মো.মনিরুল আলম, কালীগঞ্জ (গাজীপুর): ওসি’র নির্দেশে মাদক কারবারিকে ছেড়ে দিয়ে রিকশা চালকের নামে মাদকের মামলা দিল এসআই আব্দুর রহমান শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে থানায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ২৫ জুন বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে ও উপ-পরিদর্শককে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং প্রকৃত ঘটনা জানানোর জন্য সাংবাদিকদেরকে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে তার দ্ববী করে বলেন সংবাদটি সর্ম্পণ বানোয়াট ও ভিত্তিহীন। এসময় উপস্থীত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, সাংবাদিকরা জাতির দপর্ণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এটা সবারই প্রত্যাশা। প্রকাশিত সংবাদটি মিথ্যে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।