ইউনিলিভারের হাত ধোয়ার অনুষ্ঠানে অসুস্থ ৫০ শিক্ষার্থী
15, October, 2017, 4:37:28:PM
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘লাইফবয় হ্যান্ডওয়াশ’ অনুষ্ঠানে অংশ নিয়ে গরমে ৫০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত সাংবাদিক আমানুর রহমান রনি জাগো নিউজকে বলেন, অনুষ্ঠান চলাকালে অনেক শিক্ষার্থী রোদে ও গরমে মাঠে অসুস্থ হয়ে পড়ে। অনেকের শ্বাসকষ্ট হচ্ছিল। অসুস্থদের দুপুর সোয়া ১২টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের বেশিরভাগই বিআরডিসি স্কুলের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সকাল থেকেই তাদের গরমে মাঠে দাঁড় করিয়ে রাখা হয়। অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্কুলের ১১ হাজার ১৫৭ জন শিক্ষার্থীকে ইউনিলিভার তাদের একটি প্রোগ্রামের জন্য মাঠে এনেছিল। সকাল ৭টায় অনুষ্ঠান শুরু হয়। ঘণ্টাখানেক পর তিনজন অসুস্থ হয়ে পড়ে।
তখন ইউনিলিভারেরই মেডিকেল টিম ছিল তারাই তাদের একটু সুস্থ করে আবার অনুষ্ঠানে দাঁড় করায়।