ভারতের পশ্চিমবঙ্গ ও গোপালগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে সোমবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ একটি প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রচুর দর্শক সমাগমে খেলাটি ছিল আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ। খেলায় জয়লাভের জন্য উভয় দলের প্রতিযোগিতা ছিল চরমে। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় খেলাটি ড্র হয়। বিকাল ৩ টায় খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. ফিরোজুল আহসান সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।