মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ অহিদ উল্লাহ মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাসানুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ওসমান গনি ভূঁইয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মহিলা সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদের মিলু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু, তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জি: জাকির হোসেন সাগর, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খাঁন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি শফিকুর রহমান তালুকদার, বর্তমান সাংগঠনিক সম্পাদক এম.এ করিম খাঁন, সাবেক ব্যাংকার মজিবুর রহমান, চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, আল আমিন ভূঁইয়া, কামাল হোসেন, আবদুল হান্নান হিরণ, ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মাওলানা আবুল বাশার, আবুল বাশার বাঙালী, লায়ন গাজী গোলাম সরোয়ার, হাজী মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, বশির উল্লাহ বাচ্চু, দুর্জয় সাহা, অহিদুজ্জামান অপু, ইঞ্জি: আবদুল মন্নান, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেতারা আক্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মোঃ জাকির হোসেন, বাহরাইন প্রবাসী আবদুল আজিজ কিং, সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান ভূঁইয়া শামীম, সদস্য ইমরান হোসেন তালুকদার, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলনসহ আরো অনেকে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।