মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। সম্প্রতি উপজেলার বিপুলাসার বাজারে প্রধান অতিথি থেকে কার্যালয়টি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজু, মনিরুজ্জামান ভূঁইয়া, মাহফুজুল হক মজুমদার, আবু বকর সিদ্দিক, নুরুল আলম হিরন, চেয়ারম্যান শাহীন জিয়া, আবদুল হান্নান হিরণ, মাষ্টার রুহুল আমিন, আল আমিন ভূঁইয়া, মহিন উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মো. জসিম উদ্দিন, বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম সুমন, সদস্য সচিব আবু আহাদ রনিসহ দলীয় নেতৃবৃন্দ।