নওগাঁ জেলা প্রেসক্লাবে ভাঙচুর ও সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
7, November, 2017, 5:27:26:PM
নওগাঁ জেলা প্রেসক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সভাপতির উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকা ‘প্রথম সংবাদের’ সম্পাদক আজাদ হোসেন মুরাদসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছে নওগাঁয় কর্মরত সাংবাদিকরা।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সময় সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, ইমদাদুল হক সুমন, আসাদুর রহমান জয়, রতন ইসলাম, রায়হান আলম, বেলায়েত হোসেন, সাদেকুল ইসলাম, এমআর রকি, রউফ পাভেল, বাবুল আখতার রানা, ওমর ফারুক, হারুন অর রশীদ চৌধুরী, সাজেদুর রহমান সাজু, নাজমুল হুদা, একে সাজু প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির বাদী জানানো হয়। আর মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, গত রোববার বিকেল ৩টায় আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে অজ্ঞাত ১০/১২জন সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসব কাজে বাধা দিতে গেলে প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি কায়েস উদ্দীনকে মারধর করে গুরুত্বর আহত করে। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।