শশা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
1, February, 2023, 8:36:28:PM
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের নগরকান্দার ৬৩ নং শশা সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সকালে শশা সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তালুকাদার নাজমুল হাসান, মৎস্যজীবি লীগের ফরিদপুর জেলা আহবায়ক কাজী আঃ সোবহান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম, সিটি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, সরকারি শহীদ সরোয়ার্দী কলেজের প্রভাষক মোঃ রেজাউল করীম প্রমূখ।