবিটি ভালো কিছুই উপহার দেবে দর্শককে।’
তিনি আরও বলেন, ‘ইফরান খানের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাটা সত্যিই বেশ ভালো ছিল। এছাড়া পুরো টিমটি অনেক ভালো কাজ করেছে। আশা করছি, ছবিটি দর্শকদের প্রত্যাশার জায়গাটা পূরণ করবে।’ ‘ডুব’ মুক্তির আগে ‘স্যাটারডে আফটারনুন’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। এ ছবিও পরিচালনা করবেন মোস্তফা সরয়ার ফারুকী।
এ ছবিতে তিশাকে দেখা যাবে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির বিপরীতে। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার এত পরিকল্পনা থাকে না। যখন কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তখন গল্প, স্ক্রিপ্ট, চরিত্র ভালো লাগলে রাজি হয়ে যাই। নতুন ছবিটিতেও নানা চমক থাকবে।’ এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত নতুন চলচ্চিত্র ‘হালদা’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। এই চলচ্চিত্রে একজন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। প্রসঙ্গত, ‘ডুব’ ছবিতে আরো অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্নো মিত্র প্রমুখ।