দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’’ এ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বজ্রপাত নিরোধক হিসাবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের গ্রামীণ রাস্তার দু’পাশে তালগাছ/ তালের বীজ রোপণ কর্মসূচী-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ১১টি ইউনিয়নের বাস্তবায়নে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মোট ৪’শ তালগাছ/তালের বীজ রোপণ করা হয়। উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তালগাছ/তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার মো: আল আমিন, বাইশগাঁও ইউপি মেম্বার ফয়সাল বাবুল, আবদুল হক ওমানী, ছাত্রলীগ নেতা আজিম উদ্দিন বাহারসহ আরো অনেকে।