জিসানের ওপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
26, October, 2017, 2:58:24:PM
সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজারের রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই কর্মসুচিতে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব উন্নয়ন কমিটির চেয়ারম্যান দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আমান উল্যা আমান, দৈনিক সকালের খবরের প্রতিনিধি নারায়ন রবিদাস, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শরীফ আহমেদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আনিছুর রহমান সুজন, ভোরের ডাকের প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবরের প্রতিনিধি সাকিল হাসান, দৈনিক চাঁদপুর বার্তার প্রতিনিধি তাপস চক্রবর্তী প্রমুখ ।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুল করিম পারভেজ পাটওয়ারী, আমিনুল ইসলাম খোকন, স্বপ্ন রক্তদান সমাজকল্যান ফাউন্ডডেশন চাঁদপুর শাখার সদস্য, রাকিব হোসেন, মেহেদী হাসান রিদয়, জয়নাল হোসেন, আফসার উদ্দিন শুভসহ আরো অনেকে।
মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকগণ দিদারুল আলম জিসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।