বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর বৃহস্পতিবার ডাকা আধাবেলা হরতাল চলছে। সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে থেমে থেমে মিছিল করছে কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন । এছাড়া সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা সকাল থেকে পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।
সকালে হরতাল শুরুর পর থেকে এখন পর্যন্ত কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো। বামদের এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি, বিকল্পধারা, নাগরিক ঐক্য ও জেএসডি। এছাড়া তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিও এ হরতালে সমর্থন জানিয়েছে। সকালে হরতালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেসময় শাহবাগে কিছু সময়ের জন্য গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।