জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৮৭ বছর পার করে ৮৮-তে পা রাখলেন। তার জন্মদিন উপলক্ষে রংপুর ও ঢাকায় দলের নেতাকর্মীরা সোমবার মধ্যরাতে কয়েক দফায় কেক কেটেছেন।
দলীয় নেতাদের নিয়ে এরশাদ রাত ১২টা ১ মিনিটে বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কে বিশাল আকৃতির কেক কাটেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ১৯৩০ সালের ২০ মার্চ এরশাদ জন্মগ্রহণ করেন।
এরশাদের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় ও কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হবে। সকালে বনানী কার্যালয়ে দলীয় চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গতকাল রাতেই বিশাল আকৃতির কেক নিয়ে হাজির হন এরশাদের বাসায়, পরে তিনি কেক কাটেন।