রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুইদিনের সফরে আজ সোমবার গাজীপুর যাচ্ছেন। তিনি ১৯৭১ সালের ১৯মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে শহীদ বরকত স্টেডিয়ামে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৯মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন সবুজ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকাল ৪টায় গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ১৯মার্চের হাইকমান্ডের তিনজন, এ্যাকশন কমিটির ১২জন, শহীদ ৪জন ও দুইজন আহতসহ মোট ২১জনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্য ও কোরাস পরিবেশনা করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ১৯মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের সংগঠক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
পরদিন ২০ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টায় তিনি গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে কারা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন করবেন। তিনি কারাগার প্রাঙ্গণে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। ওই দিন বিকেল ৩টায় রাষ্ট্রপতি গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।