সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের সংবাদের রামু (কক্সবাজার) প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যচেষ্টার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টা থেকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক গণমুখের সম্পাদক মো. আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংবাদিক আব্দুল আজিজ, সাদেক আলী, রেজাউল সরকার আঁধার, প্রতিদিনের সাংবাদের গাজীপুর প্রতিনিধি মো. হাসমত আলী, টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুছা, শ্রীপুর প্রতিনিধি রাজীবুল হাসান, কালিয়াকৈর প্রতিনিধি মো. খোরশেদ আলম, কাপাসিয়া প্রতিনিধি শফিকুল আলম সবুজ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকগণ দিদারুল আলম জিসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।