পশ্চিমবঙ্গে রাম নবমির মিছিলে সংঘর্ষে নিহত ৩, জারি ১৪৪ ধারা
27, March, 2018, 3:28:10:PM
ভারতের পশ্চিমবঙ্গে রাম নবমির অস্ত্র মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত ও আরো চারজনের আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। তারা ধর্মীয় অনুষ্ঠানের নামে অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে সংখ্যালঘুদের ভীতি প্রদর্শনের জন্য হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সমালোচনা করেছে। এদিকে সোমবার ১৪৪ ধারা জারি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় রামনবমির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে শেখ শাজাহান (৫০) নামে এক মুসলিমসহ আরও দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় কদম আলী নামে স্থানীয় এক বাসিন্দা ও পুলিশের ডিএসপি সুব্রত পালসহ তিন পুলিশ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রসহ মিছিল করাকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার আরসা থানা এলাকার বেলদি ভুরসা গ্রামে স্থানীয় বাসিন্দা ও বজরং দলের সদস্যদের মধ্যে বচসা ও পরে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি দোকান ও কয়েকটি মোটরবাইকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাহিনী গোলযোগ থামাতে গেলে তারাও আক্রান্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।