তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মাদক সকল অপরাধের মূল। দেশ ও জাতিকে মাদক থেকে রক্ষা করতে হবে, এজন্য সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে। অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে, মাদক দ্বারা কেউ আসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেধাবী, প্রযুক্তি নির্ভর, তারুণ্যদীপ্ত প্রজন্ম গড়তে হবে।
তিনি বলেন, মাদকসেবীরা দেশ ও জনগণের শত্রু। মাদক ব্যবসায়ী, সেবনকারী সবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, প্রশাসনকে তথ্য দিতে হবে। তথ্য দিতে ফোন করতে হবে জরুরি নম্বর ০৯৬১২০০০২২২। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে মাদকমুক্ত কমিটি সচেতনতায় কাজ করবে।
প্রতিমন্ত্রী রোববার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা মাদকমুক্ত সিংড়া বাস্তবায়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, বাঙালির বিজয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সে ইতিহাসকে কলঙ্কিত করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।