রংপুর নগরীর মধ্য পীর্জাবাদ এলাকায় চুরির অপবাদে মঞ্জুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাতে,পায়ে ও কোমরের পাশে পেঁরেক ঢুকিয়ে নির্যাতন করার ঘটনা ঘটেছে।
রোববার রাতে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের কয়েকেজন জানায়, পীর্জাবাদ এলাকার আ. মজিদের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে গত শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। এরপর প্রতিবেশী প্রভাবশালী ফারুক মিয়া ও আব্দুর রাজ্জাকের লোকজন চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই যুবককে (মঞ্জুরুল) তুলে নিয়ে গিয়ে এ বর্বোরোচিত নির্যাতন চালায়।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল মিয়া বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হলেই অভিযোগ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।