রূপগঞ্জে ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাঁড়ু মিছিল
11, November, 2017, 1:14:30:PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহ মানুষের জমি জাল-জালিয়াতি করে আত্বসাত, জমি না কিনেই জোরপুর্বক বালু ভরাটের প্রতিবাদে ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি তেল কোম্পানির নিয়োজিত ভুমিদস্যু ও জালিয়াত চক্রের বিরুদ্ধে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কোম্পানির দায়িত্বে থাকা ভুমিদস্যু ও জালিয়াত চক্রের হোতাদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেন। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হারিন্দা এলাকায় মানববন্ধন কর্মসুচী ও ঝাঁড়ু মিছিল বের করেন। এর আগে, গত বৃহস্পতিবার রাতে জাল-জালিয়াতির মাধ্যমে জমি আত্বসাতের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী জালিয়াত চক্রের হোতা আব্দুল আউয়ালের অফিস ভাংচুর করে। এতে এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, হারিন্দা এলাকায় ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি তেল কোম্পানির প্রতিনিধি হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল আউয়াল, আমিনুল ইসলাম (ঝিনু), ইউসুফ আলীসহ তাদের একটি সিন্ডিকেট ওই কোম্পানির বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন। গত দুই মাস ধরে ড্রেজিংয়ের মাধ্যমে ওই কোম্পানির ক্রয়কৃত জমির পাশাপাশি নিরীহ কৃষকদের জমিও ভরাট করে ফেলে। কৃষকরা বার বার প্রতিবাদ করলে মামলা-হামলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করা হয়। শুধু তাই নয়, রুবেল মাহমুদের ৪ শতাংশ, মোস্তফা মিয়ার ৫ শতাংশসহ বেশ কয়েক জন কৃষকের জমি জাল-জালিয়াতি করে রেজিষ্ট্রি করে নেয় ওই ভুমিদস্যুরা। বিশেষ করে স্থানীয় কৃষক আলীনুর মিয়া, সেরাজুল মোল্লা, ছানাউল্লা মোল্লা, জাকির হোসেন, লাবলু মিয়া, নুর হোসেন, আব্দুল আজিজ, বাসির উদ্দিন, সহিদূল মোল্লার, সুলতানুর আরেফীন জুলফিকার মোল্লাসহ ৩০টি পরিবারের প্রায় দুই একর ফসলি জমিতে বালি ফেলে তাদের জমি দখলে নেয়ার পায়তারা করে তারা।
গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাইনুদ্দিন, জসিম, বাচ্চু, জহিরুলের প্রায় ৫ বিঘা জমি মিছির আলী, মমিন ও সাফিয়া নামে এক নারীকে ভুয়া দাতা দার করিয়ে জাল-জালিয়াতি করে রেজিষ্ট্রি করে নেয়ার পায়তারা করে জালিয়াত চক্রটি। পরে খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জ রেজিষ্ট্রি অফিসে গিয়ে জালিয়াত চক্রের হোতাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং জালিয়াতি করে রেজিষ্ট্রি করতে পারেনি। এক পর্যায়ে ওই দিন রাতেই পিতলগঞ্জ (চেয়ারম্যান বাড়ি ষ্টেশন) এলাকায় ভুমিদস্যু ও জালিয়াত চক্রের হোতাদের অফিস ভাংচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পরের দিন (আজ)শুক্রবার বিকেলে ভুক্তভোগী জমির মালিকসহ এলাকাবাসী জালিয়াত চক্রের হোতাসহ ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী, ঝাঁড়ু মিছিল বের করেন।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জালিয়াত চক্রের বিচার আমিও চাই।
এ বিষয়ে অভিযুক্ত ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রব্বানীর বলেন, জাঙ্গীর মৌজায় বেশ কিছু পরিমাণ জমি তাদের নামে ক্রয় করা হয়েছে। কোন জাল জালিয়াতির জমি ক্রয় করিনি ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, জাল-জালিয়াতি চক্রের হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।