নগরকান্দায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ -প্রেক্ষাপট-তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
8, March, 2023, 7:02:40:PM
নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দায় জেলা পরিষদ হলরুমে ৭ই মার্চ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় আলোচনা সভায় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহন করেন।আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা শেষ করেন।