গ্যাস সরবরাহ কার্যকর হলে বরিশাল হবে জাতীয় অর্থনীতির অন্যতম কেন্দ্র
9, March, 2018, 11:46:25:PM
বরিশাল বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও গ্যাস সরবরাহ না থাকায় পর্যাপ্ত পরিমাণে শিল্প কলকারখানা গড়ে উঠতে পারছে না। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার গ্যাস পাইপ লাইন দিয়ে বরিশালে গ্যাস সরবরাহ করার ঘোষণা দ্রুত কার্যকর হলে, বরিশাল হবে জাতীয় অর্থনীতির অন্যতম কেন্দ্র বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।
প্রতি বছর বরিশালের জনসংখ্যার বড় একটি অংশ জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় চলে যায়। কেননা বরিশালে এখনও পর্যাপ্ত শিল্প-কলকারখানা গড়ে উঠছে না। ফলে কর্মসংস্থানও হচ্ছে না। এর পেছনে গ্যাস সরবরাহ না থাকাকে দায়ী করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা।
বরিশাল অমৃত ফুড এন্ড অয়েল প্রোডাক্ট লিমিটেডের পরিচালক রাহুল দে বলেন, আগামীতে পদ্মা সেতু হচ্ছে এবং পাশাপাশি পায়রা বন্দর, এজন্য এখন আমাদের গ্যাসটা খুবই দরকার। কারণ গ্যাস থাকলে আমাদের উৎপাদন ব্যয়টা অনেক কমে যেতো।
কিছুদিন আগে বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার গ্যাস বরিশালে সরবরাহের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় নতুন করে আশায় বুক বেঁধেছে বরিশালবাসী।
বরিশাল চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট সাইদুর রহমান রিন্টু বলেন, আমরা চাই এই ঘোষণাটা শীঘ্রই বাস্তবায়ন হোক। আর আমরা যেন অতি শীঘ্রই শিল্পকলকারখানা গড়তে পারি।
অর্থনীতিবিদরা বলছেন, গ্যাস পেলে পদ্মাসেতু, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা সি বিচ উন্নয়ন প্রকল্প ও পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবিধা কাজে লাগিয়ে বরিশাল আগামীতে জাতীয় অর্থনীতির নেতৃত্ব দিতে সক্ষম হবে।