বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন (২য় পর্যায়) এর উদ্যোগে হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত র্যালিটি কৈচাপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান আবু হানিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মোঃ মাহমুদুর রহমান, কৈচাপুর গ্রাম আদালত সহকারী স্বাধীন রিছিল, ইউপি সদস্যা রওশন আরা।
সভায় বক্তারা স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।