ইরান এক আন্তর্জাতিক দরপত্র আহবান করে ৪ লাখ টন ভুট্টা ও বার্লি কেনার কথা ঘোষণা করেছে। আগামী ১৭ ডিসেম্বর এ দরপত্র জমা দেয়ার শেষ দিন। ২ লাখ টন ভুট্টা ও ২ লাখ টন বার্লি কিনবে দেশটি। চারটি কনসাইনমেন্টে এসব বার্লি ও ভুট্টা ইরানে সরবরাহ করতে হবে। আগামী জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভুট্টা ও ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বার্লি সরবরাহের সময় বেঁধে দেয়া হয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন