রক্তদান কর্মসূচী করলো ইনার হুইল ক্লাব ঢাকা মিডটাউন
28, November, 2022, 4:55:16:PM
স্টাফ রিপোর্টার:
‘রক্ত দিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ নোভো টাওয়ারে এক রক্ত দান কর্মসুচির আয়োজন করে ইনার হুইল ক্লাব অফ ঢাকা মিডটাউন।
এই মহতি অনুষ্ঠানে ২০ ব্যাগের অধিক পরিমাণ রক্ত সংগৃহীত হয়। এই রক্ত বিনামুল্যে অসহায় মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হবে। এসময় ওফি চেয়ারম্যান মাননীয় শামছুননাহার হক, ওফি সেক্রেটারী শামীম খন্দকার, ক্লাবের প্রেসিডেন্ট নাসরীন রহমান, জিনাত আকন্দ ও অনান্য সদস্য উপস্থিত ছিলেন।