বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসুচি মানববন্ধন পালন করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছে বিনপির হাজার হাজার নেতাকর্মী।
পূর্ব ঘোষতি কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৯টায় থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে নেতাকর্মীরা। মানববন্ধন কর্মসুচি আনুষ্ঠানিকভাবে বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সে জন্য রাজধানীর সর্বোত্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।