ইরানের আলুর উৎপাদন বাড়াতে হল্যান্ড বীজ ও প্রযুক্তিগত সহায়তা ছাড়াও উন্নত আলুচাষ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেবে। তেহরানে দুটি দেশের এক যৌথ সেমিনারে মঙ্গলবার এ তথ্য দেয়া হয়। এ সেমিনারে আলু চাষি থেকে শুরু করে খামারি ও আলু ব্যবসায়ীরা অংশ নেন। ইরানে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত সুসানা টারস্টাল বলেন, দুটি দেশের আলু চাষ বিশেষজ্ঞরা তাদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে কৃষিতে ইরনের নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেব গড়ে তুলতেও হল্যান্ড সহায়তা দিয়ে যাবে। দুটি দেশের মধ্যে কৃষিতে এক নতুন অংশীদারিত্ব সৃষ্টিতে এ সেমিনার বেশ সহায়ক হবে।
ইরানের উপ-কৃষিমন্ত্রী আব্বাস কেশাভারজ বলেন, তার দেশ বছরে ৫০ লাখ টন আলু উৎপাদন করে। উৎপাদিত আলুর ৫ থেকে ৬ লাখ টন আলু রফতানি করা হয়।
তেহরানে আলু নিয়ে সেমিনারের আয়োজক ছিল হল্যান্ড দূতাবাস, ইরানের আলু বীজ উৎপাদক ও ওয়েজেনিয়ান ইউনিভার্সিটি এন্ড রিসার্চ। ফিনান্সিয়াল ট্রিবিউন