নজরুল শেখ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় পল্লী প্রাণী চিকিৎসকদের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ মার্চ সকাল ১০ টায় নগরকান্দা কেজি স্কুল মাঠে কনফারেন্সে উপস্থিত ছিলেন ডাক্তার আসাদ নাভানা ফার্মা ভেটেনারি বিভাগ, নগরকান্দা প্রাণীসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী মুকুল হোসেন মৃধা, ডাক্তার মোঃ গোলাম আজম এম এস ইন- মেডিসিন (হাবিপ্রবি), মোঃ দাউদ নাভানা ফার্মা এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান মাহফুজ, ও নাভানা ফার্মা মার্কেটিং ম্যানেজার বিল্লাল হোসেন বিল্লাল, চিকিৎসক ওবায়দুর রহমান, চিকিৎসক মনির হোসেন মনির, চিকিৎসক রিপন, চিকিৎসক ইলিয়াস মোল্লা, ও আরো অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকুল হোসেন মৃধা,ভেটেনারি উদ্দেশ্যে তিনি বলেন গরু ও ছাগল অসুস্থ হইলে কোন রোগের কোন মেডিসিন প্রয়োগ করতে হবে সে বিষয়ে আলোচনায় তুলে ধরেন চিকিৎসকদের মাঝে । নাভানা ফার্মা এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান মাহফুজ তার নিজ হাতে সমস্ত চিকিৎসকদের মাঝে একটি করে ব্যাগ, প্যাড, কলম উপহার হিসেবে প্রদান করেন।