রাজশাহী নগরীর বিসিক শিল্প এলাকায় ওষুধ কোম্পানির রাসায়নিক পদার্থ খেয়ে গোদাগাড়ীর চব্বিশনগর এলাকার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়েছে আরো ৮ জন। বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়। অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থরা সবাই নির্মাণ শ্রমিক।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের বকুল হোসেন (৩৮) এবং তহিদুল ইসলাম (২৫)। অসুস্থতরা জানান, গেলো মঙ্গলবার কাজ শেষে রাজশাহীর সপুরা বিসিক শিল্প এলাকার ১০ জন শ্রমিক রাসায়নিক পদার্থ খান। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে শ্রমিক বকুল ও তইজুলকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের আট জন রাসায়নিক পদার্থ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ভোরে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। ওসি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মৃত দুই ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত করা হবে।