মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চা খাওয়ান বাজিতপুরের আছর আলী
27, March, 2018, 3:03:21:PM
টাঙ্গাইলের বাজিতপুর গ্রামের আছর আলী। ১৯৭১ সালে বয়স কম বলে মুক্তিযুদ্ধে যেতে পারেননি। আর তাই রয়েছে দুঃখ। সেই দুঃখবোধ থেকেই দীর্ঘ ৩৫ বছর ধরে বিনামূল্যে চা খাওয়াচ্ছেন মুক্তিযোদ্ধাদের। বাজিতপুর বাজারেই তার মুক্তিসেবা টি স্টল। মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর এমন শ্রদ্ধা আর ভালোবাসায় মুগ্ধ তারা পরিবার ও স্থানীয়রা।
১৯৭১ সালে দেশকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে যখন মরিয়া বাংলার সূর্য সন্তানরা। আছর আলী তখন মাত্র ১১ বছরের শিশু। তাই হয়তো যেতে পারেননি রণক্ষেত্রে। আর সেটি নিয়েই তার রয়েছে দুঃখবোধ।
মুক্তিযোদ্ধারে প্রতি আছর আলী শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাজিতপুর বাজারের গড়ে তোলেন মুক্তি টি স্টল নামের একটি দোকান। যেখানে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চা খেতে পারেন । মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় পেলে তাকেই বিনামূল্যে চা খাওয়ান আছর আলী। আর এ সেবা তিনি দিয়ে আসছেন দীর্ঘ ৩৫ বছর ধরে। তার এমন দেশপ্রেম দেখে মুগ্ধ মুক্তিযোদ্ধারাও।
দোকান থেকে যা আয় হয় তা দিয়েই চলে আছর আলীর সংসার। মাথা গোজার ঠাঁই বলতেও আছে দোচালা টিনের ঘর। তারপরও ক্ষোভ নেই পরিবারের। বরং তার এমন দেশ প্রেম তাদের মুগ্ধ করেছে।
চা বিক্রেতা আছর আলী বলেন, দোকান দেবার আগে কিনে খাওয়ানো হতো। আর দোকান দেবার পরে মুক্তিযোদ্ধাদের এমনিতেই টাকা ছাড়া খাওয়াতে ভালো লাগে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে বলেই এই স্বাধীন দেশে বসবাস করছি।
একজন চা বিক্রেতা হয়েও মুক্তিযোদ্ধাদের প্রতি এমন শ্রদ্ধা আর দেশপ্রেম শুধু টাঙ্গাইলই নয়, ছড়িয়ে পড়ুক সব প্রজন্মের মাঝে স্বাধীনতার মাসে এটাই সবার চাওয়া ।