ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-সিপিসির উদ্বোধন করেন।
বিভিন্ন কমিটির বৈঠক ও সেমিনারের মধ্য দিয়ে ১ নভেম্বর থেকে ইতোমধ্যে এই সম্মেলন শুরু হয়ে গেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়—কনটিনিউনিং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস। সম্মেলন শেষ হবে আগামী ৮ নভেম্বর।
সিপিএভুক্ত ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের ১১০টি ব্রাঞ্চের জনপ্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছেন। গতকাল পর্যন্ত প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-সিপিসি’র ভাইস প্যাট্রন, আর দ্য গ্রেট বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ সিপিএর প্যাট্রন।
সিপিএ ও বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে। সিপিএর মূল সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (বিআইসিসি) কেন্দ্রে হবে। অন্যান্য সভা ইতোমধ্যে হোটেল রেডিশন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে।