ঢাকা শহরে সাম্প্রতিক জলাবদ্ধতা ও দেশে বায়ু দূষণের তীব্র অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে মানববন্ধন করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি’। সোমবার বেলা একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ‘বাঁচলে খাল, বাঁচবে ঢাকা; বিশুদ্ধ বায়ু, সুস্থ বাংলাদেশ’ এ স্লোগানে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাসুদ পারভেজ বলেন, ‘অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ, আবাসন তৈরী ও যেখানে-সেখানে বর্জ্য ফেলার কারণে সামান্য বৃষ্টিপাত হলেই শহরগুলোতে জলাবদ্ধতা তৈরী হয়। এতে সাধারণ মানুষ দূর্ভোগে পড়ছে । তাই এসব সমস্যা সমাধানে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বাড়াতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, সংগঠনটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন তানভীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।