বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন দিনব্যাপী বরগুনা, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ মঙ্গলবার শুরু হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
প্রশিক্ষণে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিকের সাংবাদিক অংশ গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠান ও সাংবাদিকদের সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হবে।