ঢাকা মহানগরের ৫৮টি খাল আগামী দুই সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ নির্দেশ দেন।
গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামের একটি প্রতিবেদন স্বপ্রণোদিতভাবে আমলে নিয়ে ঢাকা জেলা প্রশাসনকে (ডিসি) এ নির্দেশ দেয়া হয়।
আদেশে আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট খালগুলো দখলমুক্ত করা এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে আদালতকে তা জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা মহানগর এলাকায় ৫৮টি খাল চিহ্নিত করেছে ঢাকা জেলা প্রশাসন। এর মধ্যে ৩৭টি খালের অংশবিশেষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) তিনটি সরকারি ও সাতটি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং ২৪৮ জন ব্যক্তি দখল করে নিয়েছে। ফলে খালগুলোর প্রবাহ আর স্বাভাবিক নেই।’