ঢালিউডের সুদর্শনা নায়িকা পরীমণির জন্মদিন আজ (মঙ্গলবার, ২৪ অক্টোবর)। এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটানোর জন্য নানা পরিকল্পনা করেছেন তিনি। জানালেন, দুপুরে রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সময় কাটাবেন। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেবেন। এছাড়া দিনের শুরুতে পরিবারের নিকটজনদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন এই নায়িকা। ঘরোয়া আয়োজনের কিছু ছবি ফেসবুক পাতায় প্রকাশ করেছেন পরী। সন্ধ্যায় আয়োজন করেছেন জন্মদিনের বিশেষ পার্টি। বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের নিয়ে সেই আয়োজনে উপস্থিত থাকবেন তিনি।
রাজধানীর এক রেস্তোরাঁয় সন্ধ্যায় আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য পোশাকের রং চূড়ান্ত করে দিয়েছেন তিনি। পরীমনি বলেন, ‘আমার জন্মদিনের অনুষ্ঠানে সবাই নীল আর সাদা রংয়ের পোশাক পরবেন।’ নীল আর সাদা কেন? পরীমনি হেসে বলেন, ‘আমার নাম পরী, তাই সবাইকে নীল বা সাদা রংয়ের পোশাকের কথা বলেছি।’ নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন পরীমণির। এই নায়িকার ‘স্বপ্নজাল’ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’এরইমধ্যে দর্শকের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে। সুপারহিট ছবি ‘মনপুরা’নির্মাণের পর দীর্ঘ বিরতি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম এবার নির্মাণ করছেন ছবিটি। এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এরইমধ্যে ছবিটির শুটিং ও ডাবিং শেষ হয়েছে। দর্শকেরও আগ্রহ তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। ঢালিউডের এই গ্ল্যামার কন্যা মনে করেন ‘স্বপ্নজাল’তার সিনেমা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে। পরী বলেন, এই ছবিটিতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। শুধু এটুকু বলবো, ছবিটি দর্শকের মাঝে সাড়া জাগাবে। এবারের জন্মদিনে পরীমণি কত বছরে পা রাখতে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ২১ বছরে পা রাখবো। সবাই দোয়া করবেন যেন আগামী দিনগুলো সিনেমায় ভালো কিছু করতে পারি। নতুন সিনেমার খবর জানতে চাইলে পরী বলেন, নিজেকে গুছিয়ে ভালো কিছু সিনেমায় কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েকজন নির্মাতা যোগাযোগ করছেন। আমি ঠিক করেছি, একটা কাজের মাঝে আরেকটা কাজ করবো না। দর্শকের মাঝে অভিনয় নৈপুণ্যে টিকে থাকতে চাই।