নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় নবান্ন উৎসব পালিত হয়েছে। উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উত্তম কুমার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তুরী কুইন, করনেশন হল সোসাইটির সাধারন সম্পাদক নাট্য ব্যক্তিত্ব এস.এম জহুরুল ইসলাম ইদুল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল করিম তরফদার, মোসাদ্দেক হোসেন সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার চত্বরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নবান্ন উৎসবের বিভিন্ন গান ও নৃত্যানুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।