এদিকে বখাটে ইমনের ফাঁসির দাবিতে বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে পারভীন সিরাজ মহিলা কলেজের উদ্যোগে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেন্দুয়া ডিগ্রি কলেজ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমি, সায়মা শাহজাহান একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, পারভীন সিরাজ মহিলা কলেজের প্রভাষক লুৎফুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবীর আহম্মেদ খান রুজেল। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পুলিশ জানায়, কেন্দুয়া পারভিন সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল আক্তার শান্তিবাগ মহল্লায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতো। একই এলাকার সোহাগের শ্যালক বখাটে ইমন কয়েকদিন ধরে ভগ্নিপতির বাসায় অবস্থান নেয়। সেখানে থেকেই সে মেয়েটিকে উত্যক্ত করতো।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইমন ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকালে জান্নাতুলকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে শান্তিবাগ মহল্লার বাড়ির পাশেই ফেলে রাখে। খবর পেয়ে ভাড়া বাসার মালিক হাবুল এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিভিন্ন র্সোস ও প্রযুক্তির সহায়তায় কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহান সরকার পিপিএমের নের্তৃত্বে একদল পুলিশ রাতে মোহনগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে ইমনকে আটক করে। পরবর্তীতে বুধবার বিকালে আহত জান্নাতুলের পিতা লতিফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে ইমনকে আদালতে সোপর্দেরে মাধ্যমে রিমান্ড চাওয়া হবে বলে জানান সার্কেল এসপি মো. সোহান সরকার।