বৈরী আবহাওয়া উপেক্ষা করে কলাপাড়ায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ পালিত হয়েছে। “দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা,আসুন দুর্নীতি প্রতিরোধ করি’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভির রহমান।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম মঞ্জুরুল আহসান। এ ছাড়া এ সময় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন মো. ফারুক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাঈন উদ্দিন আহম্মেদ, নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো.মাছুম বিল্লাহ, বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের রাজিব আহসান প্রমুখ বক্তব্য রাখেন । এ অলোচনা সভায় কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কলাপাড়ার অনেক অফিসে যেভাবে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত এই স্লোগানকে মনে রেখে পরিবার থেকে আমরা দুর্নীতি প্রতিরোধ শুরু করতে পারি এবং বলতে পারি আমি এবং আমার পরিবার দুর্নীতি মুক্ত। কলাপাড়া নির্বাহী কর্মকর্তা মো.তানভির রহমান বলেন, দুর্নীতি মানে কি শুধূ পয়ষা করি নয় ছয় করা। এ অর্থনৈতিক দুর্নীতি ছাড়াও আরও অনেক দুর্নীতি আছে, যেমন- আমার একটি ফাইল আজ ছেড়ে দেয়ার কথা, সেটি যদি না ছাড়ি, আমার অফিসে যদি কাউকে ঢুকতে না দেই সেটাও দুর্নীতি। তিনি আরও বলেন, ভবিষ্যতে দুর্নিতী প্রতিরোধ অভিযান আরও কঠোর হবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ন পদক্ষেপ নিচ্ছেন।